Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Tabu

বিয়ের ঠিক আগে মুম্বই ছাড়েন! এক বিবাহিত নায়কের প্রেমে পড়ে সাজিদকে ছেড়ে চলে যান তব্বু

তব্বুও তাঁর সঙ্গে সাজিদের সম্পর্কের কথা কাউকে জানাননি। কিন্তু এক রেডিয়ো শোয়ে সাক্ষাৎকার দেওয়ার সময় ভুলবশত সাজিদের সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলে ফেলেন অভিনেত্রী।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৩ ১৫:২৯
Share: Save:
০১ ১৫
Sajid Nadiadwala

১৯৯২ সালের ১০ মে। দুই বলি তারকার বিয়ে উপলক্ষে বলিপাড়ায় সানাই বেজে উঠেছিল। বলি প্রযোজক এবং পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বলিউডের অভিনেত্রী দিব্যা ভারতী।

০২ ১৫
Sajid Nadiadwala and Divya Bharati

কিন্তু সাজিদ এবং দিব্যার সুখের সংসার এক বছরও টেকেনি। বিয়ের দশ মাস পরেই তাঁদের বাড়ির পাঁচতলা থেকে পড়ে গিয়ে মারা যান দিব্যা। এই ঘটনায় সাজিদ ভীষণ ভেঙে পড়েন। নিজেকে আরও কাজে ব্যস্ত করে তুলেছিলেন তিনি।

০৩ ১৫
Tabu

দিব্যার কাছের বান্ধবী হওয়ায় সাজিদকে আগে থেকেই চিনতেন বলি অভিনেত্রী তব্বু। দিব্যা মারা যাওয়ার পর সাজিদের সঙ্গে একটি ছবির কাজ শুরু করেন তব্বু। ‘জিৎ’ ছবির জন্য একসঙ্গে কাজ করছিলেন তাঁরা।

০৪ ১৫
Sajid Nadiadwala

শুটিংয়ের ফাঁকে নিজের সুখ-দুঃখের কথা তব্বুর সঙ্গে ভাগ করতেন সাজিদ। দু’জনের বন্ধুত্ব ক্রমশ গভীর হতে থাকে এবং তব্বুকে নিজের অজান্তেই ভালবেসে ফেলেন সাজিদ।

০৫ ১৫
Tabu

নিজের অনুভূতির কথা তব্বুকে জানানোর পর সাজিদ বলেছিলেন, ‘‘তুমি আমার সঙ্গে থাকতে চাইলে আমার জীবনের দ্বিতীয় নারী, দ্বিতীয় প্রেম হয়েই থাকতে হবে। দিব্যাকে আমি ভুলতে পারব না। ও-ই আমার জীবনের প্রথম নারীর আসনে থাকবে।’’ সাজিদের কথায় কোনও রকম আপত্তি জানাননি তব্বু।

০৬ ১৫
Sajid Nadiadwala and Tabu

তব্বুর সঙ্গে সাজিদের মেলামেশা আরও বাড়তে থাকে। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায় যে, গোপনে নাকি আংটিবদলও সেরে ফেলেছিলেন তাঁরা।

০৭ ১৫
Sajid Nadiadwala and Tabu

তব্বু এবং সাজিদ দু’জনেই তাঁদের সম্পর্কের কথা গোপন রাখতে চেয়েছিলেন। স্ত্রী মারা যাওয়ার পরেই বলিপাড়ার অন্য এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার খবর পেলে সাজিদ কটাক্ষের শিকার হবেন বলে মনে করেছিলেন তাঁরা।

০৮ ১৫
Tabu

তব্বুও তাঁর সঙ্গে সাজিদের সম্পর্ক নিয়ে কাউকে জানাননি। কিন্তু এক রেডিয়ো শোয়ে সাক্ষাৎকার দেওয়ার সময় ভুলবশত সাজিদের সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলে ফেলেন অভিনেত্রী। এই ঘটনার পর সাজিদ সিদ্ধান্ত নেন যে, তব্বুকে বিয়ে করবেন তিনি।

০৯ ১৫
Sajid Nadiadwala, Nagarjuna and Tabu

কিন্তু সাজিদের বিয়ের প্রস্তাব নাকচ করে দেন তব্বু। এমনকি, মুম্বই ছেড়ে হায়দরাবাদে চলে যান অভিনেত্রী। পরে সাজিদ জানতে পারেন যে, তাঁদের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি এসে পড়ায় তব্বু তাঁর কাছ থেকে দূরে সরে গিয়েছেন। এই তৃতীয় ব্যক্তি আর কেউ নন, দক্ষিণী ফিল্মজগতের অভিনেতা নাগার্জুন।

১০ ১৫
Nagarjuna and Tabu

১৯৯৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় রোম্যান্টিক কমেডি ঘরানার তেলুগু ছবি ‘আভিড়া মা আভিড়ে’। এই ছবির শুটিং করতে গিয়েই তব্বুর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন নাগার্জুন।

১১ ১৫
Nagarjuna and Tabu

সাজিদের উপর থেকে তব্বুর মন সরে যায়। নাগার্জুনের সঙ্গে বেশি সময় কাটানোর জন্য মুম্বই ছেড়ে হায়দরাবাদে চলে যান তব্বু। কানাঘুষো শোনা যায় যে, হায়দরাবাদে নিজের বাড়ির কাছে তব্বুর জন্য একটি বাড়ি কিনেছিলেন নাগার্জুন।

১২ ১৫
Nagarjuna and Tabu

২০০০ সালে তব্বু এবং নাগার্জুন দু’জনকে একসঙ্গে দেখা যায়। সিনেমা জগতের একাংশ মনে করেছিলেন যে, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তব্বুকে বিয়ে করবেন নাগার্জুন। তব্বুও তাই ভেবেছিলেন। কিন্তু নাগার্জুনের সঙ্গে সংসার করার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় অভিনেত্রীর।

১৩ ১৫
Tabu

দশ বছরের বেশি সময় নাগার্জুনের সঙ্গে সম্পর্কে থাকার পর তব্বু বুঝতে পারেন যে, নাগার্জুনের পক্ষে বিবাহবিচ্ছেদ করা অসম্ভব। ২০১২ সালে অভিনেতার সঙ্গে সম্পর্কে ইতি টেনে মুম্বই ফিরে আসেন তব্বু।

১৪ ১৫
Sajid Nadiadwala and Tabu

মুম্বই ফিরে আসার পর আবার জোরকদমে নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তব্বু। অন্য দিকে সাজিদও এক সাংবাদিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে ফেলেন।

১৫ ১৫
Sajid Nadiadwala with his wife

তব্বুর সঙ্গে বিচ্ছেদের পর ওয়ার্দা খান নামে এক সাংবাদিকের সঙ্গে পরিচয় হয় সাজিদের। সাজিদকে প্রেম নিবেদন করেন ওয়ার্দা। ২০০০ সালে তাঁর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সাজিদ।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy