Advertisement
১৬ ডিসেম্বর ২০২৪
Amitabh Bachchan

রেখার সঙ্গে অমিতাভের প্রেম দেখে কেঁদে ফেলেন জয়া, তার পরেই বড় সিদ্ধান্ত নেন বিগ বি

অমিতাভ এবং রেখা দু’জনেই তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও একাধিক পুরনো সাক্ষাৎকারে অমিতাভের প্রতি অনুভূতি নিয়ে রেখাকে সরব হতে দেখা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১২:৪৫
Share: Save:
০১ ১৬
পাঁচ দশকের কেরিয়ারে ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান’। অভিনয়ের জন্য যেমন তিনি প্রশংসা কুড়িয়েছেন তেমনই একাধিক বার সমালোচনায়ও জড়িয়েছে তাঁর নাম।

পাঁচ দশকের কেরিয়ারে ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান’। অভিনয়ের জন্য যেমন তিনি প্রশংসা কুড়িয়েছেন তেমনই একাধিক বার সমালোচনায়ও জড়িয়েছে তাঁর নাম।

০২ ১৬
অমিতাভের সঙ্গে তাঁর সহ-অভিনেত্রী জীনত আমন, পরভিন ববি থেকে স্মিতা পাটিলের মতো বলি তারকাদের নাম জড়িয়েছে। নায়িকাদের সঙ্গে সম্পর্ককে ঘিরে অমিতাভকে নিয়ে সমালোচনাও কিছু কম হয়নি। কিন্তু বলি অভিনেত্রী রেখার সঙ্গে অমিতাভের সম্পর্ক নিয়ে যে আলোচনা শুরু হয়েছিল তার রেশ এখনও বর্তমান।

অমিতাভের সঙ্গে তাঁর সহ-অভিনেত্রী জীনত আমন, পরভিন ববি থেকে স্মিতা পাটিলের মতো বলি তারকাদের নাম জড়িয়েছে। নায়িকাদের সঙ্গে সম্পর্ককে ঘিরে অমিতাভকে নিয়ে সমালোচনাও কিছু কম হয়নি। কিন্তু বলি অভিনেত্রী রেখার সঙ্গে অমিতাভের সম্পর্ক নিয়ে যে আলোচনা শুরু হয়েছিল তার রেশ এখনও বর্তমান।

০৩ ১৬
১৯৭৩ সালে বলি অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অমিতাভ। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, বিয়ের তিন বছর পর রেখার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন অমিতাভ।

১৯৭৩ সালে বলি অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অমিতাভ। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, বিয়ের তিন বছর পর রেখার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন অমিতাভ।

০৪ ১৬
বলিপাড়া সূত্রে খবর, ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘দো অনজানে’ ছবির শুটিং চলাকালীন রেখার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন অমিতাভ। সত্তরের দশক থেকেই দুই তারকার সম্পর্ক নিয়ে জলঘোলা শুরু হয়।

বলিপাড়া সূত্রে খবর, ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘দো অনজানে’ ছবির শুটিং চলাকালীন রেখার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন অমিতাভ। সত্তরের দশক থেকেই দুই তারকার সম্পর্ক নিয়ে জলঘোলা শুরু হয়।

০৫ ১৬
অমিতাভ এবং রেখা দু’জনেই তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও একাধিক পুরনো সাক্ষাৎকারে অমিতাভের প্রতি অনুভূতি নিয়ে রেখাকে সরব হতে দেখা গিয়েছে। রেখা এক পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, অমিতাভের জন্য তাঁর মনে অগাধ ভালবাসা এবং শ্রদ্ধা রয়েছে।

অমিতাভ এবং রেখা দু’জনেই তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও একাধিক পুরনো সাক্ষাৎকারে অমিতাভের প্রতি অনুভূতি নিয়ে রেখাকে সরব হতে দেখা গিয়েছে। রেখা এক পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, অমিতাভের জন্য তাঁর মনে অগাধ ভালবাসা এবং শ্রদ্ধা রয়েছে।

০৬ ১৬
সাক্ষাৎকারে রেখা জানান, তাঁর সঙ্গে বড় পর্দায় অমিতাভকে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে দেখে নাকি কেঁদে ফেলেছিলেন জয়া। এই ঘটনার পর অমিতাভ আর রেখার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে দাবি করেন রেখা।

সাক্ষাৎকারে রেখা জানান, তাঁর সঙ্গে বড় পর্দায় অমিতাভকে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে দেখে নাকি কেঁদে ফেলেছিলেন জয়া। এই ঘটনার পর অমিতাভ আর রেখার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে দাবি করেন রেখা।

০৭ ১৬
১৯৭৮ সালে প্রকাশ মেহরার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মুকদ্দর কা সিকন্দর’ ছবিটি। এই ছবিতে অমিতাভের সঙ্গে জুটি বেঁধেছিলেন রেখা।

১৯৭৮ সালে প্রকাশ মেহরার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মুকদ্দর কা সিকন্দর’ ছবিটি। এই ছবিতে অমিতাভের সঙ্গে জুটি বেঁধেছিলেন রেখা।

০৮ ১৬
রেখা জানান, ‘মুকদ্দর কা সিকন্দর’ ছবির ‘ট্রায়াল শো’ চলার সময় প্রজেকশন রুমে বসেছিলেন তিনি। সামনের সারিতে বসে ছবি দেখছিলেন জয়া।

রেখা জানান, ‘মুকদ্দর কা সিকন্দর’ ছবির ‘ট্রায়াল শো’ চলার সময় প্রজেকশন রুমে বসেছিলেন তিনি। সামনের সারিতে বসে ছবি দেখছিলেন জয়া।

০৯ ১৬
জয়ার পিছনের সারিতে বাবা-মাকে নিয়ে বসেছিলেন অমিতাভ। রেখা জানান, প্রজেকশন রুম থেকে সকলকে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন তিনি।

জয়ার পিছনের সারিতে বাবা-মাকে নিয়ে বসেছিলেন অমিতাভ। রেখা জানান, প্রজেকশন রুম থেকে সকলকে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন তিনি।

১০ ১৬
‘মুকদ্দর কা সিকন্দর’ ছবিতে রেখার সঙ্গে অমিতাভকে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে দেখে নাকি জয়া কেঁদে ফেলেছিলেন। জয়া যে কাঁদছিলেন তা পিছনের সারিতে বসার কারণে অমিতাভ দেখতে পাননি। কিন্তু রেখা তা স্পষ্ট দেখতে পান বলে সাক্ষাৎকারে জানান অভিনেত্রী।

‘মুকদ্দর কা সিকন্দর’ ছবিতে রেখার সঙ্গে অমিতাভকে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে দেখে নাকি জয়া কেঁদে ফেলেছিলেন। জয়া যে কাঁদছিলেন তা পিছনের সারিতে বসার কারণে অমিতাভ দেখতে পাননি। কিন্তু রেখা তা স্পষ্ট দেখতে পান বলে সাক্ষাৎকারে জানান অভিনেত্রী।

১১ ১৬
রেখা এ-ও জানান, ‘মুকদ্দর কা সিকন্দর’ ছবির ‘ট্রায়াল শো’-এর এক সপ্তাহ পর তিনি জানতে পারেন যে অমিতাভ আর তাঁর সঙ্গে কোনও ছবিতে কাজ করবেন না বলে বলিপাড়ার প্রযোজকদের জানিয়েছেন।

রেখা এ-ও জানান, ‘মুকদ্দর কা সিকন্দর’ ছবির ‘ট্রায়াল শো’-এর এক সপ্তাহ পর তিনি জানতে পারেন যে অমিতাভ আর তাঁর সঙ্গে কোনও ছবিতে কাজ করবেন না বলে বলিপাড়ার প্রযোজকদের জানিয়েছেন।

১২ ১৬
রেখা বলেন, ‘‘আমি অমিতাভকে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে আমার সঙ্গে কাজ করতে না চাওয়ার কারণ কী। কিন্তু আমার প্রশ্নের কোনও উত্তর দেয়নি ও।’’

রেখা বলেন, ‘‘আমি অমিতাভকে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে আমার সঙ্গে কাজ করতে না চাওয়ার কারণ কী। কিন্তু আমার প্রশ্নের কোনও উত্তর দেয়নি ও।’’

১৩ ১৬
রেখার প্রশ্নের উত্তরে অমিতাভ শুধু বলেন, ‘‘আমাকে এ বিষয়ে কিছু জিজ্ঞাসা কোরো না। আমার কিছু বলার নেই।’’ অথচ বলি ইন্ডাস্ট্রির সকলে নাকি রেখাকে গিয়ে জানাতে শুরু করেন যে অমিতাভ আর তাঁর সঙ্গে অভিনয় করবেন না। সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন রেখা।

রেখার প্রশ্নের উত্তরে অমিতাভ শুধু বলেন, ‘‘আমাকে এ বিষয়ে কিছু জিজ্ঞাসা কোরো না। আমার কিছু বলার নেই।’’ অথচ বলি ইন্ডাস্ট্রির সকলে নাকি রেখাকে গিয়ে জানাতে শুরু করেন যে অমিতাভ আর তাঁর সঙ্গে অভিনয় করবেন না। সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন রেখা।

১৪ ১৬
১৯৮১ সালে যশ চোপড়ার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সিলসিলা’ ছবিটি। এই ছবিতে অমিতাভ এবং জয়ার পাশাপাশি অভিনয় করতে দেখা যায় রেখাকে। বলিপাড়ার একাংশের অনুমান, তিন তারকার ত্রিকোণ প্রেমের কাহিনির উপর ভিত্তি করেই নাকি ‘সিলসিলা’ ছবির চিত্রনাট্য নির্মাণ করেছিলেন যশ।

১৯৮১ সালে যশ চোপড়ার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সিলসিলা’ ছবিটি। এই ছবিতে অমিতাভ এবং জয়ার পাশাপাশি অভিনয় করতে দেখা যায় রেখাকে। বলিপাড়ার একাংশের অনুমান, তিন তারকার ত্রিকোণ প্রেমের কাহিনির উপর ভিত্তি করেই নাকি ‘সিলসিলা’ ছবির চিত্রনাট্য নির্মাণ করেছিলেন যশ।

১৫ ১৬
বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, ‘সিলসিলা’ ছবিতে নাকি প্রথমে অভিনয় করতে রাজি হচ্ছিলেন না জয়া। কিন্তু ছবির অন্তিম পর্বের কাহিনি শুনে নাকি মত বদলে ফেলেন অভিনেত্রী।

বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, ‘সিলসিলা’ ছবিতে নাকি প্রথমে অভিনয় করতে রাজি হচ্ছিলেন না জয়া। কিন্তু ছবির অন্তিম পর্বের কাহিনি শুনে নাকি মত বদলে ফেলেন অভিনেত্রী।

১৬ ১৬
বিবাহ-বহির্ভূত সম্পর্ককে ঘিরে বোনা হয় ‘সিলসিলা’ ছবির চিত্রনাট্য। গল্পের শেষে নাকি স্ত্রীর কাছে ফিরে যান মূল চরিত্র। এই অংশটি জয়ার পছন্দ হওয়ায় পরে সেই ছবিতে অভিনয় করতে রাজি হন অমিতাভ-পত্নী।

বিবাহ-বহির্ভূত সম্পর্ককে ঘিরে বোনা হয় ‘সিলসিলা’ ছবির চিত্রনাট্য। গল্পের শেষে নাকি স্ত্রীর কাছে ফিরে যান মূল চরিত্র। এই অংশটি জয়ার পছন্দ হওয়ায় পরে সেই ছবিতে অভিনয় করতে রাজি হন অমিতাভ-পত্নী।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy