Advertisement
২২ নভেম্বর ২০২৪
India-Bhutan

ভারতের বন্ধু সরকারকে সরাতে তৎপর চিন! ভুটানের নির্বাচন ঘিরে কূটনৈতিক সংঘাতে দিল্লি-বেজিং?

৩ নভেম্বর ভারত সফরে এসেছেন ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক। ৬ নভেম্বর তাঁর সঙ্গে একটি বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার বিষয়ে সহমত হয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৩ ১০:৫৭
Share: Save:
০১ ১৮
photo of pm narendra modi

ভুটানের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্য, পরিকাঠামো এবং শক্তি ক্ষেত্রে আদানপ্রদান বৃদ্ধি করার কথাও জানিয়েছে। কেন ভুটানকে এতটা গুরুত্ব দিচ্ছে ভারত? উত্তরটা লুকিয়ে রয়েছে ছোট্ট এই পাহাড়ি দেশের অবস্থানে।

—ফাইল চিত্র।

০২ ১৮
photo of india- bhutan

৩ নভেম্বর ভারত সফরে এসেছেন ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক। ৬ নভেম্বর তাঁর সঙ্গে একটি বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার বিষয়ে সহমত হয়েছে।

ছবি: সংগৃহীত।

০৩ ১৮
photo of train

বৈঠকের পর যৌথ বিবৃতি দিয়েছে দুই প্রতিবেশী দেশ। জানিয়েছে, অসমের কোকরাঝাড় থেকে ভুটানের গেলেফু পর্যন্ত ট্রেন পরিষেবা চালুর জন্য জমি দেখার বিষয়ে সহমত হয়েছে দুই দেশ। পশ্চিমবঙ্গের বানারহাট থেকে ভুটানের সামৎসে পর্যন্ত ট্রেন চলাচল শুরু করারও চিন্তাভাবনা চলছে।

ছবি: সংগৃহীত।

০৪ ১৮
photo of bhutan

তবে ভারত, ভুটান, চিনের মধ্যে সীমান্ত নিয়ে যে সমস্যা রয়েছে, সেই বিষয়ে কথা হয়েছে কি না, তা জানাতে চায়নি নয়াদিল্লি এবং থিম্পু।

ছবি: সংগৃহীত।

০৫ ১৮
photo of bhutan

সম্প্রতি বেজিংয়ে সীমান্ত সমস্যা নিয়ে বৈঠকে বসেছিল চিন এবং ভুটান। সেই ২৫তম সীমান্ত বৈঠকের উপর নজর রয়েছে ভারতের। সূত্রের খবর, ওই বৈঠকে সহযোগিতা করার বিষয়ে চুক্তি করেছে দুই দেশ। ভুটান-চিন সীমান্ত নিয়ে দুই দেশের যুগ্ম প্রযুক্তিগত দলের কী কী কর্তব্য, তা নিয়ে সহমত হয়েছে তারা।

ছবি: সংগৃহীত।

০৬ ১৮
photo of bhutan

চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই। তবে ১৯৮৪ সাল থেকে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা চালাচ্ছে দুই দেশ। মূলত তিনটি অঞ্চল নিয়ে জট। জাকারলুঙ্গ, উত্তর ভুটানের পাসামলুঙ্গ এবং পশ্চিম ভুটানের ডোকলাম।

ছবি: সংগৃহীত।

০৭ ১৮
photo of india- bhutan

আর এই ডোকলাম উপত্যকা তার অবস্থানের জন্য ভারতের কাছে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি করিডোরের খুব কাছে রয়েছে এই উপত্যকা। ২২ কিলোমিটার দীর্ঘ এই শিলিগুড়ি করিডোরই (যাকে বলে চিকেন’স নেক) ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে রেখেছে উত্তর-পশ্চিমকে।

ছবি: সংগৃহীত।

০৮ ১৮
photo of bhutan

২০১৭ সালে এই ডোকলামেই মুখোমুখি হয়েছিল ভারতীয় সেনা এবং চিনের পিপল’স লিবারেশন আর্মি। ৭৩ দিন ধরে সংঘর্ষ হয়েছিল দুই বাহিনীর।

ছবি: সংগৃহীত।

০৯ ১৮
photo of bhutan

‘বিতর্কিত’ এই ডোকলাম ভূখণ্ডে চিনের নির্মাণকাজে বাধা দিয়েছিল ভারত। সেই নিয়ে বিবাদ। এর পরেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি)-তে সেনার সংখ্যা বৃদ্ধি করে চিন। তার জেরেই ২০২০ সালে পূর্ব লাদাখে মুখোমুখি সংঘর্ষ হয় ভারত এবং চিনের সেনাবাহিনীর।

