Biggest arts festival around the world in Edinburgh dgtl
Biggest Arts Festival in Edinburgh
Biggest Arts Festival: অলিম্পিক্স বা বিশ্বকাপ ফুটবলের মতোই টিকিট বিক্রি আন্তর্জাতিক এই সাংস্কৃতিক উৎসবের
এডিনবরা আর্টস ফেস্টিভ্যাল যা বিশ্বের বড় বড় আর্টস ফেস্টিভ্যালগুলির মধ্যে এটি অন্যতম। ৭৫ বছরে পদার্পণ করতে চলেছে এই ফেস্টিভ্যাল।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২২ ১১:৩২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
অলিম্পিক্স অথবা বিশ্বকাপ পৃথিবীর বহু মানুষকে আন্দোলিত করে। টিকিট বিক্রির ক্ষেত্রে এই দু’টিই সবার চেয়ে এগিয়ে।
০২১১
তবে, এই তালিকায় রয়েছে একটি সাংস্কৃতিক উৎসবও। এডিনবরা আর্টস ফেস্টিভ্যাল যা বিশ্বের বড় বড় উৎসবগুলির মধ্যে অন্যতম।
০৩১১
প্রতি বছর অগস্ট মাস জুড়ে বিভিন্ন ধরনের সংস্কৃতি নানা রকম শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়। অতিমারির কারণে গত বছর খুব বড় করে উদ্যাপন করা যায়নি।
০৪১১
তবে, এই বছর আয়োজন বেশ জাঁকজমকে ভরা। ৭৫ বছরে পদার্পণ করতে চলেছে এডিনবরা আর্টস ফেস্টিভ্যাল। এই বর্ষপূর্তি উদ্যাপনেই সেজে উঠবে এডিনবরা।
০৫১১
এই উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত থাকছেন ফ্র্যাঙ্কি বয়েল, স্টেয়ার্ট লি, আল মুরের মতো তারকারা।
০৬১১
সারা মাস জুড়ে মোট ৩,০০০টি অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।
০৭১১
৫৮টি দেশের নামী ব্যান্ডের অনুষ্ঠান ছাড়াও থিয়েটার, অর্কেস্ট্রারও আসর বসবে।
০৮১১
১৯৪৭ সালে এই উৎসব শুরু হলেও সে সময় এত আড়ম্বর ছিল না। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এই উৎসবে অংশগ্রহণ করতেন।
০৯১১
প্রথমে এডিনবরা আন্তর্জাতিক উৎসব হিসাবে শহর জুড়ে এই উৎসব পালন করা হত। ধীরে ধীরে এডিনবরার এই উৎসব শিল্পীদের প্রাণকেন্দ্র হয়ে ওঠে।
১০১১
বাড়তে থাকে বোর্ড কমিটির সদস্য সংখ্যাও। এই উৎসবের টিকিট বিক্রি করে যে টাকা পাওয়া যায়, তার পুরোটাই শিল্পীদের জন্য তহবিলে রাখা হয়।
১১১১
৫ অগস্ট থেকে এই উৎসব শুরু হয়েছে। চলবে ৩০ অগস্ট পর্যন্ত। এই অনুষ্ঠান উপলক্ষে রয়্যাল মাইলের সামনে নাচ, গান-সহ অন্যান্য কলা প্রদর্শন করবেন মনোরঞ্জনকারীরা।