Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Billionaire

৪৫১ কোটির হার, ৪৫০ কোটির বাড়ি, ২৭৭ কোটির আস্তাবল! উপহার পেলেন কারা? তালিকায় আর কী?

নীতা আম্বানি থেকে নারায়ণ মূর্তি, বিল গেটস থেকে শিব নাদার, কাছের মানুষদের তাঁরা যে সব উপহার দিয়েছেন, জানলে বিস্মিত হবেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৪ ১২:৫১
Share: Save:
০১ ১৭
image of ambani

তাঁদের জীবনযাপন যেমন আম আদমির থেকে আলাদা, তাঁদের উপহারও তো তেমনই হবে! নীতা আম্বানি থেকে নারায়ণ মূর্তি, বিল গেটস থেকে শিব নাদার, কাছের মানুষদের তাঁরা যে সব উপহার দিয়েছেন, জানলে বিস্মিত হবেন।

০২ ১৭
image of krishnamurti

নাতি একগ্রহকে ইনফোসিসের ১৫ লক্ষ শেয়ার তুলে দিয়েছেন দাদু নারায়ণ মূর্তি। শেয়ারের দাম ২৪০ কোটি টাকা।

০৩ ১৭
image of krishnamurti

রোহণ মূর্তি এবং অপর্ণা কৃষ্ণণের ছেলে একগ্রহের বয়স চার মাস। ২০২৩ সালের নভেম্বরে জন্ম হয়েছে তার।

০৪ ১৭
image of ambani

২০১৯ সালে নীতা অম্বানী এবং মুকেশ অম্বানীর জ্যেষ্ঠ পুত্র আকাশ অম্বানীর সঙ্গে বিয়ে হয় শ্লোক মেহতার। বিয়েতে পুত্রবধূকে হিরের হার উপহার দিয়েছিলেন নীতা। শোনা যায়, সেই হারের দাম ৪৫১ কোটি টাকা।

০৫ ১৭
image of nita akash ambani

লেবাননের গয়না ব্যবসায়ী মোয়াওয়াদের থেকে কেনা হয়েছিল সেই নেকলেস। তাতে বসানো হিরের কোনও জুড়ি নেই। তাই নাম ‘ল’ইনকম্প্যারাব‌্ল’।

০৬ ১৭
image of akash ambani and shloka

১৮ ক্যারেটের গোলাপি সোনার হারে ২২৯.৫২ ক্যারেটের সাদা হিরে বসানো রয়েছে। ৪০৭.৪৮ ক্যারেটের একটি হলুদ হিরেও রয়েছে তাতে, যা দুষ্প্রাপ্য।

০৭ ১৭
image of shiv nadar

২০১৪ সালের কথা। একমাত্র কন্যা রোশনিকে বাংলো উপহার দিয়েছিলেন শিল্পপতি শিব নাদার।

০৮ ১৭
image of roshni nadar

পূর্ব দিল্লির ফ্রেন্ডস কলোনির সেই বাংলোর দাম ছিল ১১৫ কোটি টাকা। দিল্লিতে তখন তার থেকে দামি বাড়ি আর ছিল না।

০৯ ১৭
image of bill gates

কন্যা জেনিফার গেটস নাসেরকে দারুণ ভালবাসেন বিল গেটস। মাইক্রোসফ্‌ট প্রতিষ্ঠাতা কন্যার কোনও আবদার ফেলতে পারেন না। জেনিফার ঘোড়ায় চড়তে পারদর্শী।

১০ ১৭
image of Jenifer gates

জেনিফারকে তাই আস্ত আস্তাবল দিয়েছিলেন গেটস। যার দাম প্রায় ২৭৭ কোটি টাকা। আমেরিকার ফ্লোরিডার ওয়েলিংটনে বিশাল সেই আস্তাবল তৈরি করিয়েছিলেন বিল।

১১ ১৭
image of jenner

উপহার দেওয়ার বিষয়ে কম যান না সমাজকর্মী তথ্যা শিল্পপতি ক্রিস জেনার এবং কন্যা কাইলি জেনার। উপহারের প্রাপক হলেন কাইলির কন্যা স্টর্মি ওয়েবস্টার।

১২ ১৭
image of doll's house

নাতনি স্টর্মিকে এক বড়দিনে নাকি একটা দোতলা পুতুলের বাড়ি দিয়েছিলেন ক্রিস, যার ভিতরে ছিল আসল আসবাব এবং গালিচা। স্টর্মির জন্মদিনের পার্টিতে খরচ করেছিলেন এক লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় ৮৩ লক্ষ টাকারও বেশি।

১৩ ১৭
image of jenner

মেয়ে স্টর্মিকে ২২ ক্যারেটের হিরের একটি আংটি দিয়েছিলেন মা কাইলি। সেই আংটির দাম কয়েক কোটি টাকা।

১৪ ১৭
image of poonawala

সন্তানকে উপহার দেওয়ার বিষয়ে কম যান না শিল্পপতি আদর পুনাওয়ালা। পুত্র ব্যাটম্যানের ভক্ত। তাই তার ছ’বছরের জন্মদিনে ব্যাটম্যান যে গাড়ি চাপেন, সেই ব্যাটমোবাইল উপহার দিয়েছিলেন আদর।

১৫ ১৭
২০১৫ সালের ঘটনা। সংস্থাকে বিশেষ বরাত দিয়ে মার্সিডিজ় বেঞ্জ এস ক্লাসের গাড়িকে ব্যাটমোবাইলে পরিণত করিয়েছিলেন আদর।

২০১৫ সালের ঘটনা। সংস্থাকে বিশেষ বরাত দিয়ে মার্সিডিজ় বেঞ্জ এস ক্লাসের গাড়িকে ব্যাটমোবাইলে পরিণত করিয়েছিলেন আদর।

১৬ ১৭
২০১৮ সালে আনন্দ পিরামলের সঙ্গে বিয়ে হয় মুকেশ এবং নীতা অম্বানীর একমাত্র কন্যা ঈশার। আনন্দের বাবা অজয় পিরামল এবং মা স্বাতী পিরামল নবদম্পতিকে বিয়েতে একটি বাংলো উপহার দিয়েছিলেন।

২০১৮ সালে আনন্দ পিরামলের সঙ্গে বিয়ে হয় মুকেশ এবং নীতা অম্বানীর একমাত্র কন্যা ঈশার। আনন্দের বাবা অজয় পিরামল এবং মা স্বাতী পিরামল নবদম্পতিকে বিয়েতে একটি বাংলো উপহার দিয়েছিলেন।

১৭ ১৭
মুম্বইয়ে সেই বাড়ির দাম ৪৫০ কোটি টাকা। নাম ‘গুলিতা’। মুকেশ এবং নীতার ঠিকানা অ্যান্টিলিয়ার খুব কাছেই রয়েছে সেই বিশাল বাংলো। ছবি: সংগৃহীত

মুম্বইয়ে সেই বাড়ির দাম ৪৫০ কোটি টাকা। নাম ‘গুলিতা’। মুকেশ এবং নীতার ঠিকানা অ্যান্টিলিয়ার খুব কাছেই রয়েছে সেই বিশাল বাংলো। ছবি: সংগৃহীত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy