সেই কবে ‘চন্দ্রগুপ্ত’ নাটকের সংলাপে দ্বিজেন্দ্রনাথ রায় লিখেছিলেন, ‘সত্যিই সেলুকাস, কী বিচিত্র এই দেশ!’ এ দেশের বিচিত্র সব চরিত্র দেখে সেনাপতি সেলুকাসের উদ্দেশে সেই মন্তব্য করেছিলেন আলেকজান্ডার। তবে দেশ জুড়ে বিচিত্র সব দুর্নীতির খবর শুনলে মনে হয়, আলেকজান্ডারের সে সংলাপ বোধ হয় আজও অনায়াসে বলা যায়। তেমনই কয়েকটি দুর্নীতিতে নজর ঘোরানো যাক।
উচ্চপদে নিয়োগ থেকে পদোন্নতি, সবেতেই নাকি ‘শিরোমণি’ নামধারী হিমালয়ের এক সাধুর পরামর্শে করতেন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) প্রাক্তন এমডি-সিইও চিত্রা রামকৃষ্ণ। চলতি বছরের গোড়ায় তা নিয়ে কম জলঘোলা হয়নি। দুর্নীতির গন্ধে সিবিআইয়ের গোয়েন্দারা পর্যন্ত নড়েচড়ে বসেছিলেন। জেল হেফাজতে পাঠানো হয়েছিল চিত্রাকে।