Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Shah Rukh Khan

অন্য তারকার প্রশংসায় নারাজ,সঙ্গে নায়িকাদের থাকার শর্তে সাক্ষাৎকার দিতে রাজি হন শাহরুখ!

‘রাউন্ডটেবিল ইন্টারভিউ’ বা একসঙ্গে বহু তারকার সাক্ষাৎকার নেওয়ার আয়োজন করেছিলেন রাজীব। সেই সূত্রে শাহরুখের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৩ ১৪:৩৫
Share: Save:
০১ ১৮
Shah Rukh Khan

সোমবার সকালে শাহরুখ খানের ছবি ‘জওয়ান’-এর প্রথম ঝলক মুক্তি পেয়েছে। প্রথম ঝলকেই শাহরুখ সকলের মন জিতে নিয়েছেন। তবে অভিনেতার প্রসঙ্গে বিনোদনজগতের সঙ্গে যুক্ত এক সাংবাদিক যে মন্তব্য করেছেন তা প্রকাশ্যে আসার পর শাহরুখকে নিয়ে বলিপাড়ায় অন্য চর্চা শুরু হয়েছে।

০২ ১৮
Shah Rukh Khan

সাক্ষাৎকার দেওয়ার সময় নিজের প্রশংসা ছাড়া শাহরুখ নাকি অন্য কোনও তারকার, বিশেষত বলিপাড়ার অন্য কোনও নায়কের প্রশংসা করতে রাজি হন না। নায়িকাদের সঙ্গেই নাকি সাক্ষাৎকার দিতে বেশি পছন্দ করেন অভিনেতা।

০৩ ১৮
Shah Rukh Khan

সম্প্রতি অনুপম চোপড়ার একটি পডকাস্টে (অনলাইন মাধ্যমে প্রাপ্ত একটি ধারাবাহিকের পর্বে) শাহরুখ সম্পর্কে কিছু না-জানা কথা ভাগ করে নেন ওই সাংবাদিক। নিজের পেশাগত জীবনের কিছু পুরনো অভিজ্ঞতা নিয়েও মন্তব্য করেন তিনি।

০৪ ১৮
Shah Rukh Khan

‘রাউন্ডটেবিল ইন্টারভিউ’ বা একসঙ্গে বহু তারকার সাক্ষাৎকার নেওয়ার আয়োজন করেছিলেন ওই সাংবাদিক। সেই সূত্রে শাহরুখের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। তিনি চেয়েছিলেন বলিপাড়ার অন্য তারকাদের সঙ্গে বসে শাহরুখ সাক্ষাৎকার দিন। কিন্তু প্রস্তারব শুনে বেঁকে বসেন শাহরুখ।

০৫ ১৮
Shah Rukh Khan

ওই সাংবাদিকের দাবি, সাক্ষাৎকার দেওয়ার আগে একাধিক শর্ত রেখেছিলেন শাহরুখ। অভিনেতা বলেছিলেন, ‘‘আমি শুধুমাত্র নায়িকাদের সঙ্গে বসে সাক্ষাৎকার দেব। আমার সঙ্গে যেন কোনও অভিনেতা উপস্থিত না থাকেন।’’

০৬ ১৮
Shah Rukh Khan

শাহরুখের শর্ত শুনে খানিকটা অবাক হয়ে যান ওই সাংবাদিক। শাহরুখ নাকি আরও বলেন, ‘‘আমি সাক্ষাৎকারে অন্য নায়কের প্রশংসা করতে রাজি নই। গোলটেবিল সাক্ষাৎকারে আমাকে ডাকলে আমি নায়িকাদের মাঝে বসব।’’

০৭ ১৮
Shah Rukh Khan

বলিপাড়ায় যে অভিনেতার প্রশংসা সকলে করেন, যাঁর অভিনয় থেকে শুরু করে আচার-আচরণ নিয়েও গুণমুগ্ধ বলিউডের অধিকাংশ তারকা, সেই শাহরুখই নাকি অন্য অভিনেতার প্রশংসা করতে আপত্তি জানাচ্ছেন? তবে কি শাহরুখ এত বড় তারকা হয়েও নিরাপত্তাহীনতায় ভোগেন? বার্তালাপের শেষে অবশ্য এমন শর্ত রাখার কারণও রাজীবকে জানালেন শাহরুখ।

০৮ ১৮
Shah Rukh Khan

অন্য অভিনেতাদের সঙ্গে কেন শাহরুখ সাক্ষাৎকার দিতে রাজি নন তার কারণ জানিয়ে অভিনেতা নাকি বলেন, ‘‘আমি অন্য অভিনেতাদের প্রশংসা করতে কেন রাজি নই জানেন? আমার মনে হয় অভিনেতাদের মধ্যে অহং কারবোধ কাজ করে।’’

