বৌকে কাঁধে নিয়ে দে দৌড়! যেমন অদ্ভুত প্রতিযোগিতা তেমনই বিচিত্র পুরস্কার, কোথায় হয় এই ‘চ্যাম্পিয়নশিপ’?
জলকাদা, খানাখন্দে ভরা রাস্তার মধ্যে দিয়ে স্ত্রীকে টেনে নিয়ে যাওয়ার এই আজব দৌড়ে শামিল হন বেশ কয়েক জোড়া দম্পতি।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৪ ১৫:২৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
হিন্দি সিনেমা ‘দম লাগা কে হাইসা’র কথা আমাদের প্রায় সকলেরই জানা। যেখানে পর্দার নায়ক তাঁর স্থূলাঙ্গী স্ত্রীকে পিঠে তুলে নিয়ে দৌড়ে পুরস্কার জিতে নিয়েছিলেন।
০২১৭
তবে এ সব কেবল রুপোলি পর্দার ঘটনা নয়। বাস্তবেও আয়োজিত হয় বৌকে কাঁধে নিয়ে দৌড়। যে সে প্রতিযোগিতা নয়, রীতিমতো বিশ্ব চ্যাম্পিয়নশিপ। যেখানে বাস্তবেই অর্ধাঙ্গিনীর ভার বইতে হয় স্বামীকে।
০৩১৭
১০০০ বছরের পুরনো খেলা স্ত্রীকে কাঁধে নিয়ে স্বামীর দৌড়়নোর এই প্রতিযোগিতা। তা-ও আবার সোজা রাস্তায় নয়। জলকাদা, খানাখন্দে ভরা রাস্তার মধ্যে দিয়ে স্ত্রীকে টেনে নিয়ে যাওয়ার এই আজব দৌড়ে শামিল হন কয়েক জোড়া দম্পতি।
০৪১৭
প্রতিযোগিতার মাঝখানে থাকে অনেক বাধাবিপত্তিও। কৃত্রিম ভাবে হাজার রকম বাধাদানের ব্যবস্থাও থাকে। দৌড়় ট্র্যাকের দৈর্ঘ্য প্রায় ২৬০ মিটার। তার মধ্যে ১ মিটার গভীর খাদও থাকে।
০৫১৭
এমনকি কাদা ভরা জলের মধ্যে স্ত্রীকে কাঁধে তুলে নিয়ে ছুটতেও হয়। এই রকম ভাবে যিনি সবার আগে শেষ করবেন, তিনিই জিতবেন এই অভিনব বিশ্ব চ্যাম্পিয়নশিপ।
০৬১৭
ঠিক কবে এই খেলা শুরু হয়েছিল, তা নিয়ে অল্পবিস্তর মতভেদ আছে। ভারত ছাড়াও ফিনল্যান্ড, হাঙ্গেরি, এস্টোনিয়ায় বেশ জনপ্রিয় এই প্রতিযোগিতা।
০৭১৭
১৮০০ শতকের শেষের দিকে হেরক্কো রসভো, মতভেদে হ্যারকো রোসো নামে এক কুখ্যাত ডাকাতের হাত ধরে প্রচলন ঘটে এই খেলাটির। এই রোসোর গল্প থেকেই স্ত্রীকে কাঁধে করে স্বামীর দৌড় প্রতিযোগিতার তিনটি সূত্র মেলে৷
০৮১৭
প্রচলিত মত অনুযায়ী, হ্যারকো রোসোর দলের সদস্যেরা লুটপাট চালানোর সময় গ্রামের মহিলাদের তুলে আনতেন।
০৯১৭
প্রবাদ আছে, হেরক্কো রসভো বা হ্যারকো রোসো তার দলের লোকেদের শারীরিক শক্তি বাড়ানোর জন্য ভারী ভারী বস্তা কাঁধে বসিয়ে দৌড় করাতেন। পরবর্তীকালে সেই বস্তার জায়গা দখল করেন স্ত্রীরা।
১০১৭
তৃতীয় মত বলছে, রোসোর দলের তরুণেরা নিকটবর্তী গ্রামের বধূদের তুলে এনে বিয়ে করতেন। আনার সময় তাঁদের পিঠে করে আনা হত।
১১১৭
ফিনল্যান্ডে শুরু হলেও মজার খেলাটি বর্তমানে জনপ্রিয় অনেক দেশেই। ভারতের বেশ কিছু অঞ্চলে প্রচলিত আছে বৌ কাঁধে নিয়ে দৌড়ের প্রতিযোগিতা।
১২১৭
এখানে বিভিন্ন কায়দায় চ্যালেঞ্জে ফেলা হয় প্রতিযোগীদের। স্ত্রীকে কাঁধে তুলে স্বামীকে প্রায় ২৫৪ মিটার পথ দৌড়তে হয়। সোজা রাস্তা নয় একেবারেই, মাঝখানে থাকে একাধিক বাধাবিপত্তি। বেশ কিছুটা রাস্তা কাদার মধ্যে দিয়েও ছুটতে হয়।
১৩১৭
প্রত্যেক খেলারই নিয়ম থাকে। এই খেলাও তার ব্যতিক্রম নয়। দম্পতিরাই এই খেলায় অংশ নেন। স্ত্রীকে কাঁধে তুলে স্বামীরা দৌড় দেন।
১৪১৭
মহিলা প্রতিযোগীকে অন্তত ৪৯ কেজি ওজনের হতেই হবে। তার পর তাঁকে নিয়ে ছুটতে হয় পুরুষ প্রতিযোগীকে।
১৫১৭
প্রতিযোগিতায় দেখা মেলে নানা মজার দৃশ্যের। কখনও দেখা যায় দৌড়তে গিয়ে বেসামাল দম্পতি। হুমড়ি খেয়ে পড়ছেন বর, বরের কাঁধ থেকে ছিটকে পড়ে যান বৌ বেচারিও।
১৬১৭
যত অভিনব এই প্রতিযোগিতা, ততটাই আজব এর পুরস্কার। দৌড় প্রতিযোগিতার পুরস্কারের বহর শুনলে তাক লেগে যাবে আপনারও।
১৭১৭
সবচেয়ে কম সময়ে প্রতিযোগিতা শেষ করা দম্পতির হাতে পুরস্কার হিসাবে তুলে দেওয়া হয় স্ত্রীর ওজনের সমপরিমাণ বিয়ার।