৭৫তম স্বাধীনতা দিবসের উদ্যাপন পর্ব চলছে ভারত জুড়ে। সকাল থেকেই স্কুলে স্কুলে, নানা মহল্লায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে চলছে হরেক অনুষ্ঠানও। এ দেশের পাশাপাশি সমান উৎসাহে স্বাধীনতা দিবস পালন করছে বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশও। ঘটনাচক্রে, ভারতের মতো সে দেশগুলিরও স্বাধীনতা দিবস ১৫ অগস্ট!