সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের বিচ্ছেদ। তার পর পাক অভিনেত্রী সানা জাভেদকে শোয়েবের বিয়ে। এক জ্যোতিষী তিন জনেরই ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪ ১৫:১৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
সানিয়া মির্জার বিচ্ছেদের কথা জানা গিয়েছিল আগেই? এক জোত্যিষী নাকি ২০২২ সালেই সানিয়া মির্জার-শোয়েব মালিকের বিচ্ছেদের ভবিষ্যদ্বাণী করেন।
০২১৪
এবার তিনিই মন্তব্য করলেন সানিয়া এবং শোয়েবের আগামী জীবন নিয়ে। কেমন কাটবে সানা জাভেদের বৈবাহিক সম্পর্ক? জানালেন তাও।
০৩১৪
সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের বিচ্ছেদ। তার পর পাক অভিনেত্রী সানা জাভেদকে শোয়েবের বিয়ে।
০৪১৪
এই ঘটনায় তিন জনকে নিয়ে নানা রকম জল্পনা দুই দেশে। এক জ্যোতিষী তিন জনেরই ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন।
০৫১৪
জ্যোতিষী জগন্নাথ গুরুজি বলেন যে, বিচ্ছেদ হলেও সানিয়ার জীবনে আগামী দিনে ইতিবাচক ঘটনাই ঘটবে।
০৬১৪
বিচ্ছেদের পর সানিয়ার ভবিষ্যৎ উজ্জ্বল বলেই জানিয়েছেন তিনি। দু’-তিন বছর পর সানিয়া আবার কোনও সম্পর্কে জড়াতে পারেন বলেও জানিয়েছেন জগন্নাথ।
০৭১৪
তবে সানিয়া আবার বিয়ে করবেন কি না তা স্পষ্ট করে বলেননি তিনি।
০৮১৪
অন্য দিকে, শোয়েবের ক্রিকেট জীবনে খুব বেশি উন্নতি দেখছেন না জগন্নাথ। তবে সানা আরও অনেক কাজ পাবেন বলে ভবিষৎবাণী করেছেন তিনি।
০৯১৪
যদিও শোয়েব এবং সানার সম্পর্কে আগামী কয়েক বছরে বেশ কিছু জটিলতা থাকবে বলেও জানিয়েছেন সেই জ্যোতিষী।
১০১৪
সানিয়া এবং শোয়েবের যে বিচ্ছেদ হতে চলেছে তা এক বছর আগেই জানতেন এই জ্যোতিষী। সম্পর্কের মাঝে কোনও তৃতীয় ব্যক্তি আসবে বলেও জানিয়েছিলেন তিনি।
১১১৪
পাকিস্তানের ক্রিকেটার শোয়েব সমাজমাধ্যমে পোস্ট করে ঘোষণা করেন তাঁর এবং সানা জাভেদের বিয়ের কথা।
১২১৪
এর পরেই সানিয়া এবং শোয়েবের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সানিয়ার পরিবারের তরফে জানানো হয় যে, কয়েক মাস আগেই তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে।
১৩১৪
এমনটা যে হবে তা ২০২২ সালে বলে দিয়েছিলেন জগন্নাথ। সানিয়া এবং শোয়েবের বিচ্ছেদের কথা জানিয়েছিলেন তিনিই।
১৪১৪
২০২২ সালে জগন্নাথ যখন তৃতীয় ব্যক্তির কথা বলেছিলেন, তখন সকলে আয়েশা ওমরের সঙ্গে শোয়েবের সম্পর্ক নিয়ে আলোচনা করছিলেন। শেষ পর্যন্ত সানিয়া এবং শোয়েবের বিচ্ছেদ হয় এক তৃতীয় ব্যক্তির কারণেই। তবে তিনি আয়েশা নন, সানা।