‘বিগ বি ’ থেকে ‘খিলাড়ি’, খান থেকে কপূর— টিনসেল নগরীর এই অভিনেতাদের আসল বয়স কত?
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ০৮ অগস্ট ২০২২ ১৬:২৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
‘বিগ বি’ থেকে ‘খিলাড়ি’, খান থেকে কপূর— টিনসেল নগরীতে অভিনেতারা বহু প্রজন্ম ধরে বড়পর্দায় অভিনয় করে দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। কোনও ছবি বক্স অফিসে সাড়া ফেলতে না পারলেও দর্শকদের মনে তাঁদের প্রতি শ্রদ্ধা-ভালবাসা কোনও অংশেই কমেনি।
০২১৭
তবে, এত বছর ধরে যাঁদের শুধু ক্যামেরার ওপারে কিশোর থেকে বৃদ্ধ— বিভিন্ন বয়সের, বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখেছেন, তাঁদের আসল বয়স জানেন কি?
০৩১৭
বলিউডের অভিনেতাদের কথা হলে সবার আগে ‘বিগ বি’র কথাই উঠেই আসে। ‘পদ্মশ্রী’, ‘পদ্ম ভূষণ’, ‘পদ্ম বিভূষণ’ প্রাপ্ত অমিতাভ বচ্চন ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ ছবির মাধ্যমে বড়পর্দায় পা রাখেন।
০৪১৭
এখনও তিনি যখন ক্যামেরার সামনে আসেন, তখনও বর্তমান প্রজন্মের অভিনেতাদের টেক্কা দেন। অমিতাভ ১৯৪২ সালের ১১ অক্টোবর ইলাহাবাদে জন্মগ্রহণ করেন। এই বছর ৮০-তে পা দেবেন অভিনেতা।
০৫১৭
তবে, বলিপাড়ায় যে অমিতাভের বয়স সব থেকে বেশি, তা নয়। ছয় দশক ধরে ৩০১টি ছবিতে অভিনয় করা বলিউডের ‘হি ম্যান’ অমিতাভের থেকেও বয়সে বড়। ধরম সিংহ দেওল ওরফে ধর্মেন্দ্রর জন্ম ১৯৩৫ সালের ডিসেম্বরে পঞ্জাবের লুধিয়ানা জেলায়। বর্তমানে তাঁর বয়স ৮৬ বছর।
০৬১৭
বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান নয়াদিল্লিতে ১৯৬৫ সালের নভেম্বরে জন্মগ্রহণ করেন। হিন্দি ধারাবাহিকের মাধ্যমে কর্মজীবন শুরু করলেও ৫৬ বছর বয়সি এই অভিনেতা দর্শকদের মনের ঠিক কোথায় রয়েছেন, তা আর জানতে বাকি নেই।
০৭১৭
‘মন্নত’-এর ছাদে দাঁড়িয়ে যখন তিনি ভিড়ের উদ্দেশে হাত নাড়ান, তখন অনুরাগীদের উচ্ছ্বাস ছাপিয়ে যায় ‘দ্য কিং খান’-এর চার্ম। ইতিমধ্যেই ৮০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন শাহরুখ।
০৮১৭
৩০ বছরের কর্মজীবনে ১০০টিরও বেশি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে রাজীব হরি ওম ভাটিয়া ওরফে অক্ষয় কুমার। ৫৪ বছর বয়সেও তিনি আগের মতোই ফিট।
০৯১৭
১৯৬৭ সালে সেপ্টেম্বর মাসে অমৃতসরের এক পঞ্জাবি পরিবারে তাঁর জন্ম। ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর পর সম্প্রতি প্রেক্ষাগৃহে ‘রক্ষা বন্ধন’ ছবিটি মুক্তি পেতে চলেছে বলিউডের ‘খিলাড়ি’র।
১০১৭
দক্ষিণী ছবি‘বিক্রম ভেধা’ র হিন্দি রূপান্তর মুক্তি পেতে চলেছে। এই রিমেক ছবিতে অভিনয় করতে দেখা যাবে রোশন-পুত্র হৃত্বিককে।
১১১৭
বলিউডের ‘গ্রিক গড’ ২০০০ সালে ‘কহো না পয়্যার হে’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন। ৪৮ বছর বয়সি এই অভিনেতা যেমন অভিনয়ে দক্ষ ঠিক তেমনই নাচেও পারদর্শী।
১২১৭
হৃতিকের সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সইফ আলি খান। ১৯৭০ সালে পটৌডি রাজপরিবারে জন্মগ্রহণ করেন সইফ। ৫১ বছর বয়সি এই অভিনেতা ১৯৯৩ সালে ‘পরম্পরা’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন। কিন্তু এই ছবিটি বক্স অফিসে চূড়ান্ত ভাবে ফ্লপ হয়। তার পর যদিও অসংখ্য হিট ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
১৩১৭
ত্রিশ বছর ধরে সেলিম-পুত্র সলমন বলিউডে রাজত্ব করছেন। ১৯৬৫ সালের ডিসেম্বরে জন্ম নেন বলিউডের ‘ভাইজান’।
১৪১৭
বলিউডে হিট সিনেমায় নাচের দৃশ্যে ক্ষণিকের জন্য অভিনয় করা শহিদ কপূর বর্তমানে মুখ্য চরিত্রে কাজ করে তাঁর অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন।
১৫১৭
১৯৮১ সালে ফেব্রুয়ারিতে নয়াদিল্লির এক পরিবারে জন্ম শহিদের। এই বছর ৪১ বছরে পা দিলেন এই অভিনেতা।
১৬১৭
সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আমির খান অভিনীত ‘লাল সিংহ চড্ডা’। ‘ফরেস্ট গাম্প’-এর অনুকরণে এই ছবি বক্স অফিসে কেমন সাড়া ফেলে তারই অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।
১৭১৭
১৯৬৫ সালের মার্চে মুম্বইয়ে জন্ম বলিউডের ‘পারফেকশনিস্ট’-এর। তিন দশক ধরে তিনি যে ছবিগুলিতে অভিনয় করেছেন, তার অধিকাংশই হিট।