Advertisement
২২ নভেম্বর ২০২৪
Shefali Shah

বলি নায়িকার সঙ্গে সম্পর্ক পরিচালকের, অন্য অভিনেত্রীর কেরিয়ার প্রায় বরবাদ করেছিল যে প্রেমকাহিনি

বর্তমানে প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়ে ফেললেও কেরিয়ারের গোড়াতে প্রচুর ঝড়ঝাপ্টা পোহাতে হয়েছিল শেফালিকে। দুই তারকার সম্পর্কের জন্য শুরুতেই কেরিয়ার ধ্বংস হয়ে যেতে বসেছিল তাঁর।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ ১০:৫৩
Share: Save:
০১ ১৬
থিয়েটারের মাধ্যমে অভিনয় শুরু করেছিলেন বলি অভিনেত্রী শেফালি শাহ। বর্তমানে প্রথম সারির নায়িকাদের তালিকায় নাম লিখিয়ে ফেললেও কেরিয়ারের গোড়ায় প্রচুর ঝড়ঝাপটা পোহাতে হয়েছিল শেফালিকে। দুই তারকার সম্পর্কের জন্য শুরুতেই কেরিয়ার ধ্বংস হয়ে যেতে বসেছিল শেফালির।

থিয়েটারের মাধ্যমে অভিনয় শুরু করেছিলেন বলি অভিনেত্রী শেফালি শাহ। বর্তমানে প্রথম সারির নায়িকাদের তালিকায় নাম লিখিয়ে ফেললেও কেরিয়ারের গোড়ায় প্রচুর ঝড়ঝাপটা পোহাতে হয়েছিল শেফালিকে। দুই তারকার সম্পর্কের জন্য শুরুতেই কেরিয়ার ধ্বংস হয়ে যেতে বসেছিল শেফালির।

০২ ১৬
কলেজে পড়াশোনার পাশাপাশি একচেটিয়া থিয়েটার করতেন শেফালি। থিয়েটারপাড়ায় ভাল নামডাক হয়ে গিয়েছিল তাঁর। থিয়েটারে কাজ করাকালীন তিনি খবর পান, বলি পরিচালক রামগোপাল বর্মা আসন্ন ছবির জন্য নতুন মুখ খুঁজছেন। খবর পেয়েই রামগোপালের সঙ্গে দেখা করেন শেফালি।

কলেজে পড়াশোনার পাশাপাশি একচেটিয়া থিয়েটার করতেন শেফালি। থিয়েটারপাড়ায় ভাল নামডাক হয়ে গিয়েছিল তাঁর। থিয়েটারে কাজ করাকালীন তিনি খবর পান, বলি পরিচালক রামগোপাল বর্মা আসন্ন ছবির জন্য নতুন মুখ খুঁজছেন। খবর পেয়েই রামগোপালের সঙ্গে দেখা করেন শেফালি।

০৩ ১৬
শেফালি জানতে পারেন যে, ‘রঙ্গীলা’ ছবির জন্য কাজ শুরু করতে চলেছেন রামগোপাল। দ্বিতীয় অভিনেত্রীর চরিত্রের জন্য শেফালিকে প্রস্তাব দেওয়া হয়। রামগোপালের প্রস্তাবে রাজিও হয়ে যান শেফালি।

শেফালি জানতে পারেন যে, ‘রঙ্গীলা’ ছবির জন্য কাজ শুরু করতে চলেছেন রামগোপাল। দ্বিতীয় অভিনেত্রীর চরিত্রের জন্য শেফালিকে প্রস্তাব দেওয়া হয়। রামগোপালের প্রস্তাবে রাজিও হয়ে যান শেফালি।

০৪ ১৬
শেফালির সহ-অভিনেত্রী হিসাবে ‘রঙ্গীলা’ ছবিতে কাজ করেন ঊর্মিলা মাতন্ডকর। চিত্রনাট্যের খসড়া শুনে শেফালির মনে হয়েছিল যে, এই ছবিতে দ্বিতীয় নায়িকার চরিত্রও গুরুত্বপূর্ণ। কিন্তু শুটিং শুরু হতে না হতেই অন্য ছবি দেখেন শেফালি।

শেফালির সহ-অভিনেত্রী হিসাবে ‘রঙ্গীলা’ ছবিতে কাজ করেন ঊর্মিলা মাতন্ডকর। চিত্রনাট্যের খসড়া শুনে শেফালির মনে হয়েছিল যে, এই ছবিতে দ্বিতীয় নায়িকার চরিত্রও গুরুত্বপূর্ণ। কিন্তু শুটিং শুরু হতে না হতেই অন্য ছবি দেখেন শেফালি।

০৫ ১৬
শেফালি খেয়াল করেন যে, ‘রঙ্গীলা’ ছবি যেন ঊর্মিলার চরিত্রকে কেন্দ্র করেই বানানো হচ্ছে। ছবিতে শেফালির অভিনয়ের কোনও সুযোগই নেই। তা-ও তিনি যতটুকু অভিনয় করেছিলেন, তার সিংহভাগই কাটছাঁট করে দেওয়া হচ্ছিল।

শেফালি খেয়াল করেন যে, ‘রঙ্গীলা’ ছবি যেন ঊর্মিলার চরিত্রকে কেন্দ্র করেই বানানো হচ্ছে। ছবিতে শেফালির অভিনয়ের কোনও সুযোগই নেই। তা-ও তিনি যতটুকু অভিনয় করেছিলেন, তার সিংহভাগই কাটছাঁট করে দেওয়া হচ্ছিল।

০৬ ১৬
সব জেনেশুনে আর সহ্য করতে পারেননি শেফালি। টানা চার দিন কাজ করার পর সেট থেকে বেরিয়ে যান তিনি। কানাঘুষো শোনা যায় যে, ‘রঙ্গীলা’ ছবিতে অভিনয়ের জন্য কোনও পারিশ্রমিক নেননি শেফালি।

সব জেনেশুনে আর সহ্য করতে পারেননি শেফালি। টানা চার দিন কাজ করার পর সেট থেকে বেরিয়ে যান তিনি। কানাঘুষো শোনা যায় যে, ‘রঙ্গীলা’ ছবিতে অভিনয়ের জন্য কোনও পারিশ্রমিক নেননি শেফালি।

০৭ ১৬
রামগোপালের প্রতি ভরসা হারিয়ে ফেলেছিলেন শেফালি। বলিপাড়া সূত্রে খবর, ‘রঙ্গীলা’ ছবির শুটিংয়ের সময়েই নাকি রামগোপালের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ঊর্মিলা। একাংশের দাবি, হিন্দি ফিল্মের জগতে ঊর্মিলার জায়গা তৈরির জন্যই তাঁকে বেশি গুরুত্ব দিচ্ছিলেন রামগোপাল।

রামগোপালের প্রতি ভরসা হারিয়ে ফেলেছিলেন শেফালি। বলিপাড়া সূত্রে খবর, ‘রঙ্গীলা’ ছবির শুটিংয়ের সময়েই নাকি রামগোপালের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ঊর্মিলা। একাংশের দাবি, হিন্দি ফিল্মের জগতে ঊর্মিলার জায়গা তৈরির জন্যই তাঁকে বেশি গুরুত্ব দিচ্ছিলেন রামগোপাল।

০৮ ১৬
প্রেমিকার কেরিয়ার তৈরিতে এতটাই মগ্ন হয়ে পড়েন যে, ‘রঙ্গীলা’ ছবির দ্বিতীয় অভিনেত্রীর চরিত্র পর্দায় দুর্বল করে দেখান রামগোপাল। দুই তারকার প্রেমকাহিনির প্রভাব পড়ে শেফালির কেরিয়ারে।

প্রেমিকার কেরিয়ার তৈরিতে এতটাই মগ্ন হয়ে পড়েন যে, ‘রঙ্গীলা’ ছবির দ্বিতীয় অভিনেত্রীর চরিত্র পর্দায় দুর্বল করে দেখান রামগোপাল। দুই তারকার প্রেমকাহিনির প্রভাব পড়ে শেফালির কেরিয়ারে।

০৯ ১৬
বড় পর্দায় কাজ করার আশা ছেড়ে দিয়ে আবার থিয়েটার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন শেফালি। তার পাশাপাশি ছোট পর্দায় বিভিন্ন ধারাবাহিকেও অভিনয় করেন তিনি। ধীরে ধীরে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় মুখ হয়ে ওঠেন শেফালি।

বড় পর্দায় কাজ করার আশা ছেড়ে দিয়ে আবার থিয়েটার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন শেফালি। তার পাশাপাশি ছোট পর্দায় বিভিন্ন ধারাবাহিকেও অভিনয় করেন তিনি। ধীরে ধীরে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় মুখ হয়ে ওঠেন শেফালি।

১০ ১৬
‘রঙ্গীলা’ ছবি মুক্তির তিন বছর পর ১৯৯৮ সালে মুক্তি পায় রামগোপাল বর্মা পরিচালিত ‘সত্য’। এই ছবিতে অভিনয়ের জন্য আবার শেফালিকে প্রস্তাব দেন পরিচালক।

