Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Richard Lugnar

কিমের সঙ্গে কোটি টাকার ডেট, ৪৯ বছরের ছোট বান্ধবীকে বিয়ের পরেই মারা গেলেন অস্ট্রিয়ার ধনকুবের

লুগনার চর্চিত ছিলেন তাঁর জীবনযাত্রা ও তারকা বন্ধুবান্ধবদের জন্য। কিম কার্দাশিয়ান এবং পামেলা অ্যান্ডারসনের পাশাপাশি জোয়ান কলিন্স, জেন ফন্ডা, প্যারিস হিল্টনকে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁর সঙ্গে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৪ ১২:১২
Share: Save:
০১ ২৩
Austrian billionaire Richard lugner who married six times dies at the age of 91, just 2 months after last marriage

কিম কার্দাশিয়ানকে ডেট করা থেকে এক জীবনে ছ’টি বিয়ে! অস্ট্রিয়ার ধনকুবের রিচার্ড লুগনার বিলাসবহুল ও বর্ণময় জীবনের ইতি ঘটল তার শেষ বিয়ের মাত্র দু’মাসের মধ্যেই। ৯১ বছরের এই সফল ব্যবসায়ী সোমবার ভিয়েনায় তাঁর প্রাসাদোপম ভিলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

০২ ২৩
Austrian billionaire Richard lugner who married six times dies at the age of 91, just 2 months after last marriage

৪২ বছর বয়সি সিমোন রেল্যান্ডারকে গত ১ জুন রিচার্ড লুগনার ভিয়েনা সিটি হলে ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধব এবং পরিবারকে সঙ্গে নিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই অন্তরঙ্গ অনুষ্ঠানে লুগনার ঘোষণা করেছিলেন যে, এটিই তাঁর শেষ বিয়ে।

০৩ ২৩
Austrian billionaire Richard lugner who married six times dies at the age of 91, just 2 months after last marriage

সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, লুগনার সাম্প্রতিক কালে একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং তার অস্ত্রোপচারও হয়েছিল। কিন্তু স্বাস্থ্যের কারণে তাঁকে দমিয়ে রাখা যায়নি।

০৪ ২৩
Austrian billionaire Richard lugner who married six times dies at the age of 91, just 2 months after last marriage

লুগনার চর্চিত ছিলেন তাঁর জীবনযাত্রা ও তারকা বন্ধুবান্ধবদের জন্য। কে ছিলেন না সেই তালিকায়! কিম কার্দাশিয়ান, পামেলা অ্যান্ডারসনের পাশাপাশি জোয়ান কলিন্স, জেন ফন্ডা, প্যারিস হিল্টনকে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁর সঙ্গে।

০৫ ২৩
Austrian billionaire Richard lugner who married six times dies at the age of 91, just 2 months after last marriage

লুগনার ছিলেন একজন সফল অস্ট্রিয়ান ব্যবসায়ী যিনি রিয়্যাল এস্টেট ব্যবসায়ে নিজের ভাগ্য গড়ে তুলেছিলেন। গড়ে উঠেছিল লুগনার সাম্রাজ্য।

০৬ ২৩
Austrian billionaire Richard lugner who married six times dies at the age of 91, just 2 months after last marriage

১৯৭৫ সালে লুগনার তাঁর প্রথম বড় প্রকল্প অস্ট্রিয়ার প্রথম এবং বৃহত্তম মসজিদ ‘ভিয়েনা ইসলামিক সেন্টার’ নির্মাণের কাজে হাত দেন।

০৭ ২৩
Austrian billionaire Richard lugner who married six times dies at the age of 91, just 2 months after last marriage

আইনি বাধা পেরিয়ে ১৯৭৭ সালের ১ জুলাই নির্মাণকাজ শুরু করেন লুগনার। ১৯৭৯ সালের ২০ নভেম্বর কাজ শেষ হয়। অস্ট্রিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মসজিদটির উদ্বোধন করেন।

০৮ ২৩
Austrian billionaire Richard lugner who married six times dies at the age of 91, just 2 months after last marriage

তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি লুগনারকে। তাঁর সবচেয়ে দামি সম্পত্তির মধ্যে একটি হল ভিয়েনার ‘আইকনিক লুগনার সিটি শপিং সেন্টার’। ১৯৯০ সালে তিনি এটি তৈরি করেছিলেন।

০৯ ২৩
Austrian billionaire Richard lugner who married six times dies at the age of 91, just 2 months after last marriage

১৯৩২ সালে ভিয়েনায় জন্মগ্রহণ করা লুগনার ষাটের দশকে ছোট আকারের প্রকল্পগুলিতে মনোনিবেশ করে নির্মাণ ব্যবসায় দ্রুত নিজের একটি জায়গা তৈরি করতে সমর্থ হন বলে সংবাদ সংস্থা জানিয়েছে।

১০ ২৩
Austrian billionaire Richard lugner who married six times dies at the age of 91, just 2 months after last marriage

গত ফেব্রুয়ারিতেও ভিয়েনা অপেরায় এলভিস প্রিসলির প্রাক্তন স্ত্রী প্রিসিলা প্রিসলির সঙ্গে বল নাচে অংশ নিতে দেখা গিয়েছিল তাঁকে।

১১ ২৩
Austrian billionaire Richard lugner who married six times dies at the age of 91, just 2 months after last marriage

লুগনার, যাঁকে ‘মিঃ কনক্রিট’ বলে ডাকা হত, তিনি কিম কার্দাশিয়ান, গেরি হ্যালিওয়েল এবং প্যারিস হিল্টনের মতো তারকাদের ‘অপেরা বল’-এ তাঁর বাহুলগ্না হয়ে থাকার জন্য কয়েক কোটি টাকা দিতেন বলে দাবি করা হয়।

১২ ২৩
Austrian billionaire Richard lugner who married six times dies at the age of 91, just 2 months after last marriage

লুগনার ১৯৯২ সাল থেকে বিখ্যাত ভিয়েনা ‘অপেরা বল’-এ বিশ্বের তাবড় তারকাদের আমন্ত্রণ করে সংবাদের শিরোনামে থেকেছেন বরাবর। ৯২ বছর বয়সি এই ধনকুবের ভিয়েনার তারকাসমাজের একটি অবিচ্ছেদ্য অংশ ছিলেন।

১৩ ২৩
Austrian billionaire Richard lugner who married six times dies at the age of 91, just 2 months after last marriage

বিভিন্ন সংবাদপত্রের তথ্য বলছে, ২০১৩ সালে রিচার্ড লুগনারের সঙ্গে ‘ভিয়েনা বল’-এ কিম কার্দাশিয়ান যোগ গিয়েছিলেন পাঁচ লক্ষ আমেরিকান ডলারের বিনিময়ে।

১৪ ২৩
Austrian billionaire Richard lugner who married six times dies at the age of 91, just 2 months after last marriage

যদিও এই ব্যবসায়ী তাঁর অতিথিদের কত সম্মাননা দিয়েছিলেন সে বিষয়ে প্রকাশ্যে কোনও দিনই কিছু বলেননি। প্রতি বছর কমপক্ষে এক জন তারকাকে বল-এ আমন্ত্রণ জানিয়ে তাঁর নিজের ব্র্যান্ডের প্রচারের সুযোগটি কাজে লাগাতেন বলে জানিয়েছে সে দেশের সংবাদমাধ্যম।

১৫ ২৩
Austrian billionaire Richard lugner who married six times dies at the age of 91, just 2 months after last marriage

