তবে বিগ বি কেন এ রকম হুমকি দিয়েছিলেন? কানাঘুষোয় শোনা গিয়েছিল, এই সিনেমার একটি গান নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন না গোবিন্দ।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ১৬:৫২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৮
বলিউডের দুই মহারথী অমিতাভ বচ্চন এবং গোবিন্দ। একাধিক সিনেমায় এক সঙ্গে অভিনয়ও করতে দেখা গিয়েছে।
০২১৮
১৯৬৯ সাল থেকে অভিনয় জগতে পা রাখার পর থেকে কখনও থেমে থাকেননি ‘বিগ বি’।
০৩১৮
৭৯ বছর বয়সে এসেও তাঁর ঝুলিতে রয়েছে একাধিক সিনেমা। এমনকি তাঁর শেষ সিনেমা ‘ঝুন্ড’ও দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে।
০৪১৮
গোবিন্দ বলিউডে পা রাখেন ১৯৮৬ সালে। প্রথম সিনেমা ‘লভ ৮৬’। তবে খুব শীঘ্রই অভিনেতা হিসেবে নিজের জাত চিনিয়ে অন্যতম সেরা নায়কের তকমা পান তিনি।
০৫১৮
১৯৯০ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত খ্যাতির শিখরে ছিলেন গোবিন্দ। এর পর থেকেই ধীরে ধীরে ছন্দপতন হতে শুরু করে তাঁর। তবে নিন্দকেরা এর জন্য তাঁর দম্ভকেই দায়ী করেন।
০৬১৮
তবের খ্যাতির শিখরে থাকাকালীন ১৯৯৮ সালে এক সঙ্গে একটি সিনেমা করেন গোবিন্দ এবং অমিতাভ। বক্স অফিসে চরম সাফল্য পাওয়া এই সিনেমার নাম ‘বড়ে মিঞা ছোটে মিঞা’।
০৭১৮
জানেন কি এই সিনেমা করতে গিয়ে বিপদের মুখে পড়তে হয়েছিল পুরো সিনেমার দলকে। প্রায় বাতিল হতে বসেছিল শুটিং।
০৮১৮
তা-ও আবার যে সে কারণে নয়। স্বয়ং বিগ বি এবং গোবিন্দ-র সঙ্ঘাতে বন্ধ হতে বসেছিল এই সিনেমাটি।
০৯১৮
শ্যুটিং চলাকালীন গোবিন্দ এক সময় বিশ্রাম নিচ্ছিলেন। তখন হঠাৎই গোবিন্দর কাছে আসেন অমিতাভ।
১০১৮
গোবিন্দর কাছে এসে ‘বিগ বি’ বলেন, সিনেমাটি যদি বক্স অফিসে সফল না হয়, তা হলে তিনি গোবিন্দকে ছেড়ে কথা বলবেন না। এমনকি সিনেমা হিট না হলে গোবিন্দকে চড় মারার হুমকিও দেন অমিতাভ।
১১১৮
এই কথা শুনে যথেষ্ট ঘাবড়ে যান গোবিন্দ। এর পরই সিনেমার শ্যুটিং বাতিল করে দেন গোবিন্দ।
১২১৮
অনেক পরে এক সাক্ষাৎকারে গোবিন্দ এই ঘটনা জানিয়েছিলেন।
১৩১৮
তবে বিগ বি কেন এ রকম হুমকি দিয়েছিলেন? কানাঘুষোয় শোনা গিয়েছিল, এই সিনেমার একটি গান নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন না গোবিন্দ।
১৪১৮
গোবিন্দ মনে করেছিলেন এই গান বাজারে চলবে না। সেই কারণেই তিনি এই গানের শ্যুটিঙে গড়িমসি করছিলেন।
১৫১৮
আর তাতেই বেজায় চটে যান অমিতাভ। সোজা হুমকি দিয়ে বসেন গোবিন্দকে।
১৬১৮
এর পর পরিচালক ডেভিড ধবনের মধ্যস্থতায় বিষয়টির নিষ্পত্তি হয় এবং নতুন করে শ্যুটিং চালু করা হয়।
১৭১৮
বিগ বি এবং গোবিন্দ ছাড়াও, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’-তে রবিনা টন্ডন, রামিয়া কৃষ্ণন, অনুপম খের, শরৎ সাক্সেনা, সতীশ কৌশিক এবং পরেশ রাওয়ালের মতো অভিনেতারা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।
১৮১৮
‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবির একটি বিশেষ দৃশ্যে দেখা গিয়েছিল মাধুরী দীক্ষিতকেও।