২০২১ সালে তাঁর ছেলে আরিয়ান খানের গ্রেফতারির ঘটনা যে এখনও অস্বস্তির কাঁটা হয়ে রয়েছে তাঁর জীবনে, সম্প্রতি তা স্পষ্ট হল শাহরুখের কথায়।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৪ ১৬:৫৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
২০২৩ সাল নিঃসন্দেহে শাহরুখ খানের ‘কামব্যাক’-এর বছর ছিল। বছরের শুরু থেকে শেষ বড় পর্দা মাতিয়ে রেখেছিলেন অভিনেতা। তবু ২০২১ সালে তাঁর ছেলে আরিয়ান খানের গ্রেফতারির ঘটনা যে এখনও অস্বস্তির কাঁটা হয়ে রয়েছে তাঁর জীবনে, সম্প্রতি তা স্পষ্ট বোঝা গেল শাহরুখের কথায়।
০২১৩
২০২১ সালে মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। প্রায় এক মাস ছিলেন হাজতে। দুই বছর পরে সেই ঘটনা নিয়ে মুখ খুললেন শাহরুখ।
০৩১৩
গত বছর শাহরুখের তিনটি ছবিই বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে। কিন্তু একই সঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা কমিয়ে দিয়েছেন শাহরুখ।
০৪১৩
বদলে অনুরাগীদের সঙ্গে সরাসরি সমাজমাধ্যমে কথা বলেন। সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি তাঁর জীবনের কিছু অন্ধকার সময়ের কথা উল্লেখ করেন।
০৫১৩
শাহরুখ বলেন, ‘‘গত ৪-৫ বছরের যাত্রাটা আমাদের পরিবারের জন্য বেশ রুক্ষ ছিল। আমি জানি, কোভিডের কারণে নিশ্চয়ই আরও অনেকের ক্ষেত্রেও তাই। আমার সব ছবি ফ্লপ করেছিল। অনেকেই আমার কেরিয়ার শেষ হয়ে যাওয়ার শ্রদ্ধার্ঘ্যও লিখে ফেলেছিল!’’
০৬১৩
বলতে বলতে শাহরুখ এই সিনেমা বিশারদদের রসিকতা করে ‘মূর্খ’ বলেও সম্বোধন করেন। তার পর ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে তোলেন।
০৭১৩
তিনি বলেন, ‘‘ব্যক্তিগত জীবনে কিছু অপ্রীতিকর এবং বিরক্তিকর ঘটনা ঘটেছে বললেও কম বলা হয়। কিন্তু তাতে আমার একটা শিক্ষা হয়েছে। চুপচাপ থাকো, একদম নিস্তব্ধে কাজ করো, আত্মসম্মান বজায় রেখে চুপচাপ পরিশ্রম করে যাও।”
০৮১৩
তিনি আরও বলেন, "কারণ, অনেক সময় যখন মনে হয়, জীবনে সব ভালই চলছে, কী ভাবে যে জীবন তোমার পরীক্ষা নেবে, বুঝতেও পারবে না! কিন্তু এই সময়ই আরও সততার আর আশা নিয়ে নিজের গল্প নিজেই লেখা উচিত।’’
০৯১৩
সরাসরি না বললেও তিনি যে পুত্র আরিয়ানের গ্রেফতারের কথাই বললেন, তা স্পষ্ট। কর্ডেলিয়া ক্রুজ় কাণ্ডের যাবতীয় অভিযোগ অবশ্য পরে খারিজ করে দেয় আদালত এবং আরিয়ান সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হন।
১০১৩
কিন্তু সে সময় প্রায় এক মাস জেলে থাকতে হয়েছিল তাঁকে। অনেক দরজায় কড়া নেড়েও ছেলের জন্য তার আগে জামিন জোগাড় করতে পারেননি শাহরুখ।
১১১৩
বক্তৃতা শেষ করেন নিজের ছবি ‘ওম শান্তি ওম’-এর একটি সংলাপ দিয়ে। ‘যত ক্ষণ না শেষটা আনন্দের হয়, তত ক্ষণ সেটা শেষ হয় না’।
১২১৩
একই অনুষ্ঠানে শাহরুখ ‘পাঠান’ আর ‘জওয়ান’-এর অতুলনীয় বক্স অফিস সাফল্যের জন্য দর্শককে ধন্যবাদ দেন। তিনি স্বীকার করেন, যাঁরা এই ছবিগুলি দেখেছেন, তাঁদের মধ্যে অনেকেই হয়তো তাঁর অভিনয়ের ভক্ত নন।
১৩১৩
কিন্তু তাঁর পাশে দাঁড়াতেই তাঁর সিনেমা হলে গিয়েছেন। সেই জন্য তিনি কৃতজ্ঞ। গত বছর ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’ মিলে বিশ্ব জুড়ে ২৫০০ কোটির বেশি ব্যবসা করেছে। শাহরুখ এখনও তাঁরা আগামী ছবি নিয়ে কোনও ঘোষণা করেননি।