Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
Ricky Ponting

১৭১ কোটি টাকায় নতুন বাড়ি কিনলেন রিকি পন্টিং! প্রাক্তন অজি অধিনায়কের সম্পত্তি কত?

নতুন বাড়ি কিনলেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। এই বিলাসবহুল বাড়িতে রয়েছে এলাহি ব্যবস্থা। সেই বাড়ি নিয়েই চর্চা শুরু হয়েছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ০৮:০৮
Share: Save:
০১ ১৫
photo of Ricky Ponting

একটা সময় বাইশ গজ কাঁপিয়েছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেটের অন্যতম সফল মুখ তিনি। শুধু অস্ট্রেলিয়া নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও বাজিমাত করেছেন এই ব্যাটার। অস্ট্রেলিয়া ক্রিকেটের সুসময়ের অধিনায়ক ছিলেন। রিকি পন্টিং। সম্প্রতি বিলাসবহুল বাড়ি কিনেছেন এই অজি তারকা।

ছবি সংগৃহীত।

০২ ১৫
photo of Ricky Ponting's house

পন্টিংয়ের সেই বাড়ি নিয়েই চর্চা শুরু হয়েছে। ঝাঁ চকচকে সেই বাড়ির কিছু ছবিও প্রকাশ্যে এসেছে। যা দেখে মজেছেন তাঁর ভক্তরা।

ছবি সংগৃহীত।

০৩ ১৫
photo of Ricky Ponting's house

মেলবোর্নের টুরাক এলাকায় ওই বিলাসবহুল বাড়িটি কিনেছেন পন্টিং। ১৪০০ বর্গমিটারের থেকেও বড় ক্রিকেট তারকার এই নতুন বাড়ি।

ছবি সংগৃহীত।

০৪ ১৫
photo of Ricky Ponting's house

বাড়িটিকে প্রাসাদ বললেও ভুল হবে না। পন্টিংয়ের এই নতুন আস্তানায় রয়েছে ৬টি বেডরুম। সবটাই সাজানো-গোছানো।

ছবি সংগৃহীত।

০৫ ১৫
photo of Ricky Ponting's house

বড় জায়গা জুড়ে রয়েছে বসার ঘর। বাড়ির বাইরেও লিভিং রুমের ব্যবস্থা করা হয়েছে।

ছবি সংগৃহীত।

০৬ ১৫
photo of Ricky Ponting's house

পন্টিংয়ের রান্নাঘরও যত্ন করে সাজানো। আধুনিক রান্নাঘরে যা যা থাকে, তার সবটাই রয়েছে সেখানে।

ছবি সংগৃহীত।

০৭ ১৫
photo of Ricky Ponting's house

বাড়ির বাইরে সাজানো বাগান। আছে সুইমিং পুলও। সবুজের মধ্যে পন্টিংয়ের এই নতুন বাড়ি বেশ নজরকাড়া।

ছবি সংগৃহীত।

০৮ ১৫
photo of Ricky Ponting's house

যে জায়গায় পন্টিং বাড়িটি কিনেছেন, সেটি অত্যন্ত অভিজাত এলাকা। ফলে সেখানে ঘরবাড়ির দামও চড়া। পন্টিংয়ের এই নতুন বাড়ির দামও নেহাত কম নয়!

ছবি সংগৃহীত।

০৯ ১৫
photo of Ricky Ponting

শোনা যাচ্ছে, পন্টিং যে বাড়িটি কিনেছেন, সেটির দাম ১৫৬ কোটি থেকে ১৬৫ কোটি টাকার মধ্যে। তবে জানা গিয়েছে, বাড়িটি ২০.৭৫ মিলিয়ন ডলারে কিনেছেন রিকি। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ১৭১ কোটি টাকা।

ছবি সংগৃহীত।

১০ ১৫
photo of Ricky Ponting

পন্টিংয়ের সম্পত্তির পরিমাণও অনেক। ফলে সেই নিরিখে তাঁর এত দামি বাড়ি থাকাটাই স্বাভাবিক। সংবাদমাধ্যমে খবর, পন্টিংয়ের মোট সম্পত্তির পরিমাণ ৯৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৭৮৪ কোটি টাকা।

ছবি সংগৃহীত।

১১ ১৫
photo of Ricky Ponting

মেলবোর্নের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পন্টিংয়ের সম্পত্তি। অস্ট্রেলিয়া ছাড়াও ইংল্যান্ডেও বিলাসবহুল বাড়ি রয়েছে পন্টিংয়ের।

ছবি সংগৃহীত।

১২ ১৫
photo of Ricky Ponting's house

ইংল্যান্ডের ব্রাইটন এলাকায় আরও একটি দামি বাড়ি রয়েছে পন্টিংয়ের। শোনা যায়, এক দশক আগে ওই বাড়িটি কিনেছিলেন প্রাক্তন অজি অধিনায়ক।

ছবি সংগৃহীত।

১৩ ১৫
photo of Ricky Ponting

ওই বাড়িটির দামও অনেক। শোনা যাচ্ছে, ২০১৩ সালে ৭৫ কোটি টাকায় ইংল্যান্ডে ওই বাড়িটি কিনেছিলেন পন্টিং।

ছবি সংগৃহীত।

১৪ ১৫
photo of Ricky Ponting

অস্ট্রেলিয়ায় পোর্টসি এলাকাতেও বিলাসবহুল বাড়ি রয়েছে পন্টিংয়ের। ওই বাড়িটিতে রয়েছে ৪টি বেডরুম। রয়েছে ৩টি বাথরুম।

ছবি সংগৃহীত।

১৫ ১৫
photo of Ricky Ponting

২০১৯ সালে ওই বাড়িটি কিনেছিলেন পন্টিং। যার দাম ৩.৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ২৮ কোটি টাকা।

ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy