Bollywood actress deepika padukone expresses her wish to become a mother in an interview dgtl
Deepika Padukone's Interview
পাঁচ বছরের দাম্পত্যে আসছে নতুন সদস্য? মা হওয়ার ইচ্ছাপ্রকাশ খোদ দীপিকার!
একসঙ্গে ছবি করার সময় থেকেই তাঁদের রসায়ন নজর কেড়েছিল। কথা হচ্ছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং অভিনেতা রণবীর সিংহ বা চর্চিত দম্পতি দীপ-ভীর জুটিকে নিয়ে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪ ১৫:৫২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
বলিপাড়ার অন্যতম আলোচিত দম্পতি তাঁরা। একসঙ্গে ছবি করার সময় থেকেই তাঁদের রসায়ন নজর কেড়েছিল। কথা হচ্ছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং অভিনেতা রণবীর সিংহ বা চর্চিত দম্পতি দীপ-ভীর জুটিকে নিয়ে। বিয়ের আগে বছর ছয়েকের প্রেম। তার পর ২০১৫ সালে গোপনে আংটিবদল।
০২১৪
শেষমেশ ইটালির লেক কোমোর ধারে গাঁটছড়া বাঁধেন তাঁরা। ২০১৮ সালের নভেম্বর মাসে ধুমধাম করে তাঁদের বিয়ের মুহূর্ত মুগ্ধ করে রেখেছিল দর্শকদের।
০৩১৪
গত বছর নিজেদের পঞ্চম বিবাহবার্ষিকী পালন করেছেন দীপিকা ও রণবীর। দাম্পত্য জীবনে এখন বেশ পোক্ত জায়গায় এসে দাঁড়িয়েছেন যুগল।
০৪১৪
এ বার নিজেদের পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানাতে চান তাঁরা। মা হতে চান দীপিকা।
০৫১৪
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই ইচ্ছার কথা প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী। দীপিকার কথায়, ‘‘রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালবাসি। আমরা অপেক্ষা করছি যে দিন আমরা নিজেদের পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসতে পারব।’’
০৬১৪
বিয়ের পাঁচ বছর পর এ বার কি তবে সন্তানধারণের কথা ভাবছেন বাজিরাও আর মস্তানি?
০৭১৪
দীপিকা জানান, এখনও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হলে তিনি উপলব্ধি করতে পারেন যে, তিনি একেবারেই বদলাননি।
০৮১৪
দেশের অন্যতম সেরা অভিনেত্রী হওয়া সত্ত্বেও খ্যাতির চাপে হারিয়ে যায়নি তাঁর সারল্য। এমনটাই দাবি করলেন দীপিকা।
০৯১৪
নায়িকার মতে, ‘‘আমাদের পেশায়, খ্যাতি ও যশের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলা খুবই স্বাভাবিক। তবে আমার পরিবারের কোনও সদস্যই বাড়িতে আমাকে ‘তারকা’ বলে মনে করেন না। আমি ও রণবীর আমাদের সন্তানের মধ্যেও সেই বৈশিষ্ট্যগুলো দেখতে চাই।’’
১০১৪
সঞ্জয় লীলা ভন্সালীর ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ ছবির সেটে একে অপরের প্রেমে পড়েন রণবীর ও দীপিকা।
১১১৪
তার পরে প্রায় ছ’বছরের সম্পর্ক। ২০১৮ সালে সাত পাক ঘোরেন যুগল।
১২১৪
তার ঠিক এক বছর আগে বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অনুষ্কা শর্মা। বিরুষ্কা এখন এক সন্তানের বাবা-মা। কানাঘুষো, তাঁদের দ্বিতীয় সন্তানও আসতে চলেছে শীঘ্রই।
১৩১৪
অন্য দিকে, ২০১৮ সালেই হলিউডের পপ তারকা নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়ঙ্কা চোপড়া।
১৪১৪
মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়ে এখন ভরা পরিবার নিক ও প্রিয়ঙ্কার।