ছবি: সংগৃহীত।

১০ ১৮
photo of bhutan

তার পর থেকে দফায় দফায় আলোচনায় বসেছেন দুই দেশের সামরিক কর্তারা। যদিও রফাসূত্র এখনও অধরা।

ছবি: সংগৃহীত।

১১ ১৮
photo of bhutan

৩ নভেম্বর আট দিনের সফরে ভারতে এসেছেন ভুটানের রাজা জিগমে। তিন মাস পর ভুটানে ভোট। ভারত সফরে আসার ঠিক দু’দিন আগে নয় সদস্যের অন্তর্বর্তী সরকার নিয়োগ করেছেন রাজা। এই অন্তর্বর্তী সরকারই দেখবে নির্বাচনের বিষয়টি।

ছবি: সংগৃহীত।

১২ ১৮
photo of bhutan

বিদায়ী প্রধানমন্ত্রী লোটে শেরিং তাঁর মন্ত্রিসভার শেষ বৈঠকে জানিয়েছেন, তাঁর সরকার সফল ভাবে পাঁচ বছরের শাসনকাল পার করেছে। কোনও ‘ভয় বা পক্ষপাত’ ছাড়া।

ছবি: সংগৃহীত।

১৩ ১৮
photo of bhutan

মনে করা হচ্ছে, ২০২৪ সালের ভুটানের নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ। শুধু সে দেশের জন্য নয়, নয়াদিল্লির জন্যও। ভোটপূর্ব সমীক্ষা বলছে, আসন্ন ভোটে জিতে ভুটানে ফের ক্ষমতায় আসতে পারে পিপল’স ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)। সে ক্ষেত্রে লাভ ভারতেরই।

ছবি: সংগৃহীত।

১৪ ১৮
photo of india- bhutan

পিডিপির সভাপতি শেরিং টোবগে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার বিষয়ে বদ্ধপরিকর। ভুটানে শিল্পের প্রসারে আগ্রহী তারা। আর এ ক্ষেত্রে ওই দল অনেকটাই তাকিয়ে ভারতের দিকে। ভারত থেকে বিনিয়োগ টেনে নিয়ে যেতে চায় পিডিপি, যাতে আখেরে সুবিধা এ দেশেরই।

ছবি: সংগৃহীত।

১৫ ১৮
photo of bhutan

এর ফলে এ দেশের শিল্পপতিরা ভুটানে বিনিয়োগের সুযোগ পাবেন। দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক অনেক মজবুত হবে।

ছবি: সংগৃহীত।

১৬ ১৮
photo of bhutan

অন্য দিকে, বিদায়ী শেরিং সরকার বেশ কিছু কারণে সমালোচনার মুখে পড়েছে। কোভিড বিধি লঘু হওয়ার পর ২০২২ সালের সেপ্টেম্বরে বিদেশি পর্যটকদের থেকে ‘উন্নয়ন ফি’ নেওয়ার সিদ্ধান্ত নেয় এই সরকার। প্রতি রাতে ৬৫ ডলার থেকে ২০০ ডলার পর্যন্ত ফি দিতে বাধ্য থাকছেন পর্যটকেরা। ভারতীয় মুদ্রায় প্রায় ৫ হাজার টাকা থেকে ১৬ হাজার টাকা।

ছবি: সংগৃহীত।

১৭ ১৮
photo of india bhutan

এই নীতির ফলে পর্যটক হারায় ভুটান। চলতি বছরের শুরুতে এই ‘উন্নয়ন ফি’ অর্ধেক করে দেয় ভুটান সরকার। মনে করা হচ্ছে, নতুন সরকার এই ফি তুলে নিতে পারে।

ছবি: সংগৃহীত।

১৮ ১৮
photo of india bhutan

ঠিক এই কারণে ভুটানের নির্বাচন ভারতের কাছে গুরুত্বপূর্ণ। ভোটে জিতে কোন দল ক্ষমতায় আসে, তার উপর অনেকটাই নির্ভর করছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। আর সেই সম্পর্ক মজবুত হলে তবেই সীমান্তে শান্তি ফিরবে। চিনের বিরুদ্ধে প্রতিরোধ আরও মজবুত হবে।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy