Bollywood actor Shah Rukh Khan acted in these films without charging any fees dgtl
Shah Rukh Khan
আক্ষরিক অর্থেই ‘বাদশা’! গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেও বহু ছবিতে পারিশ্রমিক নেননি শাহরুখ
হিন্দি ফিল্মজগতের অভিনেতাদের মধ্যে সর্বোচ্চ উপার্জনকারীদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ। সেই শাহরুখেরই কেরিয়ারে এমন বহু হিন্দি ছবি রয়েছে যেগুলিতে বিনা পারিশ্রমিকে অভিনয় করেছেন তিনি।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
চার বছরের সাময়িক বিরতি। তার পরেই কেরিয়ারের পর পর দু’টি সফল ছবি ‘পাঠান’ এবং ‘জওয়ান’। চলতি বছরে আরও একটি ছবি মুক্তি পাওয়ার কথা। চার বছর বিরতি নিয়ে নিজেকে ভাঙচুর করে আবার গড়ে তুলেছেন শাহরুখ খান। বড় পর্দায় এসে আবার বুঝিয়ে দিয়েছেন, ‘পিকচার অভি বাকি হ্যায়’।
০২১৫
ছবিমুক্তির চার দিনের মধ্যেই ৫০০ কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলেছে ‘জওয়ান’। বলিপাড়া সূত্রে খবর, এই ছবিতে অভিনয় করে ১০০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন শাহরুখ।
০৩১৫
হিন্দি ফিল্মজগতের অভিনেতাদের মধ্যে সর্বোচ্চ উপার্জনকারীদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ। তাঁর কেরিয়ারে এমন বহু হিন্দি ছবি রয়েছে যেগুলিতে বিনা পারিশ্রমিকে অভিনয় করেছেন তিনি।
০৪১৫
২০২২ সালের সেপ্টেম্বর মাসে অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা’। এই ছবিতে অভিনয় করেন রণবীর কপূর, আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চন, ডিম্পল কাপাডিয়া, মৌনি রায়ের মতো তারকারা।
০৫১৫
‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা’য় পার্শ্বচরিত্রে অভিনয় করেন শাহরুখ। তাঁর চরিত্রের নাম ছিল মোহন ভার্গব। চিত্রনাট্যের সূত্রে মোহন বানরাস্ত্রের অধিকারী। বলিপাড়া সূত্রে খবর, এই ছবিতে অভিনয়ের জন্য কোনও পারিশ্রমিক নেননি অভিনেতা।
০৬১৫
‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা’র প্রযোজকদের তালিকায় নাম রয়েছে বলিপাড়ার প্রথম সারির ছবিনির্মাতা কর্ণ জোহরের। কর্ণের সঙ্গে শাহরুখের বন্ধুত্ব বহু বছরের। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, এই বন্ধুত্বের খাতিরেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পরেও কোনও পারিশ্রমিক নেননি শাহরুখ।
০৭১৫
২০২২ সালের জুলাই মাসে মুক্তিপ্রাপ্ত ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ ছবির নামের সঙ্গে জু়ড়ে গিয়েছে জাতীয় পুরস্কারের পালক। এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন অভিনেতা আর মাধবন। এই ছবিতে মুখ্যচরিত্রেও অভিনয় করেন তিনি।
০৮১৫
‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ ছবিটি তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়, হিন্দি এবং ইংরেজি ভাষায় মুক্তি পায়। হিন্দি সংস্করণে অতিথিশিল্পী হিসাবে দেখা গিয়েছিল শাহরুখকে। বলিপাড়া সূত্রে খবর, বিনা পারিশ্রমিকে এই ছবিতে অভিনয় করেছেন তিনি।
০৯১৫
২০০৮ সালে মুক্তি পায় ‘ভূতনাথ’ ছবিটি। ছ’বছর পর এই ছবির দ্বিতীয় পর্ব ‘ভূতনাথ রিটার্নস’ মুক্তি পায়। দু’টি ছবিতেই পার্শ্বচরিত্রে অভিনয় করেন শাহরুখ। এই দু’টি ছবিতে অভিনয়ের জন্য কোনও পারিশ্রমিক নেননি তিনি।
১০১৫
২০০০ সালে দক্ষিণী অভিনেতা কমল হাসনের পরিচালনায় মুক্তি পায় ‘হে রাম’ ছবিটি। পরিচালনার পাশাপাশি এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ও করেন তিনি।
১১১৫
‘হে রাম’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় শাহরুখকে। বিনা পারিশ্রমিকে এই ছবিতে অভিনয় করেন তিনি।
১২১৫
বলিপাড়া সূত্রে খবর, পরে অবশ্য শাহরুখকে একটি হাতঘড়ি উপহার দেন কমল। কানাঘুষো শোনা যায়, এই ছবির হিন্দি ভাষার সত্বও পেয়েছেন শাহরুখ।
১৩১৫
২০০৮ সালের এপ্রিল মাসে জয়দীপ সেনের পরিচালনায় মুক্তি পায় ‘ক্রেজ়ি ৪’। এই ছবির ‘ব্রেক ফ্রি’ গানের দৃশ্যে অভিনয় করেন শাহরুখ। এই গানের দৃশ্যে অভিনয়ের জন্যও কোনও পারিশ্রমিক নেননি তিনি।
১৪১৫
মুদস্সর আজ়িজের পরিচালনায় ২০১০ সালের জানুয়ারি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দুলহা মিল গয়া’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন সুস্মিতা সেন এবং ফরদিন খান।
১৫১৫
‘দুলহা মিল গয়া’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেন শাহরুখ। মোট ১৭টি দৃশ্য এবং তিনটি গানের দৃশ্যে দেখা যায় অভিনেতাকে। বলিপাড়া সূত্রে খবর, বিনা পারিশ্রমিকে এই ছবিতে অভিনয় করেন শাহরুখ।