Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Bigg Boss 16

২ কোটির সেট সেজেছে ‘সার্কাস’ থিমে! নয়া সিজনে ‘বিগ বস’-এর ঘরের অন্দরসজ্জা কেমন?

‘বিগ বস’-এর সেট ভারতের সবচেয়ে বিলাসবহুল সেটগুলির মধ্যে একটি। এই বার ‘বিগ বস’-এর সেই সেটকে রূপান্তরিত করা হয়েছে একটি সার্কাসে। কারণ, এই সিজনের থিমই হচ্ছে সার্কাস।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২২ ১৩:৪৮
Share: Save:
০১ ১৩
১ অক্টোবর, শনিবার থেকে শুরু হয়েছে বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর  নয়া সিজন। আর তা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। প্রতি বছরের মতোই বলিপাড়া এবং সমাজমাধ্যমের বেশ কিছু পরিচিত মুখের দেখা মিলেছে ‘বিগ বস’-এর ঘরে। প্রতিযোগীদের নিয়ে দর্শকদের মধ্যে যেমন উত্তেজনা থাকে, তেমনই উত্তেজনা থাকে  ‘বিগ বস’-এর   ঘর নিয়েও। প্রতি বছরই নতুন রূপে সাজানো হয় এই ঘর।  ‘বিগ বস’-এর  এ বারের সেট তৈরি করতে খরচ হয়েছিল ২ কোটি টাকা।

১ অক্টোবর, শনিবার থেকে শুরু হয়েছে বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর নয়া সিজন। আর তা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। প্রতি বছরের মতোই বলিপাড়া এবং সমাজমাধ্যমের বেশ কিছু পরিচিত মুখের দেখা মিলেছে ‘বিগ বস’-এর ঘরে। প্রতিযোগীদের নিয়ে দর্শকদের মধ্যে যেমন উত্তেজনা থাকে, তেমনই উত্তেজনা থাকে ‘বিগ বস’-এর ঘর নিয়েও। প্রতি বছরই নতুন রূপে সাজানো হয় এই ঘর। ‘বিগ বস’-এর এ বারের সেট তৈরি করতে খরচ হয়েছিল ২ কোটি টাকা।

০২ ১৩
‘বিগ বস’-এর সেট ভারতের সবচেয়ে বিলাসবহুল সেটগুলির মধ্যে একটি। এই বার ‘বিগ বস’-এর সেই সেটকে রূপান্তরিত করা হয়েছে একটি সার্কাসে। কারণ, এই সিজনের থিমই হচ্ছে সার্কাস।

‘বিগ বস’-এর সেট ভারতের সবচেয়ে বিলাসবহুল সেটগুলির মধ্যে একটি। এই বার ‘বিগ বস’-এর সেই সেটকে রূপান্তরিত করা হয়েছে একটি সার্কাসে। কারণ, এই সিজনের থিমই হচ্ছে সার্কাস।

০৩ ১৩
সার্কাস থিমে সব থেকে সুন্দর ভাবে সাজানো হয়েছে এই ঘরের ‘লিভিং এরিয়া’। এই ‘লিভিং এরিয়া’-তেই  বসেই প্রতিযোগীদের বেশির ভাগ সময় রান্না করতে, খাবার খেতে, গল্প করতে এবং চুলোচুলি করতে দেখা যায়। এই নতুন সিজনের ‘লিভিং এরিয়া’-র মাথায় লেখা ‘ওয়েলকাম টু দ্য সার্কাস’ (সার্কাসে সকলকে স্বাগত)।

সার্কাস থিমে সব থেকে সুন্দর ভাবে সাজানো হয়েছে এই ঘরের ‘লিভিং এরিয়া’। এই ‘লিভিং এরিয়া’-তেই বসেই প্রতিযোগীদের বেশির ভাগ সময় রান্না করতে, খাবার খেতে, গল্প করতে এবং চুলোচুলি করতে দেখা যায়। এই নতুন সিজনের ‘লিভিং এরিয়া’-র মাথায় লেখা ‘ওয়েলকাম টু দ্য সার্কাস’ (সার্কাসে সকলকে স্বাগত)।

০৪ ১৩
‘বিগ বস’-এর  ঘরে প্রতিযোগীদের সব থেকে প্রিয় জায়গা ‘গার্ডেন এরিয়া’। এই বাগানেই অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনের অনেকটা সময় এখানেই কাটান প্রতিযোগীরা। এই জায়গাকেও সার্কাস থিমেই বানিয়েছেন শোয়ের আয়োজকরা।

‘বিগ বস’-এর ঘরে প্রতিযোগীদের সব থেকে প্রিয় জায়গা ‘গার্ডেন এরিয়া’। এই বাগানেই অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনের অনেকটা সময় এখানেই কাটান প্রতিযোগীরা। এই জায়গাকেও সার্কাস থিমেই বানিয়েছেন শোয়ের আয়োজকরা।

০৫ ১৩
বাথরুমের এলাকাও খুব সুন্দর ভাবেই সাজিয়েছেন উদ্যোক্তারা। হাত-মুখ ধোয়ার জায়গার কাছেও  রাখা হয়েছে একাধিক গাছপালা।

বাথরুমের এলাকাও খুব সুন্দর ভাবেই সাজিয়েছেন উদ্যোক্তারা। হাত-মুখ ধোয়ার জায়গার কাছেও রাখা হয়েছে একাধিক গাছপালা।

০৬ ১৩
শোওয়ার জায়গা অর্থাৎ ‘বেডরুম’ নিয়ে প্রতি সিজনেই প্রতিযোগীদের মধ্যে ঝামেলা বাধে। কে কোন বিছানা নেবেন এবং কে কার সঙ্গে বিছানা ভাগ করে নেবেন, তা নিয়েই মূলত বিবাদের সূত্রপাত হয়।

