Black magic, witchcraft practice! Who is Imran's third wife, the mysterious Bushra dgtl
imran khan
Bushra Bibi কালো জাদু, ডাইনিবিদ্যার চর্চা! ইমরানের তৃতীয় স্ত্রী রহস্যময়ী বুশরা আসলে কে
টানটান নাটকীয়তার মধ্যেই গদিচ্যুত হয়েছেন ইমরান খান। তখ্ত ধরে রাখতে যতটা সক্রিয় ছিলেন ইমরান তেমনই ছিলেন তাঁর স্ত্রী বুশরা।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ১৭:৩২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
টানটান নাটকীয়তার মধ্যেই গদিচ্যুত হয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পাক সংবাদমাধ্যম বলছে, তখ্ত ধরে রাখতে যতটা সক্রিয় ছিলেন ইমরান তার কিছু মাত্র কম ছিলেন না স্ত্রী বুশরা বিবি। বিরোধীরা বলছেন, স্বামীর গদি বাঁচাতে ‘কালো জাদু’, তুকতাক কিছুই বাদ দেননি বুশরা বিবি ওরফে পিঙ্কি পিরনি।
ফাইল ছবি
০২১৫
২০১৮ সালে একটি ঘরোয়া অনুষ্ঠানের ইমরান ও বুশরার বিয়ে হয়। বিয়ের আসর বসে বুশরার বান্ধবী ফারহা খানের বাড়িতে।
০৩১৫
সম্প্রতি বুশরার সেই বান্ধবী ফারহার বিরুদ্ধে অভিযোগ ওঠে, ৯০ হাজার ডলার নিয়ে বিমানে চড়ে দেশ ছেড়েছেন তিনি। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।
ফাইল ছবি
০৪১৫
বুশরা ইমরানের তৃতীয় স্ত্রী। এর আগে ইমরান ১৯৯৫ সালে বিয়ে করেন ব্রিটিশ ফিল্ম, টিভি প্রযোজক জেমাইমা গ্লোডস্মিথকে। ২০১৪ সালে প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক বিয়ে করেন ব্রিটিশ-পাকিস্তানি সংবাদিক রেহাম খানকে।
ফাইল ছবি
০৫১৫
রেহামের সঙ্গে সম্পর্ক থাকাকালীনই ইমরানের বুশরার প্রেমে পড়েন। তাঁর দ্বিতীয় স্ত্রী রেহাম দাবি করেন, বিয়ের আগে তিন বছর ধরে বুশরার সঙ্গে ডেটিং করে করতেন ইমরান।
ফাইল ছবি
০৬১৫
ইমরানও বুশরা বিবির প্রথম স্বামী নন। ১৯৮৯ সালে তিনি খাওয়ার মানেকা নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। মানেকা আবার বেনজির ভুট্টোর জমানার এক মন্ত্রীর ছেলে। ২০১৭ সালে মানেকার সঙ্গে বুশরার বিবাহ বিচ্ছেদ ঘটে। প্রথম বিবাহ সূত্রে বুশরার তিন কন্যা এবং দুই পুত্র সন্তান রয়েছে।
ফাইল ছবি
০৭১৫
পাকিস্তানে বুশরা বিবির আর এক পরিচয় ‘পিঙ্কি পিরনি’ হিসেবে। তাঁর দাবি, তিনি ‘অতিপ্রাকৃতের চর্চা’ করেন। তবে বিরোধী দলগুলির মতে, তিনি আসলে কালো জাদু, ডাইনিবিদ্যা ইত্যাদির চর্চা করেন।
ফাইল ছবি
০৮১৫
