Bengali actress tiyasa Lepcha posts a reel in social media that sparks up rumours of her pregnancy dgtl
Tiyasha Lepcha
সাত পাকে বাঁধা পড়ার আগেই ‘খুশির খবর’ টলিপাড়ায়! মা হতে চলেছেন কি তিয়াসা?
ইন্সটাগ্রামে ভিড় লেগেই থাকে তাঁর অনুরাগীদের। তবে সম্প্রতি তাঁর একটি পোস্ট চমকে দিয়েছে জনতাকে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪ ১৭:৪০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
টলিপাড়ার চেনা মুখ অভিনেত্রী তিয়াসা রায়। প্রথম ধারাবাহিক থেকেই বিশেষ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ইন্সটাগ্রামেও ভিড় লেগেই থাকে তাঁর অনুরাগীদের। তবে সম্প্রতি তাঁর একটি পোস্ট চমকে দিয়েছে জনতাকে।
০২১২
অভিনেত্রী তিয়াসা রায়কে শেষ দেখা গিয়েছিল স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে। সেই সিরিয়াল শেষ হয়েছে বেশ কয়েক মাস হল।
০৩১২
কিছু দিনের জন্য বিরতি নিচ্ছেন তিয়াসা। তবে টেলিভিশনের পর্দায় না থাকলেও চর্চায় তিনি ছিলেনই।
০৪১২
অভিনেতা সোহেলের সঙ্গে তিয়াসার প্রেমের সম্পর্কের গুঞ্জন ছিল। তবে কিছু দিন আগে নাকি বিচ্ছেদও হয়েছে দু’জনের।
০৫১২
তবে দু’জনের কেউই অবশ্য সে বিষয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি। তিয়াসা আর সোহেলের বিচ্ছেদ চর্চার মাঝেই নতুন করে খবরের শিরোনামে তিয়াসা। চারদিকে জোর গুঞ্জন, অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা!
০৬১২
অভিনেতা সুবান রায়ের সঙ্গে তিয়াসার বিবাহবিচ্ছেদ হয়েছে বহু দিন হল। কিছু দিন আগেই ‘দিদি নম্বর ওয়ান’-এ এসে তিয়াসা জানিয়েছিলেন, আগামী বছর বিয়ে করার পরিকল্পনা করেছেন তিনি।
০৭১২
কিন্তু কার গলায় মালা দেবেন অভিনেত্রী, সে বিষয়ে অবশ্য কিছু বলেননি তিনি। ঠিক তার আগেই নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে স্বাভাবিক ভাবেই ঘি পড়েছে আগুনে। কিন্তু সত্যিই কি তিয়াসা মা হতে চলেছেন?
০৮১২
বিষয়টি একেবারেই তা নয়। দিন কয়েক আগেই নীল ভট্টাচার্যের সঙ্গে তিয়াসা একটি রিল ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন।
০৯১২
সেখানে একটি হলুদ আনারকলি পরেছিলেন তিয়াসা। সেই ভিডিয়োয় পোশাকের আড়ালে যা স্ফীতোদর বলে মনে হয়েছে অনেকের, তা আসলে বাড়তি মেদ।
১০১২
তিয়াসা এমনিতেই দারুণ রকমের ফিটনেস সচেতন। শরীরচর্চার ছবি, ভিডিয়ো মাঝেমাঝে ইনস্টাগ্রামে পোস্টও করেন তিয়াসা। অনেক দিন হল অবশ্য শরীরচর্চার কোনও ছবি তিনি দেননি।
১১১২
শুধু পর্দা থেকে নয়, হয়তো জিম থেকে ছুটি নিয়েছেন কিছু দিন। ‘দাদাগিরি’তে এসে তিয়াসা জানিয়েছিলেন, তিনি প্রচণ্ড খেতে ভালবাসেন।
১২১২
ইদানীং নাকি কোনও ডায়েটও করছেন না তিয়াসা। যা ইচ্ছে করছে, খেয়ে নিচ্ছেন। অভিনেত্রীর পেটে হালকা মেদ জমার নেপথ্যে হয়তো সেই কারণগুলিই রয়েছে।