Australia cricket legend Ricky Ponting buys luxurious mansion dgtl
Ricky Ponting
১৭১ কোটি টাকায় নতুন বাড়ি কিনলেন রিকি পন্টিং! প্রাক্তন অজি অধিনায়কের সম্পত্তি কত?
নতুন বাড়ি কিনলেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। এই বিলাসবহুল বাড়িতে রয়েছে এলাহি ব্যবস্থা। সেই বাড়ি নিয়েই চর্চা শুরু হয়েছে।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ০৮:০৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
একটা সময় বাইশ গজ কাঁপিয়েছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেটের অন্যতম সফল মুখ তিনি। শুধু অস্ট্রেলিয়া নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও বাজিমাত করেছেন এই ব্যাটার। অস্ট্রেলিয়া ক্রিকেটের সুসময়ের অধিনায়ক ছিলেন। রিকি পন্টিং। সম্প্রতি বিলাসবহুল বাড়ি কিনেছেন এই অজি তারকা।
ছবি সংগৃহীত।
০২১৫
পন্টিংয়ের সেই বাড়ি নিয়েই চর্চা শুরু হয়েছে। ঝাঁ চকচকে সেই বাড়ির কিছু ছবিও প্রকাশ্যে এসেছে। যা দেখে মজেছেন তাঁর ভক্তরা।
ছবি সংগৃহীত।
০৩১৫
মেলবোর্নের টুরাক এলাকায় ওই বিলাসবহুল বাড়িটি কিনেছেন পন্টিং। ১৪০০ বর্গমিটারের থেকেও বড় ক্রিকেট তারকার এই নতুন বাড়ি।
ছবি সংগৃহীত।
০৪১৫
বাড়িটিকে প্রাসাদ বললেও ভুল হবে না। পন্টিংয়ের এই নতুন আস্তানায় রয়েছে ৬টি বেডরুম। সবটাই সাজানো-গোছানো।
ছবি সংগৃহীত।
০৫১৫
বড় জায়গা জুড়ে রয়েছে বসার ঘর। বাড়ির বাইরেও লিভিং রুমের ব্যবস্থা করা হয়েছে।
ছবি সংগৃহীত।
০৬১৫
পন্টিংয়ের রান্নাঘরও যত্ন করে সাজানো। আধুনিক রান্নাঘরে যা যা থাকে, তার সবটাই রয়েছে সেখানে।
ছবি সংগৃহীত।
০৭১৫
বাড়ির বাইরে সাজানো বাগান। আছে সুইমিং পুলও। সবুজের মধ্যে পন্টিংয়ের এই নতুন বাড়ি বেশ নজরকাড়া।
ছবি সংগৃহীত।
০৮১৫
যে জায়গায় পন্টিং বাড়িটি কিনেছেন, সেটি অত্যন্ত অভিজাত এলাকা। ফলে সেখানে ঘরবাড়ির দামও চড়া। পন্টিংয়ের এই নতুন বাড়ির দামও নেহাত কম নয়!
ছবি সংগৃহীত।
০৯১৫
শোনা যাচ্ছে, পন্টিং যে বাড়িটি কিনেছেন, সেটির দাম ১৫৬ কোটি থেকে ১৬৫ কোটি টাকার মধ্যে। তবে জানা গিয়েছে, বাড়িটি ২০.৭৫ মিলিয়ন ডলারে কিনেছেন রিকি। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ১৭১ কোটি টাকা।
ছবি সংগৃহীত।
১০১৫
পন্টিংয়ের সম্পত্তির পরিমাণও অনেক। ফলে সেই নিরিখে তাঁর এত দামি বাড়ি থাকাটাই স্বাভাবিক। সংবাদমাধ্যমে খবর, পন্টিংয়ের মোট সম্পত্তির পরিমাণ ৯৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৭৮৪ কোটি টাকা।
ছবি সংগৃহীত।
১১১৫
মেলবোর্নের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পন্টিংয়ের সম্পত্তি। অস্ট্রেলিয়া ছাড়াও ইংল্যান্ডেও বিলাসবহুল বাড়ি রয়েছে পন্টিংয়ের।
ছবি সংগৃহীত।
১২১৫
ইংল্যান্ডের ব্রাইটন এলাকায় আরও একটি দামি বাড়ি রয়েছে পন্টিংয়ের। শোনা যায়, এক দশক আগে ওই বাড়িটি কিনেছিলেন প্রাক্তন অজি অধিনায়ক।
ছবি সংগৃহীত।
১৩১৫
ওই বাড়িটির দামও অনেক। শোনা যাচ্ছে, ২০১৩ সালে ৭৫ কোটি টাকায় ইংল্যান্ডে ওই বাড়িটি কিনেছিলেন পন্টিং।