লুগনার তাঁর দীর্ঘ জীবনে ছ’বার বিয়ে করেছিলেন। কিন্তু প্রতি বারই অশান্ত প্রেমের কারণে সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। তাঁর বিবাহিত জীবনের উত্থান-পতনের খবর নিয়মিত প্রকাশিত হত, কারণ তিনি নিজের সম্পর্কে মুখ খুলতে বরাবরই আগ্রহী ছিলেন।

১৬ ২৩
Austrian billionaire Richard lugner who married six times dies at the age of 91, just 2 months after last marriage

১৯৬১ সালে লুগনার ক্রিস্টিন জিমিনারকে বিয়ে করেন। ১৯৭৮ সাল পর্যন্ত সেই বিয়ে টিকেছিল। এর পর তিনি ১৯৭৯ সালে কর্নেলিয়া লাফার্সওয়েলারকে বিয়ে করেন। কিন্তু চার বছর পর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

১৭ ২৩
Austrian billionaire Richard lugner who married six times dies at the age of 91, just 2 months after last marriage

দ্বিতীয় বিবাহবিচ্ছেদের ঠিক এক বছর পর সুজান ডিট্রিচের সঙ্গে তাঁর বিয়ে হয়। ১৯৮৯ সালে এই দম্পতি আলাদা হয়ে যান। লুগনার তার চতুর্থ স্ত্রী ক্রিস্টিনা লুগনারের সঙ্গে ১৯৯০-২০০৭ পর্যন্ত ১৭ বছর সংসার করেন।

১৮ ২৩
Austrian billionaire Richard lugner who married six times dies at the age of 91, just 2 months after last marriage

২০১৪ সালে তিনি পঞ্চম বার গাঁটছড়া বাঁধেন ক্যাথি শ্মিটজের সঙ্গে। লুগনার ও ক্যাথি শ্মিটজের বয়সের পার্থক্য ছিল ৫৭ বছর। এই দম্পতি ৮০৯ দিন পরে, অর্থাৎ ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ করেছিলেন।

১৯ ২৩
Austrian billionaire Richard lugner who married six times dies at the age of 91, just 2 months after last marriage

ধনকুবের ২০২১ সালে সিমোন রেল্যান্ডারের সঙ্গে তাঁর সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন। মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

২০ ২৩
Austrian billionaire Richard lugner who married six times dies at the age of 91, just 2 months after last marriage

স্বামীর মৃত্যুর বেশ কিছু দিন পর নীরবতা ভাঙেন সিমোন। ৪২ বছরের সিমোন তাঁর চেয়ে ৪৯ বছরের বড় প্রয়াত স্বামীকে ‘জীবনের স্বপ্ন’ বলে সমাজমাধ্যমে উল্লেখ করে তাঁর স্মৃতিচারণা করেছেন।

২১ ২৩
Austrian billionaire Richard lugner who married six times dies at the age of 91, just 2 months after last marriage

সদ্য স্বামীহারা সিমোন ইনস্টাগ্রামে তাঁর শোকবার্তার সঙ্গে রিচার্ডের একটি ছবিও ভাগ করে নিয়েছেন। এর আগে তাঁদের বিয়ের পোশাকে বেশ কয়েকটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন সিমোন।

২২ ২৩
Austrian billionaire Richard lugner who married six times dies at the age of 91, just 2 months after last marriage

লুগনার চার সন্তানের পিতা। এঁদের মধ্যে আলেকজ়ান্ডার এবং আন্দ্রেয়াস হলেন রিচার্ড এবং ক্রিস্টিনের সন্তান। নাদিন জেনিন এক অভিনেত্রীর সন্তান। সেই অভিনেত্রীকে অবশ্য তিনি বিয়ে করেননি। আর জ্যাকলিন লুগনার তাঁর চতুর্থ স্ত্রীর সন্তান।

২৩ ২৩
Austrian billionaire Richard lugner who married six times dies at the age of 91, just 2 months after last marriage

অস্ট্রিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে দু’বার প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন রিচার্ড লুগনার।

— সংগৃহীত ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy