Anoushka Sunak the daughter of British Prime Minister Rishi Sunak performs Kuchipudi in London dgtl
Anoushka Sunak
সুনক-কন্যার দুর্গাবন্দনা! কুচিপুড়ির মুদ্রায় লন্ডনের মঞ্চে উঠে এল এক টুকরো দক্ষিণ ভারত
ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনকের ছোট মেয়ে অনুষ্কা সুনক। ব্রিটেনের এক অনুষ্ঠানে সম্প্রতি ভারতীয় নাচে তাক লাগিয়ে দিয়েছে সে। তার নাচের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ১৬:৪১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
স্টেজের উপর সামনের সারিতে দাঁড়িয়ে গানের তালে তালে দিব্যি নাচছে ছোট্ট মেয়ে। পরনে শাড়ি, মাথায় জড়ানো সাদা ফুলের মালা। প্রথম দেখায় বোঝার উপায় নেই, এই খুদে নৃত্যশিল্পী ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর মেয়ে।
ছবি: সংগৃহীত।
০২১৭
কথা হচ্ছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনকের ছোট মেয়ে অনুষ্কা সুনককে নিয়ে। এক অনুষ্ঠানে সম্প্রতি ভারতীয় নাচে তাক লাগিয়ে দিয়েছে সে। তার নাচের ভিডিয়ো হু হু করে ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে।
ছবি: সংগৃহীত।
০৩১৭
লন্ডনের একটি অনুষ্ঠানে শুক্রবার নাচ করেছে ৯ বছরের অনুষ্কা। ব্রিটেনের রাজধানী শহরে অনুষ্ঠিত হচ্ছে ‘আন্তর্জাতিক কুচিপুড়ি নৃত্যানুষ্ঠান ২০২২’। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘রং’। সেখানেই অনুষ্কা অংশ নিয়েছে।
ছবি: সংগৃহীত।
০৪১৭
মাত্র ১৫ সেকেন্ডের ভিডিয়োয় দেখা গিয়েছে, মঞ্চে দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে নাচের এক-একটি মুদ্রা নিখুঁত দক্ষতায় ফুটিয়ে তুলেছে অনুষ্কা। তার পরনে ছিল আকাশি নীল আর সবুজ রঙের শাড়ি। আটপৌরে কায়দায় শাড়ি পরেছে সে। মাথায় বড় খোঁপা, জড়ানো সাদা ফুলের মালা।
ছবি: সংগৃহীত।
০৫১৭
যে গানের সঙ্গে অনুষ্কাকে নাচতে দেখা গিয়েছে, সেটি সংস্কৃত দুর্গা-বন্দনা। ‘দুর্গতিনাশিনী’-র বন্দনায় কুচিপুড়ি নৃত্যকলা ফুটিয়ে তুলেছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর মেয়ে।
ছবি: সংগৃহীত।
০৬১৭
অনুষ্কার বাবা ঋষি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন ২৫ অক্টোবর। তার আগে দীর্ঘ দিন মন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন পোড়খাওয়া এই রাজনীতিবিদ। ফলে ছোটবেলা থেকেই রাজনীতির আবহে বড় হয়ে উঠেছে অনুষ্কা।
ছবি: সংগৃহীত।
০৭১৭
অনুষ্কার মা অক্ষতা মূর্তি, ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির কন্যা। সুনক ব্রিটিশ নাগরিকত্বের অধিকারী হলেও অক্ষতা ভারতের নাগরিক। তাঁর জন্ম কর্নাটকের হুবলিতে। সেই সূত্রেই দক্ষিণ ভারতীয় নাচে পারদর্শী হয়ে উঠেছে ৯ বছরের অনুষ্কা।
ছবি: সংগৃহীত।
০৮১৭
শুক্রবার মেয়ের নাচ দেখতে উপস্থিত হয়েছিলেন অক্ষতাও। তাঁর সঙ্গে ছিলেন ঋষির বাবা-মা। ভারতীয় কায়দায় নাতনির নাচ দেখতে তাঁদের উৎসাহ কম ছিল না। তবে ব্যস্ততার কারণে অনুষ্কার নাচ দেখতে যেতে পারেননি প্রধানমন্ত্রী।
ছবি: সংগৃহীত।
০৯১৭
শুক্রবারের অনুষ্ঠানে অনুষ্কার মতোই অংশ নিয়েছিলেন প্রায় ১০০ জন নৃত্যশিল্পী। তাঁদের বয়স ৪ থেকে ৮৫। প্রায় সব বয়সের, সব প্রজন্মের শিল্পীকেই অনুষ্ঠানে দেখা গিয়েছিল। শুধু নৃত্যশিল্পী নয়, গানবাজনার নানা ক্ষেত্রে পারদর্শীরা অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক কুচিপুড়ি নৃত্যানুষ্ঠানে।
ছবি: সংগৃহীত।
১০১৭
শুক্রবার অনুষ্কার নাচে ফুটে উঠেছিল ভারতীয় সংস্কৃতি। লন্ডনের ‘দ্য ভবন’-এ যেন এক টুকরো দক্ষিণ ভারত তুলে নিয়ে গিয়েছিল ছোট্ট অনুষ্কা। এই বয়সে তার নাচের দক্ষতা দেখে অনেকেই মুগ্ধ। সমাজমাধ্যমেও তাকে প্রশংসায় ভরিয়ে দেওয়া হয়েছে।
ছবি: সংগৃহীত।
১১১৭
নৃত্যানুষ্ঠান শেষে সাংবাদিকদের ক্যামেরা ঘিরে ধরেছিল অনুষ্কাকে। ভারতীয় সংস্কৃতির প্রতি ঋণ স্বীকার করে নিয়েছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর মেয়ে।
ছবি: সংগৃহীত।
১২১৭
অনুষ্কা বলেছে, ‘‘আমি তো ভারত থেকেই এসেছি। ভারত এমন একটা জায়গা, যেখানে বাড়ি, পরিবার, সংস্কৃতি মিলেমিশে থাকে। আমি প্রতি বছর ভারতে যাই। ভারতে যেতে আমার খুব ভাল লাগে।’’
ছবি: সংগৃহীত।
১৩১৭
নাচই নেশা অনুষ্কার। একটি সাক্ষাৎকারে সে বলেছে, ‘‘আমি নাচতে ভালবাসি। কুচিপুড়ি নাচ আমার খুব ভাল লাগে। নাচের সময় যাবতীয় আশঙ্কা, ভয়, অস্বস্তি কেটে যায় এক নিমেষে। মঞ্চে উঠে নাচে আমি সবথেকে বেশি আনন্দ পাই।’’
ছবি: সংগৃহীত।
১৪১৭
ছোটবেলা থেকেই নাচতে ভালবাসে অনুষ্কা। কুচিপুড়ি নৃত্যকলায় সে বরাবর পারদর্শী। তার দিদি অর্থাৎ ঋষি সুনকের আর এক মেয়ে কৃষ্ণা সুনকের অবশ্য নাচের শখ নেই। ১১ বছরের কৃষ্ণাকে মাঝেমাঝে আইস স্কেটিং করতে দেখা যায়, সঙ্গে থাকেন বাবা ঋষি।
ছবি: সংগৃহীত।
১৫১৭
ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি। ভগবৎ গীতা ছুঁয়ে তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেছেন। ঋষির জন্ম সাউদাম্পটনে হলেও তাঁর স্ত্রী অক্ষতা কর্নাটকের মেয়ে।
ছবি: সংগৃহীত।
১৬১৭
অক্ষতার আয় জানলে চমকে উঠতে হয়। ২০২২ সালে ইনফোসিসের ডিভিডেন্ড বাবদ তিনি আয় করেছেন ১২৬.৬১ কোটি টাকা। সংস্থায় সুনক-পত্নীর ৩.৮৯ কোটি শেয়ার রয়েছে। সেপ্টেম্বরের শেষে পাওয়া নথি অনুযায়ী, ইনফোসিসে ০.৯৩ শতাংশ শেয়ার রয়েছে অক্ষতার কাছে।
ছবি: সংগৃহীত।
১৭১৭
অক্ষতা এবং তাঁর মেয়েরা নিয়মিত ভারতে আসেন। ব্রিটেনের ক্ষমতার শীর্ষে পৌঁছেও ভারতীয় শিকড় ভুলে যায়নি এই পরিবার।