শোওয়ার জায়গা অর্থাৎ ‘বেডরুম’ নিয়ে প্রতি সিজনেই প্রতিযোগীদের মধ্যে ঝামেলা বাধে। কে কোন বিছানা নেবেন এবং কে কার সঙ্গে বিছানা ভাগ করে নেবেন, তা নিয়েই মূলত বিবাদের সূত্রপাত হয়।

০৭ ১৩
নয়া সিজনে অংশগ্রহণ করে শোওয়ার ঘরে ঢুকেই প্রতিযোগীরা দেখতে পেয়েছেন চারিদিকে জ়েব্রার ছবিতে ভর্তি। বিছানাগুলি অবধি সাদা-কালো ডোরা দাগ কাটা।

নয়া সিজনে অংশগ্রহণ করে শোওয়ার ঘরে ঢুকেই প্রতিযোগীরা দেখতে পেয়েছেন চারিদিকে জ়েব্রার ছবিতে ভর্তি। বিছানাগুলি অবধি সাদা-কালো ডোরা দাগ কাটা।

০৮ ১৩
যে জায়গায় বসে প্রতিযোগীরা সঞ্চালক সলমনের সঙ্গে কথা বলেন, সেই জায়গাটিও সাজানো হয়েছে সুন্দর ভাবে। এই জায়গাটি তৈরি করা হয়েছে সার্কাসের এরিনার আদলে।

যে জায়গায় বসে প্রতিযোগীরা সঞ্চালক সলমনের সঙ্গে কথা বলেন, সেই জায়গাটিও সাজানো হয়েছে সুন্দর ভাবে। এই জায়গাটি তৈরি করা হয়েছে সার্কাসের এরিনার আদলে।

০৯ ১৩
‘বিগ বস ১৬’-র প্রতিযোগীরা ইতিমধ্যেই নিজেদের খেল দেখাতে শুরু করেছেন। প্রতিযোগীদের তালিকায় বেশ কিছু নতুন চমকও দেখতে পাওয়া গিয়েছে।

‘বিগ বস ১৬’-র প্রতিযোগীরা ইতিমধ্যেই নিজেদের খেল দেখাতে শুরু করেছেন। প্রতিযোগীদের তালিকায় বেশ কিছু নতুন চমকও দেখতে পাওয়া গিয়েছে।

১০ ১৩
এই বছরের ‘বিগ বস’-এ অংশগ্রহণ করেছেন বলিউডের  বিতর্কিত পরিচালক সাজিদ খানও। ‘মি টু’ নিয়ে বিতর্ক চলাকালীন একাধিক অভিনেত্রী তাঁর বিরুদ্ধে ‘কাস্টিং কাউচ’-এর অভিযোগ আনেন। তাঁর দিদি ফারহা খানকে প্রায় ফি বছরই বিগ বসের মঞ্চে অতিথি হিসাবে দেখতে পাওয়া যায়।

এই বছরের ‘বিগ বস’-এ অংশগ্রহণ করেছেন বলিউডের বিতর্কিত পরিচালক সাজিদ খানও। ‘মি টু’ নিয়ে বিতর্ক চলাকালীন একাধিক অভিনেত্রী তাঁর বিরুদ্ধে ‘কাস্টিং কাউচ’-এর অভিযোগ আনেন। তাঁর দিদি ফারহা খানকে প্রায় ফি বছরই বিগ বসের মঞ্চে অতিথি হিসাবে দেখতে পাওয়া যায়।

১১ ১৩
প্রতিযোগীদের মধ্যে রয়েছে তাজিকিস্তানের গায়ক আবদু রজ়িকও। তিনি সমাজমাধ্যমের একটি অতি পরিচিত মুখ। চেহারায় ছোটখাটো আবদু রিকেট রোগে আক্রান্ত। আর সেই কারণেই তাঁর উচ্চতা বিশেষ বাড়েনি।

প্রতিযোগীদের মধ্যে রয়েছে তাজিকিস্তানের গায়ক আবদু রজ়িকও। তিনি সমাজমাধ্যমের একটি অতি পরিচিত মুখ। চেহারায় ছোটখাটো আবদু রিকেট রোগে আক্রান্ত। আর সেই কারণেই তাঁর উচ্চতা বিশেষ বাড়েনি।

১২ ১৩
‘বিগ বস’-এর নতুন পর্বে অংশগ্রহণ করেছেন বিতর্কিত ওড়িয়া অভিনেত্রী প্রাক্রুতি মিশ্রও। সহ-অভিনেতার স্ত্রীর হাতে মার খাওয়া থেকে শুরু করে এমএমএস-কাণ্ড, সম্প্রতি বার বার বিতর্কে জড়িয়েছেন তিনি।

‘বিগ বস’-এর নতুন পর্বে অংশগ্রহণ করেছেন বিতর্কিত ওড়িয়া অভিনেত্রী প্রাক্রুতি মিশ্রও। সহ-অভিনেতার স্ত্রীর হাতে মার খাওয়া থেকে শুরু করে এমএমএস-কাণ্ড, সম্প্রতি বার বার বিতর্কে জড়িয়েছেন তিনি।

১৩ ১৩
তবে  ‘বিগ বস’-এর  সব প্রতিযোগীই ঘরে ঢোকা থেকে নয়া থিমের প্রশংসায় পঞ্চমুখ। নতুন বাড়ি তাঁদের ভাল লেগেছে বলেও তাঁরা জানিয়েছেন।

তবে ‘বিগ বস’-এর সব প্রতিযোগীই ঘরে ঢোকা থেকে নয়া থিমের প্রশংসায় পঞ্চমুখ। নতুন বাড়ি তাঁদের ভাল লেগেছে বলেও তাঁরা জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE