Bollywood actor Salman Khan is replaced by another actor from Aamir Khan's upcoming film dgtl
Aamir Khan
দু’জনের কাজের ধরনে বিস্তর ফারাক, পুরনো কথা মনে করেই কি সলমনকে ছবি থেকে সরিয়ে দিলেন আমির?
আমির খান এবং সলমন খানের পেশাগত আচরণের ব্যবধান আজকের নয়। তা আদতে বহু পুরনো। ‘অন্দাজ অপনা অপনা’ ছবি থেকে তার সূত্রপাত।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুন ২০২৩ ১৩:০২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২৪
সলমন খান এবং আমির খান— বলিপাড়ার এই দুই খানের মধ্যে আপাত বন্ধুত্ব রয়েছে। একসঙ্গে বড় পর্দায় দেখা না দিলেও টিনসেল নগরীর বহু অনুষ্ঠানে দুই অভিনেতা একসঙ্গে ক্যামেরার লেন্সে ধরা পড়েছেন।
০২২৪
বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, আমির সাধারণত পার্টি এড়িয়ে চলার চেষ্টা করেন। কিন্তু সলমনের সঙ্গে তাঁর বন্ধুত্বের সমীকরণ আলাদা।
০৩২৪
চলতি বছর ইদ উপলক্ষে সলমনের বোন অর্পিতা খানের বাড়িতে হাজির হয়েছিলেন আমির। কিন্তু আমিরকে দেখা গিয়েছিল অন্য মেজাজে। দুই অভিনেতার ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে দেরি হয়নি।
০৪২৪
সলমনের বোনের বাড়িতে ইদের অনুষ্ঠানে যখন আমির গিয়েছিলেন, তখন তাঁর পরনে ছিল লাল কুর্তা, সঙ্গে নীল রঙের জিন্স। কিন্তু সকলের নজর গিয়ে পড়ে অভিনেতার ডান হাতের দিকে। ডান কব্জিতে শোভা পাচ্ছিল সেই বিখ্যাত ফিরোজা ব্রেসলেট যা সচরাচর সলমনের হাতেই দেখা যায়।
০৫২৪
খানিক পরেই সলমন প্রবেশ করেছিলেন অর্পিতার বাড়িতে। তাঁর পরনেও নীল জিন্স। সঙ্গে কালো ফুলহাতা শার্ট। কিন্তু ক্যামেরাশিকারিদের নজর তখন সলমনের হাতের দিকে। কিন্তু কব্জিতে ব্রেসলেট ছিল না। তার পরেই শুরু হয় জল্পনা। সেই জল্পনা আরও বৃদ্ধি পায় ইদের অনুষ্ঠানের অন্তিম মুহূর্তে।
০৬২৪
অর্পিতার বাড়ি থেকে অনুষ্ঠান শেষে বেরিয়ে যাচ্ছিলেন আমির। আবার ক্যামেরাশিকারিদের নজরে পড়েন তিনি। স্বাভাবিক ভাবেই সকলের চোখ যায় আমিরের ডান কব্জিতে। কিন্তু অনুষ্ঠান শেষে আমিরের হাতে সেই ব্রেসলেটের দেখা মেলে না।
০৭২৪
সলমনের কাছে ব্রেসলেটের মূল্য যে কতখানি তা ভাল করেই জানেন অভিনেতার অনুরাগীরা। তাঁদের অনুমান, সলমন তাঁর ব্রেসলেটটি আমিরকে পরতে দিয়েছিলেন। অনুষ্ঠান থেকে বেরোনোর সময় তাই তা আবার সলমনকে ফেরত দিয়ে দেন আমির।
০৮২৪
তবে সলমন এবং আমিরের বন্ধুত্বের যে সমীকরণ ক্যামেরায় ধরা পড়ে তা কি আদৌ সত্য? বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, সলমনের পেশাগত আচরণের কারণে তাঁকে তেমন পছন্দ করেন না আমির।
০৯২৪
সলমনের পেশাগত আচরণ পছন্দ নয় বলেই নাকি তাঁর সঙ্গে কোনও ছবিতে কাজ করতে চান না আমির। কিন্তু ‘লাল সিংহ চড্ডা’ মুক্তির পর আমির ঘোষণা করেন যে তিনি অভিনয় থেকে বিরতি নিয়ে প্রযোজনার কাজে হাত লাগাবেন।
১০২৪
‘ক্যাম্পিয়নস’ নামের একটি স্প্যানিশ ভাষার ছবির হিন্দি সংস্করণ তৈরির পরিকল্পনা করে ফেলেছিলেন আমির। তিনি জানান, ছবিটির নাম ‘চ্যাম্পিয়নস’ও রাখতে পারেন।
১১২৪
নতুন ছবির জন্য অভিনেতাও নির্বাচন করেছিলেন আমির। এই ছবির মূল গল্প এক জন বাস্কেটবল কোচকে ঘিরে কেন্দ্রীভূত হবে। বিশেষ ক্ষমতাসম্পন্ন খেলোয়াড়দের বাস্কেটবলের প্রশিক্ষণ দেওয়া নিয়েই ছবির গল্প।
১২২৪
আমির ভেবেছিলেন বাস্কেটবল কোচের চরিত্রে অভিনয়ের প্রস্তাব সলমনকে দেবেন তিনি। কিন্তু সম্প্রতি বলিপাড়ার অন্দরমহল সূত্রে জানা গিয়েছে আমিরের ছবি থেকে বাদ পড়ে গিয়েছেন সলমন। আর তার পরেই বিতর্ক দানা বেঁধেছে।
১৩২৪
বলিপাড়ার একাংশের অনুমান, সলমন এবং আমিরের বন্ধুত্ব শুধুমাত্র লোকদেখানো। সলমনকে আসলে পছন্দ করেন না তিনি। তা-ও শুধুমাত্র সলমনের পেশাগত আচরণের জন্যই।
১৪২৪
কানাঘুষো শোনা যায়, যত বড় ছবিরই শুটিং থাকুক না কেন, সলমন তাঁর অভ্যাসবশত সেটে দেরি করে পৌঁছন। তার পর এক শটেই প্রতিটি দৃশ্য চূড়ান্ত করে ফেলেন।
১৫২৪
সলমন যখন সেটে শুটিং করতে আসেন তখন একই দৃশ্যের জন্য একাধিক বার ‘টেক’ নেওয়ার প্রয়োজন হয় না। বার বার একই জিনিসের জন্য টেক নেওয়া পছন্দ করেন না সলমন।
১৬২৪
আমির আবার পেশাগত ভাবে সলমনের বিপরীত। আমির নির্দিষ্ট সময়ে সেটে পৌঁছন এবং সব সময় চেনা ছকের বাইরে গিয়ে কিছু করার চেষ্টা করতে থাকেন।
১৭২৪
এমনকি একটি দৃশ্যের জন্য বার বার শুটিং করতেও রাজি থাকেন আমির। অভিনেতার মতে, তিনি যে দৃশ্যে অভিনয় করবেন তা যেন সম্পূর্ণ নিখুঁত হয়। সে কারণেই বলিপাড়ার ‘পারফেকশনিস্ট’ নামে পরিচিত তিনি।
১৮২৪
আমির এবং সলমনের পেশাগত আচরণের ব্যবধান আজকের নয়। তা আদতে বহু পুরনো। ১৯৯৪ সালে ‘অন্দাজ অপনা অপনা’ ছবিতে সলমন এবং আমিরকে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল।
১৯২৪
কানাঘুষো শোনা যায়, ‘অন্দাজ অপনা অপনা’ ছবিতে সলমনের সঙ্গে শুটিংয়ের পর আমির নাকি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কখনও সলমনের সঙ্গে সহ-অভিনেতা হিসাবে অভিনয় করবেন না।
২০২৪
পেশার খাতিরে না হোক অন্তত ব্যক্তিগত জীবনে সলমনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছেন আমির। তবে বন্ধুত্বের এই টান কি পলকা? সলমনকে আসলে কী কারণে ছবি থেকে বার করে দেওয়া হল তা এখনও অস্পষ্ট।
২১২৪
তবে সলমনের পরিবর্তে অন্য অভিনেতাকে অভিনয়ের প্রস্তাব দিয়ে ফেলেছেন আমির। কানাঘুষো শোনা যায়, বলি অভিনেতা ফারহান আখতারকে বাস্কেটবল কোচের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন আমির।
২২২৪
ফারহানের সঙ্গে আমিরের বন্ধুত্ব বহু দিনের। আমিরের দাবি, তাঁর সঙ্গে ফারহানের মানসিকতার প্রচুর মিল রয়েছে। তাই নিজের ছবিতে মুখ্যচরিত্রের জন্য ফারহানকে বেছে নেন আমির।
২৩২৪
বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, ‘জি লে জ়রা’ ছবির কাজ নিয়ে ব্যস্ত ফারহান। কিন্তু আমিরের সঙ্গে কাজ করবেন বলে ‘জি লে জ়রা’ ছবির কাজ পিছিয়ে দিয়েছেন ফারহান।
২৪২৪
আসলে ক্যাটরিনা কইফ, আলিয়া ভট্ট এবং প্রিয়ঙ্কা চোপড়া জোনাসের মতো নায়িকারা ‘জি লে জ়রা’ ছবিতে অভিনয় করতে চলেছেন। কিন্তু তিন অভিনেত্রীর একসঙ্গে সময় বার করা যাচ্ছে না। তাই নিজের ছবির কাজ পিছিয়ে আগে আমিরের ছবিতে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন ফারহান।