Bollywood actor Shah Rukh Khan openly proposed to bollywood actress Priyanka Chopra Jonas on a award giving ceremony dgtl
Shah Rukh Khan-Priyanka Chopra Jonas
লুকোচুরি নয়, প্রকাশ্যেই প্রিয়ঙ্কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ
চারদিকে যখন শাহরুখ খানের সাফল্যের জয়গান, ঠিক সেই মুহূর্তে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ায় অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৩ ১২:৫৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২৮
অভিনয়জগৎ থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন শাহরুখ খান। চার বছর পর চলতি বছরে আবার বড় পর্দায় ফিরেছেন তিনি। আট মাসের ব্যবধানে ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর মতো দু’টি ছবিতে অভিনয় করে নিজের দক্ষতা আবার বুঝিয়ে দিয়েছেন অভিনেতা। দু’টি ছবিই বিশ্বজোড়া বক্স অফিসে হাজার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়েছে। চারদিকে যখন শাহরুখের সাফল্যের জয়গান, ঠিক সেই মুহূর্তে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ায় অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
০২২৮
বলিউডের ‘কিং অফ রোম্যান্স’ শাহরুখ খানের সঙ্গে প্রিয়ঙ্কা চোপড়া জোনাসের পরকীয়া সম্পর্ক নিয়ে বলিপাড়ায় তুমুল তর্ক এবং আলোচনা চলে। বলিপাড়ার একাংশের দাবি, দুই তারকার মধ্যে শুধুমাত্র বন্ধুত্ব ছিল।
০৩২৮
আবার একাংশের অনুমান, শাহরুখ এবং প্রিয়ঙ্কা দু’জনে তাঁদের সম্পর্কের কথা গোপন রেখেছিলেন। প্রিয়ঙ্কাও নাকি এই কারণে বলিউড ছেড়ে বাধ্য হয়ে হলিপাড়ায় পাড়ি দেন। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে প়ড়া একটি ভিডিয়োয় শাহরুখ এবং প্রিয়ঙ্কার সম্পর্ক নিয়ে প্রশ্নচিহ্ন জেগে ওঠে।
০৪২৮
২০০৯ সালে সংবাদ সংস্থা দ্বারা আয়োজিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিনোদন বিভাগে পুরস্কার পান প্রিয়ঙ্কা। কিন্তু সশরীরে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিনি। হাজির হন ভিডিয়োকলের মাধ্যমে।
০৫২৮
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্ণ জোহর-সহ বলিপাড়ার বহু নামজাদা তারকা। অতিথির আসনে দেখা যায় শাহরুখকেও।
০৬২৮
প্রিয়ঙ্কা ভিডিয়োকলের মাধ্যমে হাজির হওয়ার কিছু ক্ষণ পর অতিথির আসন থেকে অভিনেত্রীর সঙ্গে কথা বলতে শুরু করেন শাহরুখ।
০৭২৮
তারকাখচিত অনুষ্ঠানে নিজের আসন থেকেই হাতে মাইক নিয়ে প্রিয়ঙ্কাকে উদ্দেশ করে শাহরুখ বলেন, ‘‘খুব কম লোকই জানেন যে তুমি কত ভাল গান গাও। আজ আমি তোমায় গান গেয়ে এমন কিছু বলব যার জবাব তোমাকে গান গেয়েই দিতে হবে।’’
০৮২৮
কথা শেষ করে একটি ইংরেজি গান ধরলেন শাহরুখ। ‘দ্য বিটল্স’ রক ব্যান্ডের ‘লেট ইট বি’ গানটি প্রিয়ঙ্কাকে গেয়ে শোনাতে শুরু করলেন অভিনেতা।
০৯২৮
কিন্তু গানের প্রথম দু’কলি গাওয়ার পর গানের বাণী হঠাৎ বদলে ফেলেন শাহরুখ। ‘লেট ইট বি’র বদলে সে জায়গায় ‘ম্যারি মি’ শব্দদু’টি বসিয়ে দেন অভিনেতা। প্রিয়ঙ্কার দিকে তাকিয়ে সুর মিলিয়ে বার বার ‘ম্যারি মি’ (‘আমায় বিয়ে করো’) বলতে থাকতেন তিনি।
১০২৮
গানের মাধ্যমেই কি তবে প্রিয়ঙ্কাকে বিয়ের প্রস্তাব দিলেন শাহরুখ? অভিনেতার এমন আচরণে অবাক হয়ে যান প্রিয়ঙ্কা। লজ্জামাখা মুখে হাসিও ফুটে ওঠে তাঁর।
১১২৮
গান গেয়ে প্রিয়ঙ্কাকে জবাব দিতে অনুরোধ করেন শাহরুখ। অভিনেত্রী চোখেমুখে কেমন যেন একটা অপ্রস্তুত ভাব ফুটে ওঠে। হাসিমুখে প্রিয়ঙ্কা বলেন, ‘‘এর উত্তর গানের মাধ্যমে কেন, কোনও শব্দ প্রয়োগ করেই দেওয়া যায় না।’’
১২২৮
প্রিয়ঙ্কার জবাব শুনে শাহরুখ পাল্টা বলেন, ‘‘তা হলে ঠোঁটের দুষ্টু ভঙ্গি করেও তুমি উত্তর দিতে পার।’’ এই কথা বলে প্রিয়ঙ্কার দিকে চুমুও ইঙ্গিত করেন তিনি।
১৩২৮
