Bollywood actors earned from their debut films dgtl
bollywood star
Bollywood stars: বিগ বি থেকে কিং খান, প্রথম ছবি থেকে কত উপার্জন করেছিলেন বলিউডের এই তারকারা
অমিতাভ থেকে শাহরুখ, সলমন— তাঁদের অভিনীত প্রথম ছবি থেকে কত উপার্জন করেছিলেন বলিউডের এই তারকারা?
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ১০ জুলাই ২০২২ ১৬:২৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
শাহরুখ খান থেকে সলমন খান, আমির খান থেকে অক্ষয় কুমার— এই অভিনেতারা এখন ছবি প্রতি উপার্জন করেন কোটির গুণিতকে।
০২১৪
কিন্তু তাঁরা যখন বড়পর্দায় প্রথম পা রাখেন, তখন তাঁদের উপার্জন লক্ষের সীমাও ছাড়ায়নি। বেশির ভাগেরই উপার্জন ছিল ১০ হাজার থেকে ৫০ হাজারের মধ্যে।
০৩১৪
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এমনকি, ‘বিগ বি’-ও এর ব্যতিক্রম নয়। ৫০ বছরের বেশি সময় ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি।
০৪১৪
১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ ছবিতে অমিতাভকে প্রথম অভিনয় করতে দেখা যায়। সেই সময় অভিনেতা হিসাবে তিনি পাঁচ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।
০৫১৪
পাঁচ দশক ধরে অভিনয় করার পর অমিতাভ এখন ছবি প্রতি কোটির গুণিতকে উপার্জন করেন। সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি মুক্তি পেতে চলেছে। সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, এই ছবিতে অভিনয় করে আট থেকে ১০ কোটি টাকা উপার্জন করেছেন অমিতাভ।
০৬১৪
এবার আসা যাক বলিউডের ‘বাদশা’-র কথায়। তিন দশক ধরে শাহরুখ খান একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন দর্শকদের। এমনকি, তাঁর প্রথম ছবিও বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল।
০৭১৪
১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবিতে শাহরুখ প্রথম অভিনয় করেন। প্রস্তাবপত্রে সই করার সময় শাহরুখকে ১১ হাজার টাকা দেওয়া হয়েছিল। এ ছাড়াও পারিশ্রমিক হিসাবে দেড় লক্ষ টাকা পেয়েছিলেন অভিনেতা।
০৮১৪
২০২৩ সালে শাহরুখ অভিনীত ‘পাঠান’ ছবি মুক্তি পাবে। শ্যুটিংয়ের কাজও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। জানা গিয়েছে, এই ছবিতে কাজ করার জন্য শাহরুখ পারিশ্রমিক হিসাবে ১০০ কোটি টাকা দাবি করেছেন।
০৯১৪
ছবি প্রতি ১০০ কোটি টাকা উপার্জন করা ভাইজানের প্রথম ছবি কিন্তু হিট হয়নি। ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ ছবিতে পার্শ্বচরিত্রে প্রথম অভিনয় করতে দেখা যায় সলমন খানকে। পারিশ্রমিক হিসাবে মাত্র ১১ হাজার টাকা পেয়েছিলেন তিনি।
১০১৪
পরের বছর ‘ম্যায়নে পয়্যার কিয়া’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করে তিনি সকলের নজরে এসেছিলেন। তার পর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। সলমন অভিনীত অধিকাংশ ছবিই বক্স অফিসে সুপারহিট।
১১১৪
বলিউডের ‘পারফেকশনিস্ট’ শিশু অভিনেতা হিসাবে প্রথম দিকে অভিনয় করলেও তাঁর ১৯৮৮ সালে আমির খান অভিনীত ‘কয়ামত সে কয়ামত তক’ বক্স অফিসে বিপুল সাড়া ফেলে।
১২১৪
আমির খান এই ছবিতে অভিনয় করে পারিশ্রমিক হিসাবে ১১ হাজার টাকা পেয়েছিলেন। বলিউডের একাংশের দাবি, সম্প্রতি ‘লাল সিং চড্ডা’ ছবিতে অভিনয় করার জন্য মোট ৫০ কোটি টাকা দাবি করেছেন তিনি।
১৩১৪
সম্প্রতি প্রেক্ষাগৃহে বলিউডের ‘খিলাড়ি’-র নতুন ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’ মুক্তি পেয়েছে। মানুষী চিল্লারকেও এই ছবিতে প্রথম অভিনয় করতে দেখা গিয়েছে। এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করার জন্য অক্ষয় ৬০ কোটি টাকা উপার্জন করেছেন বলে শোনা যায়।
১৪১৪
১৯৯১ সালে অক্ষয় কুমার ‘সৌগন্ধ’ ছবির মাধ্যমে বড়পর্দায় প্রথম পা রাখেন। বর্তমানে ৬০ কোটি টাকা উপার্জন করা অক্কি এই ছবিতে অভিনয় করে মাত্র ৫১ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।