তৃণমূলের জেলা সভাপতি তিনি। কিন্তু অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর নামে জানে রাজ্যবাসী। তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসা ইস্তক বার বার কেষ্টর নাম শোনা গিয়েছে। সবই তাঁর গরমাগরম মন্তব্যের জন্য। কখনও পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি দিয়েছেন পাঁচনের। কখনও তাঁর ‘চড়াম, চড়াম’ মন্তব্যে হুমকি দেখেছে বিরোধীরা। কিন্তু সেই ‘হেভিওয়েট’ কেষ্ট এখন কষ্টে আছেন। গত কয়েক মাসে হুড়মুড় করে ওজন কমেছে তাঁর। বার বার স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে জামিন চেয়েছেন তিনি। কিন্তু প্রতি বারই তা নাকচ হয়েছে। ঠিক কী কী অসুখ আছে কেষ্টর?
গত বছরের অগস্ট মাসে গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। তার আগে বেশ কয়েক বার তাঁকে তলব করেছে। কখনও ২০২১ সালের ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় তো কখনও দুর্নীতিকাণ্ডে তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন তিনি। তবে তার মধ্যে একাধিক বার হাজিরা এড়িয়েছেন স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে। কখনও আবার হাজিরার দিন বীরভূম থেকে কলকাতা এসেছেন শাসকদলের জেলা সভাপতি। কিন্তু সিজিও কমপ্লেক্স বা নিজাম প্যালেসে নয়, নিউটাউনের ফ্ল্যাট থেকে তাঁর গাড়ি গিয়ে ঠেকেছে এসএসকেএম হাসপাতালের গেটে।