শাহরুখের পাল্টা উত্তর শুনে প্রিয়ঙ্কা কী বলবেন বুঝতে পারছিলেন না। দর্শকাসনে শাহরুখের পাশে বসেছিলেন কর্ণ। শাহরুখ-প্রিয়ঙ্কার কথোপকথন চলাকালীন শাহরুখের দিকে এক নজরে তাকিয়ে ছিলেন কর্ণ।
১৪২৮
তবে কথোপকথনে শেষ দাগ কাটেন শাহরুখই। প্রিয়ঙ্কার উত্তরের অপেক্ষা না করে শাহরুখ হঠাৎ বলে ওঠেন, ‘‘প্রিয়ঙ্কাকে এর চেয়ে বেশি বিব্রত করা ঠিক হবে না।’’ এই বলে কথোপকথনের ইতি টানলেন অভিনেতা।
১৫২৮
শাহরুখের পর প্রিয়ঙ্কাও আর কথা বাড়াননি। এই অনুষ্ঠানের কয়েক বছরের মধ্যে প্রিয়ঙ্কা বলিউড থেকে হলিউডে যান। একাংশের মতে, কেরিয়ার তৈরি করতে হলিউডে যান অভিনেত্রী। কিন্তু এর নেপথ্যে নাকি অন্য কারণও ছিল।
১৬২৮
বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, ২০০৬ সালে মু্ক্তিপ্রাপ্ত ‘ডন’ ছবির শুটিংয়ের সময় সহ-অভিনেত্রী প্রিয়ঙ্কার সঙ্গে গাঢ় বন্ধুত্ব হয় শাহরুখের। দুই তারকা নাকি সম্পর্কেও জড়িয়ে পড়েন।
১৭২৮
বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, প্রিয়ঙ্কাকে অন্য ছবিতে অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য নাকি বলি পরিচালকদের কাছে অভিনেত্রীর নাম প্রস্তাবও করতেন অভিনেতা।
১৮২৮
কানাঘুষো শোনা যায়, ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডন’ ছবির দ্বিতীয় পর্বের শুটিং চলার সময়েও সম্পর্কে ছিলেন শাহরুখ এবং প্রিয়ঙ্কা। কিন্তু তার পর আর দুই তারকাকে জুটি বেঁধে কোনও ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। কেরিয়ার গড়তে বিদেশেও পাড়ি দেন অভিনেত্রী।
১৯২৮
বলিপাড়ার একাংশের অনুমান, শাহরুখ এবং প্রিয়ঙ্কার সম্পর্কের কথা জানতে পারেন শাহরুখ-পত্নী গৌরী খান। প্রিয়ঙ্কার সঙ্গে যেন ভবিষ্যতে কোনও কাজ না করেন শাহরুখের কাছে এই শর্ত রাখেন গৌরী।
২০২৮
এমনকি, প্রিয়ঙ্কাকে যেন কোনও নতুন ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়া না হয় তা নিয়েও গৌরীর ঘনিষ্ঠ বন্ধুমহলে থাকা বলিউডের প্রথম সারির ছবিনির্মাতাদের নির্দেশ দেন শাহরুখ-পত্নী।
২১২৮
হিন্দি ছবিতে বিশেষ কাজ না পাওয়ার কারণেই বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন প্রিয়ঙ্কা। কানাঘুষো শোনা যায়, গোরীর পাশাপাশি প্রিয়ঙ্কাকে সরিয়ে দেওয়ার নেপথ্যে কর্ণের হাতও রয়েছে।
২২২৮
বিদেশে যাওয়ার পর মিউজ়িক ভিডিয়োর পাশাপাশি একাধিক হলিউডি ছবি এবং ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা যায় প্রিয়ঙ্কাকে।
২৩২৮
২০১৮ সালে সঙ্গীতনির্মাতা নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়ঙ্কা। ২০২২ সালে কন্যাসন্তানের জন্ম দেন অভিনেত্রী। বর্তমানে নিজের কেরিয়ার, স্বামী, সন্তান মালতিকে নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়ঙ্কা। ভারতে নয়, ক্যালিফর্নিয়ায় স্থায়ী আস্তানা রয়েছে তাঁর।
২৪২৮
অন্য দিকে নতুন ছবি ‘ডানকি’র কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন শাহরুখ। চলতি বছরের ২২ ডিসেম্বর রাজকুমার হিরানির পরিচালনায় মুক্তি পেতে চলেছে সে ছবি।
২৫২৮
সম্প্রতি ‘ওয়াই প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে শাহরুখকে। ছবির সাফল্যের পর অন্ধকারজগৎ থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন বলে মহারাষ্ট্র সরকারের তরফে এই ব্যবস্থা করা হয়েছে।
২৬২৮
‘ওয়াই প্লাস’ ক্যাটেগরি অনুযায়ী শাহরুখের সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষী হিসাবে সব সময় ছ’জন সশস্ত্র পুলিশ কম্যান্ডো উপস্থিত থাকবেন। এই ছ’জনকে মহারাষ্ট্র পুলিশের ‘স্পেশ্যাল প্রোটেকশন ইউনিট’ থেকে নির্বাচন করা হবে।
২৭২৮
ছ’জন কম্যান্ডো-সহ মোট ১১ জন নিরাপত্তারক্ষী থাকবেন শাহরুখের সঙ্গে। যাতায়াতের জন্য একটি বিশেষ গাড়িও দেওয়া হবে।
২৮২৮
শাহরুখের বাংলো ‘মন্নত’-এর সামনে সুরক্ষার জন্য ২৪ ঘণ্টা ৪ জন পুলিশকর্মীকে মোতায়েন করা হবে। তাঁদের সঙ্গে একে-৪৭ রাইফেল, গ্লক পিস্তল এবং এম-পি ৫ মেশিনগান থাকবে বলে জানা গিয়েছে।