Bigg Boss 16 update: Tajik singer Abdu Rozik is the first confirmed contestant dgtl
Bigg Boss
রিকেট আক্রান্ত, অর্থাভাবে চিকিৎসা হয়নি, জনপ্রিয় ‘বামন’ গায়ক এ বার ‘বিগ বস’-এ
১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘বিগ বস ১৬’। কে কে প্রতিযোগী হিসাবে থাকছেন, এ নিয়ে জল্পনা তুঙ্গে।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ ১০:৩৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। উৎসবের মরশুমেই শুরু হতে চলেছে টেলি দুনিয়ার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ১৬’। এই শোয়ের প্রতিযোগী কারা, সে নিয়ে জোর জল্পনা চলছে। এর মধ্যেই প্রকাশ্যে এল প্রথম প্রতিযোগীর নাম।
০২১৫
চেহারা ছোটখাটো। তবে তাঁর চেহারায় রয়েছে এক প্রাণবন্ত মেজাজ। সলমনের শোয়ে প্রথম প্রতিযোগী হয়ে বিগ বসের ঘরে পা রাখছেন তাজিকিস্তানের গায়ক আবদু রজিক।
০৩১৫
সলমনের আগামী ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির সঙ্গেও যুক্ত এই গায়ক।
০৪১৫
তাজিক র্যাপ গানের জন্য রজিকের জনপ্রিয়তা রয়েছে। বিশ্বের সবচেয়ে খুদে গায়ক হিসাবে নজির রয়েছে রজিকের। মাত্র ১৮ বছর বয়সেই জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
০৫১৫
‘বিগ বস ১৬’-এর প্রথম প্রতিযোগী হিসাবে রজিকের নাম ঘোষণা করেন স্বয়ং ‘ভাইজান’। সলমনের ছবি ‘ম্যায়নে প্যয়ার কিয়া’ ছবির ‘দিল দিওয়ানা’ গান গেয়ে মাতান রজিক। যা শুনে মুগ্ধ হয়ে যান সুপারস্টার। সলমন বলেন, ‘‘ও হিন্দি জানে না। তবুও হিন্দি গান গাইল, দারুণ।’’
০৬১৫
বিগ বসে যোগ দিতে পেরে তিনি যে বেশ খুশি, সেই অনুভূতির কথা সলমনকে বলেছেন রজিক। তিনি বলেছেন, ‘‘আমি খুবই খুশি। বিগ বসের ঘরে যাওয়ার জন্য মুখিয়ে আছি।’’
০৭১৫
বিগ বসের প্রতিযোগিতা মানেই কাদা ছোড়াছুড়ি চলে। এই প্রসঙ্গে রজিক বলেছেন, ‘‘সবাইকে আমি ভালবাসি। দয়া করে আমায় সমর্থন করো। দয়া করে আমার সঙ্গে ঝগড়া করো না।’’
০৮১৫
ইউটিউবেও যথেষ্ট জনপ্রিয় রজিক। তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। যার নাম ‘অ্যালভড মিডিয়া’। ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা ৫ লক্ষ ৮০ হাজার।
০৯১৫
ইউটিউবের পাশাপাশি ইনস্টাগ্রামেও জনপ্রিয়তা রয়েছে রজিকের। সেখানে তাঁর ফলোয়ারের সংখ্যা ৩০ লক্ষেরও বেশি।
১০১৫
রজিক ছোটবেলা থেকেই রিকেট রোগে (ভিটামিন ডি’র অভাবে শিশুদের এক ধরনের রোগ। যার ফলে উচ্চতা বাড়ে না) আক্রান্ত। মালি পরিবারের ছেলে। অর্থাভাবে চিকিৎসা করাতে পারেননি।
১১১৫
১৮ বছর বয়সেই তাবড় তাবড় খ্যাতনামীদের সান্নিধ্য পেয়েছেন রজিক। রণবীর সিংহ, অনুষ্কা শর্মা, শাহিদ কপূরের মতো অভিনেতার সঙ্গে তাঁর ছবি সাড়া ফেলেছে।
১২১৫
ফিল্ম দুনিয়ার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও খ্যাতনামীদের নয়নের মণি তিনি। রোনাল্ডোর সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে তাঁকে।
উচ্চতা কম হলেও তাঁর স্টাইল কিন্তু কম নয়। চোখের চাহনি, মুখের হাসি— সবেতেই মাত করেছেন তাঁর অনুরাগীদের।
১৫১৫
১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘বিগ বস ১৬’। রজিক ছাড়া আর কে কে প্রতিযোগী হিসাবে থাকছেন, এ নিয়ে জল্পনা তুঙ্গে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, সলমন আগের সিজনগুলির মতো প্রতিযোগীদের সঙ্গে কথা বলতে আর শনি এবং রবিবারের পর্বগুলিতে হাজির হবেন না। এর বদলে তাঁকে দেখা যাবে শুক্র এবং শনিবারের পর্বে।