‘রঙ্গীলা’ ছবি মুক্তির তিন বছর পর ১৯৯৮ সালে মুক্তি পায় রামগোপাল বর্মা পরিচালিত ‘সত্য’। এই ছবিতে অভিনয়ের জন্য আবার শেফালিকে প্রস্তাব দেন পরিচালক।

১১ ১৬
‘সত্য’ ছবিতে মনোজ বাজপেয়ীর স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল শেফালিকে। কিন্তু সেই ছবিতেও শেফালির বাধা হয়ে দাঁড়ায় রামগোপাল এবং ঊর্মিলার প্রেমকাহিনি।

‘সত্য’ ছবিতে মনোজ বাজপেয়ীর স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল শেফালিকে। কিন্তু সেই ছবিতেও শেফালির বাধা হয়ে দাঁড়ায় রামগোপাল এবং ঊর্মিলার প্রেমকাহিনি।

১২ ১৬
রামগোপালের ধারণা ছিল যে, তিনি যে ছবি পরিচালনা করবেন সেই ছবিতে যদি ঊর্মিলা অভিনয় না করেন তবে তা ফ্লপ হবে। তাই ‘সত্য’ ছবিতে মুখ্য চরিত্রের জন্য ঊর্মিলাকে বেছে নেন রামগোপাল।

রামগোপালের ধারণা ছিল যে, তিনি যে ছবি পরিচালনা করবেন সেই ছবিতে যদি ঊর্মিলা অভিনয় না করেন তবে তা ফ্লপ হবে। তাই ‘সত্য’ ছবিতে মুখ্য চরিত্রের জন্য ঊর্মিলাকে বেছে নেন রামগোপাল।

১৩ ১৬
আবার ছবির কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন ঊর্মিলা। ‘সত্য’ ছবিতে শেফালি স্বল্প দৈর্ঘ্যের চরিত্রে অভিনয় করার সুযোগ পান। এই ছবি থেকেও নাকি শেফালি অভিনীত দৃশ্যগুলি কাটছাঁট করা হয় বলে কানাঘুষো শোনা যায়।

আবার ছবির কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন ঊর্মিলা। ‘সত্য’ ছবিতে শেফালি স্বল্প দৈর্ঘ্যের চরিত্রে অভিনয় করার সুযোগ পান। এই ছবি থেকেও নাকি শেফালি অভিনীত দৃশ্যগুলি কাটছাঁট করা হয় বলে কানাঘুষো শোনা যায়।

১৪ ১৬
দৃশ্য কাটা পড়লেও শেফালির অভিনয়দক্ষতার কাছে পরিস্থিতি হার মেনে যায়। স্বল্প দৈর্ঘ্যের চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়োন তিনি।

দৃশ্য কাটা পড়লেও শেফালির অভিনয়দক্ষতার কাছে পরিস্থিতি হার মেনে যায়। স্বল্প দৈর্ঘ্যের চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়োন তিনি।

১৫ ১৬
ছোট পর্দার পাশাপাশি বলিপাড়াতেও ধীরে ধীরে পরিচিতি গড়ে ওঠে শেফালির। দুই তারকার প্রেমকাহিনি তাঁর কেরিয়ারে প্রভাব ফেললেও অঙ্কুরে বিনাশ করতে পারেনি। শেফালির অভিনয়দক্ষতা শেষমেশ জিতে যায়।

ছোট পর্দার পাশাপাশি বলিপাড়াতেও ধীরে ধীরে পরিচিতি গড়ে ওঠে শেফালির। দুই তারকার প্রেমকাহিনি তাঁর কেরিয়ারে প্রভাব ফেললেও অঙ্কুরে বিনাশ করতে পারেনি। শেফালির অভিনয়দক্ষতা শেষমেশ জিতে যায়।

১৬ ১৬
হিন্দি ছবিতে অভিনয় করে যেমন নাম করেছেন শেফালি, ঠিক তেমনই ওটিটি প্ল্যাটফর্মেও নিজের জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। ‘দিল্লি ক্রাইম’ ওয়েব সিরিজ়ে অভিনয় করেও দর্শকের মন জিতেছেন তিনি।

হিন্দি ছবিতে অভিনয় করে যেমন নাম করেছেন শেফালি, ঠিক তেমনই ওটিটি প্ল্যাটফর্মেও নিজের জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। ‘দিল্লি ক্রাইম’ ওয়েব সিরিজ়ে অভিনয় করেও দর্শকের মন জিতেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy