মুক্তির ৩৭দিন পার করার পর ৫০০ কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলেছে ‘গদর ২’। কিন্তু ছবির সাফল্যের পরেও পরিচালক মুষড়ে পড়েছেন কেন?
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
২২ বছর আগে যে ছবি বক্স অফিসে হিট হয়েছিল, দুই দশক পর সে ছবির দ্বিতীয় পর্ব আদৌ ব্যবসা করতে পারবে কি না তা নিয়ে সন্দেহ ছিল বলি অভিনেতা সানি দেওল, বলি অভিনেত্রী অমিশা পটেল এবং ছবির পরিচালক অনিল শর্মা।
চলতি বছরের ১১ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘গদর: এক প্রেম কথা’-র সিকুয়েল ‘গদর ২’। মুক্তির ৩৭দিন পার করার পর ৫০০ কোটির ক্লাবে নাম লিখিয়ে ফেলেছে ‘গদর ২’। কিন্তু ছবির সাফল্যের পরেও পরিচালক মুষড়ে পড়েছেন কেন?
০৪১৪
‘গদর ২’-এর অভিনেত্রী অমিশা এক সাক্ষাৎকারে অনিলের হতাশ হওয়ার কারণ জানান। অনিলের এক গোপন ইচ্ছাপূরণ হয়নি বলেই পরিচালক নাকি ‘গদর ২’-এর সাফল্যে খুশি হতে পারেননি।
০৫১৪
২০০১ সালে ‘গদর: এক প্রেম কথা’ ছবিতে শিশু অভিনেতা হিসাবে অভিনয় করেছিলেন উৎকর্ষ শর্মা। উৎকর্ষ সম্পর্কে অনিলের পুত্র।
০৬১৪
‘গদর: এক প্রেম কথা’য় তারা সিংহ (সানি দেওল) এবং সাকিনার (অমিশা পটেল) ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যায় উৎকর্ষকে।
০৭১৪
২২ বছর পর ‘গদর’-এর দ্বিতীয় পর্বেও তারা এবং সাকিনার ছেলের চরিত্রে অভিনয় করেছেন অনিল-পুত্র উৎকর্ষ।
০৮১৪
অমিশার দাবি, অনিল তাঁর পুত্রকে ‘গদর ২’-এর মাধ্যমে প্রচারে আনতে চেয়েছিলেন। বলিপাড়ায় উৎকর্ষের পরিচিতি গড়ে উঠবে বলে নিশ্চিত ছিলেন অনিল।
০৯১৪
‘গদর ২’ যে উৎকর্ষের কেরিয়ারে একটি মাইলফলক গড়তে পারে তা নিয়ে আশায় বুক বেঁধেছিলেন অনিল। অমিশা সাক্ষাৎকারে জানান, অনিল ভেবেছিলেন, ‘গদর ২’-এর পর উৎকর্ষের অভিনয় নিয়ে চর্চা হবে।
১০১৪
‘গদর ২’ মুক্তির পর ভিন্ন দৃশ্য দেখলেন অনিল। ছবির সাফল্য যে তারা-সাকিনার জুটি এবং সানির জন্য হয়েছে তা বুঝতে পারেন পরিচালক।
১১১৪
অমিশার দাবি, উৎকর্ষকে নিয়ে কোথাও কোনও রকম আলোচনা হয়নি। ‘গদর ২’-এর মূল কেন্দ্রবিন্দু হয়ে পড়েন সানি। তার খ্যাতির নীচে উৎকর্ষ চাপা পড়ে যান।
১২১৪
অমিশার দাবি, অনিল ভেবেছিলেন তাঁর পুত্রের কেরিয়ার তৈরি করবে ‘গদর ২’। কিন্তু তা না হওয়ায় ছবির সাফল্যের পরেও মুষড়ে পড়েন পরিচালক।
১৩১৪
অমিশার মন্তব্য, ‘গদর ২’-এ সানির পাশাপাশি উৎকর্ষের মুখেও জোরদার সংলাপ দেওয়া হয়েছিল। ‘‘হমারা হিন্দুস্তান জিন্দাবাদ থা, জিন্দাবাদ হ্যায়, জিন্দাবাদ রহেগা’’— এই জনপ্রিয় সংলাপটি ‘গদর’ ছবিতে সানির মুখে বসানো হয়েছিল। ‘গদর ২’-এ এই সংলাপ দেওয়া হয় উৎকর্ষকে। তা সত্ত্বেও উৎকর্ষকে নিয়ে বলিপাড়ায় কোনও মাতামাতি হয়নি দেখে দুঃখ পান পরিচালক।
১৪১৪
অমিশা বলেন, ‘‘উৎকর্ষ ভারী মিষ্টি ছেলে। বলিউডের প্রথম সারির ছবিনির্মাতারা যেন ওকে অভিনয়ের সুযোগ দেন এটুকুই চাই। কোনও ছেলেই চাইবে না বার বার তার বাবার ছবিতে অভিনয় করতে।’’