
কেরিয়ারের ঝুলিতে দেড়শোর বেশি ছবি। জাতীয় পুরস্কারের পাশাপাশি পেয়েছেন পদ্মশ্রী সম্মানও। বয়স ৭০ পেরিয়ে গেলেও এখনও যেন তিনি ‘বলিউড কুইন’। অভিনয়ে দড় রেখার ব্যক্তিগত জীবনও ছিল বেশ রঙিন। একাধিক অভিনেতার সঙ্গে তাঁর প্রেম-বিচ্ছেদের কাহিনি ছড়িয়ে রয়েছে বলিপাড়ায়। কানাঘুষো শোনা যায়, সহ-অভিনেতাকে নাকি লুকিয়ে বিয়ে করেছিলেন রেখা। কিন্তু শ্বশুরবাড়িতে নববিবাহিতা প্রবেশ করতেই নাকি তাঁকে জুতোপেটা করেছিলেন বলি অভিনেতার মা।

বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার প্রেমকাহিনি বলিপাড়ায় বহুলচর্চিত। তবে অমিতাভ ছাড়া রেখার নাম জড়ায় অন্য বলি তারকাদের সঙ্গেও। বলি অভিনেতা জীতেন্দ্রের সঙ্গেও নাকি সম্পর্কে ছিলেন রেখা। তবে সেই সম্পর্কের আয়ু বেশি দিন ছিল না। জীতেন্দ্রের সঙ্গে সম্পর্কে ইতি টানার পর অন্য নায়কের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন রেখা।