ইসলামে কালো জাদু বা ডাইনিবিদ্যা ইত্যাদির চর্চা সাধারণত নিষিদ্ধ। প্রাক ইসলামি আরব ও পারস্যে যে এই সব গুপ্তবিদ্যার চর্চা হত, তার প্রত্নতাত্ত্বিক প্রমাণ রয়েছে। কিন্তু ‘আইয়াম-এ-জাহেলিয়া’ বা ‘অন্ধকারের যুগ’ অতিক্রান্ত হয়ে আরবে একেশ্বরবাদী ইসলাম প্রকট হলে এই সব চর্চার উপর বিধি-নিষেধ আরোপিত হয়।
ফাইল ছবি
০৯১৫
বিধি-নিষেধের আবডালেই অবশ্য চলতে থাকে কালো জাদু বা শয়তান উপাসনার মতো অকাল্টের চর্চা। প্রাতিষ্ঠানিক ইসলামের নজর এড়িয়ে বিভিন্ন অশুভ শক্তিকে জাগরণের চেষ্টাও করে চলেন এই সব গুপ্তবিদ্যা চর্চাকারীরা। বুশরা তথা পিঙ্কি পিরানি সম্পর্কে এই সব বিদ্যার চর্চাকারী হিসেবে এক প্রকার গণধারণা রয়েছে।
তাঁর ভবিষ্যদ্বাণী মিল যাওয়ায় বুশরার প্রতিটি কথা মেনে চলতে শুরু করেন পাক প্রধানমন্ত্রী। জানা যায়, বিয়ের পর দলে সমান্তরাল শাসন চলাতে শুরু করেন ইমরানের স্ত্রী। দলে তাকে ‘গডমাদার’ বলা হত। কানাডাবাসী পাক লেখক তারেক ফতেহ্ একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে বলেন, ‘‘বুশরা বিবি যা বলেন, তা অক্ষরে অক্ষরে মেনে চলেন ইমরান।’’
ফাইল ছবি
১২১৫
স্বামীর গদি বাঁচাতে বুশরা লাগাতার চেষ্টা করে গিয়েছেন। সপ্তাহখানেক ধরে ইমরান যখন নানা ভাবে গদি বাঁচানোর মরিয়া চেষ্টা করে যাচ্ছেন্ তখন বুশরা নাকি বাড়িতে ‘কালো জাদুর’ প্রয়োগ করেছেন।
ফাইল ছবি
১৩১৫
বিরোধীদের দাবি, বাড়িতে একাধিক জ্যান্ত মুরগি পুড়িয়েছেন তিনি। এক পাক সংবাদমাধ্যমের দাবি, বাডি়তে কয়েক টন মুরগি পুড়িয়েছেন তিনি। কিন্তু তাতেও স্বামীর গদি রক্ষা করা সম্ভব হয়নি। কোনও বিশেষ শক্তিকে জাগাতে গেলে জীবন্ত প্রাণী উৎসর্গের বিষয়টি অবশ্যই অতি প্রাচীন জাদু-বিশ্বাস। পিঙ্কি পিরনি কি সেই প্রাচীন বিদ্যা প্রয়োগ করে স্বামীর গদি বাঁচাতে তৎপর হয়েছিলেন?
ফাইল ছবি
১৪১৫
বুশরার কালো জাদু বা ডাকিনীবিদ্যা যে কোনও কাজেই আসেনি, তা সাম্প্রতিক ঘটনাবলিই জানাচ্ছে। মেয়াদ শেষ করার আগেই ইমরানকে গদি ছাড়তে হয়েছে। ‘পিঙ্কি পিরনি’ এবং তাঁর কালো জাদু নাটাগরিকদের হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে।
ফাইল ছবি
১৫১৫
প্রসঙ্গত, ইমরান ক্ষমতাচ্যুত হওয়ার পর সাহিত্যিক তসলিমা নাসরিন টুইট করেন, ‘এ বার কী তৃতীয়কে বিচ্ছেদ দিয়ে ইমরান এক তোতাপাখি স্ত্রীকে বিয়ে করবেন, যে ক্রমান্বয়ে বলে যাবে— ইমরান অমর।’