Belgian painter Anthony Van Dyck's painting covered with bird droppings sold in 24 crore rupees dgtl
Anthony Van Dyck's Painting
পাখির মলে ভর্তি নগ্ন মডেল! ভ্যান ডাইকের আঁকা ছবি নিলামে বিক্রি হল বিপুল দামে
বর্তমানে রটারডামের বজম্যানস ভ্যান বিউনিনজেন মিউজ়িয়ামে রাখা রয়েছে বেলজিয়ামের শিল্পী অ্যান্থনি ভ্যািন ডাইকের এই সৃষ্টি।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ ১৬:৩১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
একটি খামার বাড়ির পিছনে পুরনো জিনিসপত্রের সঙ্গে অযত্নে পড়েছিল একটি চিত্র। পাখির মলে চিত্রের কিছুটা অংশ ভরে গিয়েছিল। এই চিত্রের বাজারমূল্য ২৪ কোটি টাকা!
ছবি: সংগৃহীত
০২১৪
বর্তমানে রটারডামের বজম্যানস ভ্যান বিউনিনজেন মিউজ়িয়ামে রাখা রয়েছে এই চিত্রটি। সিএনএন সূত্রে খবর, এই চিত্রটি ১৬১৫ সাল থেকে ১৬১৮ সালের মাঝামাঝি সময়ে আঁকা হয়েছিল।
ছবি: সংগৃহীত
০৩১৪
বেলজিয়ামের বিখ্যাত শিল্পী অ্যান্থনি ভ্যা্ন ডাইক এই চিত্রটি এঁকেছিলেন বলে সিএনএন-এর তরফে জানানো হয়েছে।
ছবি: সংগৃহীত
০৪১৪
এক নগ্ন বৃদ্ধকে টুলের উপর বসে থাকার দৃশ্য রংতুলিতে ধরা হয়েছে এই ছবিতে।
প্রতীকী ছবি
০৫১৪
অ্যান্থনির হাতে আঁকা এই তৈলচিত্রের অন্য একটি নামও রয়েছে— ‘সেন্ট জেরোম’।
ছবি: সংগৃহীত
০৬১৪
যে বৃদ্ধকে চিত্রে দেখা যাচ্ছে, তা শিল্পীর কল্পনা নয়। জলজ্যান্ত মডেলকে ও ভাবে বসিয়ে রেখে ছবি এঁকেছিলেন ডাইক।
প্রতীকী ছবি
০৭১৪
যে মডেলের ছবি ডাইক এঁকেছেন, তাঁর সঙ্গে শুধুমাত্র এই চিত্রে নয়, আরও অনেক কাজ করেছেন তিনি।
প্রতীকী ছবি
০৮১৪
কোনও মডেলের ছবি কী ভাবে কাগজে ফুটিয়ে তোলা যায়, ডাইকের এই চিত্র তার অন্যতম উদাহরণ।
ছবি: সংগৃহীত
০৯১৪
খামারবাড়ির পিছন থেকে অ্যালবার্ট বি রবার্টস নামের এক ব্যক্তি ডাইকের আঁকা এই ছবিটি খুব কম দামে কিনেছিলেন।
ছবি: সংগৃহীত
১০১৪
অ্যালবার্টের দাবি, তিনি মাঝেমধ্যেই এই ধরনের পুরনো চিত্র সংগ্রহ করেন। তাঁর মন্তব্য, যত্নের অভাব থেকে হারিয়ে যাওয়া চিত্রগুলির অনাথ আশ্রম হল তাঁর সংগ্রহশালা।
ছবি: সংগৃহীত
১১১৪
মাত্র ৬০০ ডলার বা ভারতীয় মুদ্রায় ৪৯ হাজার টাকা দিয়ে ডাইকের আঁকা এই ছবিটি কেনেন অ্যালবার্ট।
ছবি: সংগৃহীত
১২১৪
সুজ়ান জে বার্নেস নামে এক ইতিহাসবিদ এই আঁকাটি শনাক্ত করেন। ডাইকের এই চিত্রটিতে পাখির মল লেগে থাকলেও তা ভাল ভাবে সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন সুজ়ান।
ছবি: সংগৃহীত
১৩১৪
২৬ জানুয়ারি ডাইকের এই চিত্রটি নিলামে ২৪ কোটি টাকায় বিক্রি করা হয়েছে।
প্রতীকী ছবি
১৪১৪
নিলামঘরের তরফে জানানো হয়েছে যে, ডাইকের এই আঁকায় মানবদেহের গঠন স্পষ্টভাবে লক্ষ করা যায়। আঁকা নিয়ে পড়াশোনার জন্যেও ডাইকের এই সৃষ্টি নিয়ে আলোচনা করা হয়।