লোকসভা ভোটে বাংলা থেকে চাই ৩৫টি আসন। তাই শুভেন্দু-সুকান্ত বা দিলীপ নয়। ভরসা সেই পেশাদার সংস্থা। এর আগে ভোটে জিততে রাজ্যের শাসকদল সাহায্য নিয়েছিল আইপ্যাক সংস্থার। অনান্য রাজ্যে ভোট কৌশল ঠিক করতে এই পথে হেঁটেছেন মোদী-শাহরাও। এ বার সেই সূত্র ধরেই লোকসভা ভোটের আগে কৌশল ঠিক করতে বিজেপির ভরসা ‘জার্ভিস টেকনোলজি অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড’।