‘আগ’ বলিউডের ক্লাসিক ছবি ‘শোলে’র রিমেক। ছবিটি চলেনি বললে কম বলা হয়। ভুল বলা হয়। কারণ দর্শক ছবিটি দেখেননি তো বটেই উল্টে পরিচালককে গালমন্দও করেছেন। ওই ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ। তাঁর চরিত্রটি ছিল মূল ছবি ‘শোলে’-র ভিলেন গব্বরের আদলে। নাম বব্বন সিং। বক্স অফিসে বিপর্যয়ের রেকর্ড তৈরি করেছিল ‘আগ’। এমনকি অমিতাভ ভক্তরাও অবাক হয়ে প্রশ্ন তুলেছিলেন, কেন এই ছবি করতে গেলেন অমিতাভ!