০৯ ১৮
Shah Rukh Khan

পুরনো অভিজ্ঞতা ভাগ করে ওই সাংবাদিক জানান, হলিউডের ক্ষেত্রে স্টুডিয়োর তরফে গোলটেবিল সাক্ষাৎকারের আয়োজন করা হয়। কিন্তু বলিপাড়ার তারকারা নিজেরাই সিদ্ধান্ত নেন যে তাঁরা কখন, কার সঙ্গে সাক্ষাৎকার দেবেন।

১০ ১৮
Shah Rukh Khan

সাক্ষাৎকারের জন্য বলিপাড়ার এক খ্যাতনামী অভিনেতার সঙ্গে যোগাযোগ করেছিলেন ওই সাংবাদিক। অভিনেতার নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘‘ওঁর সঙ্গে অন্য এক অভিনেতাকেও ডাকার কথা ছিল আমার। কিন্তু উনি বলেন নবাগত অভিনেতাকে আমন্ত্রণ জানালে তিনি সাক্ষাৎকার দেবেন না।’’

১১ ১৮
Rajeev Masand

ওই সাংবাদিক দাবি করেন, নবাগত অভিনেতা কম সময়ের মধ্যেই বলিপাড়ায় নিজের পরিচিতি তৈরি করেছিলেন। সাক্ষাৎকারের জন্য তিনিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই নবাগত অভিনেতাকে কোনও ভাবে বাদ দিতে পারতেন না রাজীব।

১২ ১৮
Shah Rukh Khan

জনপ্রিয় অভিনেতাকে সাংবাদিক বলেন, ‘‘আমি নবাগত অভিনেতাকে ডাকবই। কারণ উনিও আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন ওঁকে আমন্ত্রণ করলে আপনি আসবেন না, সেটা পুরোপুরি ভাবে আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত।’’

১৩ ১৮
Rajeev Masand

ওই সাংবাদিকের দাবি, পরে ইন্ডাস্ট্রির নবাগত অভিনেতার সঙ্গেই সাক্ষাৎকার দিয়েছিলেন ওই অভিনেতা। এমনকি সমাজমাধ্যমে নিজেদের ছবি পোস্ট করে জানিয়েওছিলেন যে তাঁরা সাক্ষাৎকারের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন।

১৪ ১৮
Rajeev Masand

ইরফান খান, আমির খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং রণবীর কপূরের মতো অভিনেতাদের একসঙ্গে সাক্ষাৎকার নিয়েছিলেন ওই সাংবাদিক। কিন্তু এই সাক্ষাৎকারের নেপথ্যে রয়েছে অন্য গল্প। তা-ও পডকাস্টে জানিয়েছেন সাংবাদিক।

১৫ ১৮
Aamir Khan

শেষ মুহূর্তে গিয়ে আমির সাক্ষাৎকারের সময় পরিবর্তনের অনুরোধ করেন। তার পরেই শুরু হয় গন্ডগোল। শুটিং নিয়ে ব্যস্ত থাকার কারণে পরিবর্তিত সময়ে সাক্ষাৎকার দিতে রাজি ছিলেন না ইরফান।

১৬ ১৮
Irfaan Khan

সেই সময় যশরাজ ফিল্মস প্রযোজিত ‘ডি-ডে’ ছবির শুটিং সেটে ব্যস্ত ছিলেন ইরফান। ফোন করে ইরফান জানান তিনি সাক্ষাৎকার দিতে পারবেন না। তার পর নিজের ফোন বন্ধ করে দেন অভিনেতা।

১৭ ১৮
Irfaan Khan

ইরফানকে ফোনে না পেয়ে ‘ডি-ডে’ ছবির প্রযোজক, পরিচালক-সহ ছবি নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন ওই সাংবাদিক। শেষ পর্যন্ত নিখিল আডবাণীকে ফোনে পেয়ে ইরফানকে সাক্ষাৎকারে আসার জন্য রাজি করান। শুটিংয়ের ফাঁকে সময় বার করে সাক্ষাৎকার দিয়ে যান ইরফান।

১৮ ১৮
Nawajuddin Siddiqui

শুটিংয়ের ফাঁকে কোনও রকমে সময় বার করে সাক্ষাৎকার দিতে এসেছিলেন নওয়াজ়উদ্দিনও। সাংবাদিক জানান, নওয়াজউদ্দিন বাইরে শুটিং করছিলেন। সাক্ষাৎকার দিয়ে চার ঘণ্টা যাত্রা করে সেটে পৌঁছে পরের দিন শুটিং করেন নওয়াজ।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy