Advertisement
০২ নভেম্বর ২০২৪
Serial Killer

যৌনতায় অক্ষম যুবক হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর সিরিয়াল কিলার! ৫২টি খুনের নেপথ্যে শুধুই অবসাদ

বাহান্নটি খুনের দায়ে দোষী সাব্যস্ত হলেও চিকালিতোর বিরুদ্ধে আরও কিছু খুনের অভিযোগ ছিল। তিনি নিজের মুখে ছাপ্পান্নটি খুনের কথা স্বীকারও করেছিলেন। তবে সব ক’টি ঘটনার সপক্ষে উপযুক্ত প্রমাণ মেলেনি।

সংবাদ সংস্থা
মস্কো শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৭:০১
Share: Save:
০১ ২২
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর টালমাটাল ইউরোপে নৃশংসতার কদর্য কাহিনি লিখেছিলেন আন্দ্রেই চিকালিতো। অন্তত বাহান্ন জন মহিলা ও শিশুকে খুন, যৌন নিগ্রহের দায়ে দোষী সাব্যস্ত হন তিনি। নৃশংস সিরিয়াল কিলার হিসাবে চিকালিতোর নাম ছড়িয়ে পড়ে বিশ্বের কোনায় কোনায়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর টালমাটাল ইউরোপে নৃশংসতার কদর্য কাহিনি লিখেছিলেন আন্দ্রেই চিকালিতো। অন্তত বাহান্ন জন মহিলা ও শিশুকে খুন, যৌন নিগ্রহের দায়ে দোষী সাব্যস্ত হন তিনি। নৃশংস সিরিয়াল কিলার হিসাবে চিকালিতোর নাম ছড়িয়ে পড়ে বিশ্বের কোনায় কোনায়।

০২ ২২
মোট বাহান্নটি খুনের দায়ে দোষী সাব্যস্ত হলেও চিকালিতোর বিরুদ্ধে আরও কিছু খুনের অভিযোগ ছিল। তিনি নিজের মুখে ছাপ্পান্নটি খুনের কথা স্বীকারও করেছিলেন। তবে সব ক’টি ঘটনার সপক্ষে উপযুক্ত প্রমাণ মেলেনি।

মোট বাহান্নটি খুনের দায়ে দোষী সাব্যস্ত হলেও চিকালিতোর বিরুদ্ধে আরও কিছু খুনের অভিযোগ ছিল। তিনি নিজের মুখে ছাপ্পান্নটি খুনের কথা স্বীকারও করেছিলেন। তবে সব ক’টি ঘটনার সপক্ষে উপযুক্ত প্রমাণ মেলেনি।

০৩ ২২
খুনের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় চিকালিতোকে। ১৯৯৪ সালের ফেব্রুয়ারি মাসে গুলি করে তাঁকে হত্যা করা হয়। বয়স হয়েছিল সাতান্ন বছর।

খুনের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় চিকালিতোকে। ১৯৯৪ সালের ফেব্রুয়ারি মাসে গুলি করে তাঁকে হত্যা করা হয়। বয়স হয়েছিল সাতান্ন বছর।

০৪ ২২
১৯৩৬ সালে তৎকালীন ইউক্রেনের একটি গ্রামে চিকালিতোর জন্ম। দেশে তখন দুর্ভিক্ষ চলছিল। চিকালিতোর জন্মের তিন বছরের মধ্যে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ক্ষুধা, দুর্ভিক্ষ আর যুদ্ধের বিভীষিকায় পদে পদে রক্তাক্ত হয়েছিল তাঁর ছেলেবেলা।

১৯৩৬ সালে তৎকালীন ইউক্রেনের একটি গ্রামে চিকালিতোর জন্ম। দেশে তখন দুর্ভিক্ষ চলছিল। চিকালিতোর জন্মের তিন বছরের মধ্যে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ক্ষুধা, দুর্ভিক্ষ আর যুদ্ধের বিভীষিকায় পদে পদে রক্তাক্ত হয়েছিল তাঁর ছেলেবেলা।

০৫ ২২
চিকালিতোর বাবাকে সোভিয়েত সেনার পক্ষে যুদ্ধে যোগ দিতে হয়েছিল। মায়ের সঙ্গে ছোট্ট একচালা কুঁড়েঘরে থাকতেন চিকালিতো। খিদের জ্বালায় এক সময় ঘাস পাতা খেয়েও থাকতে হয়েছে, জানিয়েছেন নিজেই। তাঁর দাবি অনুযায়ী, বারো বছর বয়সের আগে তিনি কখনও রুটি খেতে পাননি।

চিকালিতোর বাবাকে সোভিয়েত সেনার পক্ষে যুদ্ধে যোগ দিতে হয়েছিল। মায়ের সঙ্গে ছোট্ট একচালা কুঁড়েঘরে থাকতেন চিকালিতো। খিদের জ্বালায় এক সময় ঘাস পাতা খেয়েও থাকতে হয়েছে, জানিয়েছেন নিজেই। তাঁর দাবি অনুযায়ী, বারো বছর বয়সের আগে তিনি কখনও রুটি খেতে পাননি।

০৬ ২২
জানা যায়, ছোটবেলায় বিছানায় প্রস্রাব করে ফেলার বদভ্যাস ছিল চিকালিতোর। যত বার তিনি এই কাজ করেছেন, তত বার নির্মম ভাবে মারধর করেছেন মা।

জানা যায়, ছোটবেলায় বিছানায় প্রস্রাব করে ফেলার বদভ্যাস ছিল চিকালিতোর। যত বার তিনি এই কাজ করেছেন, তত বার নির্মম ভাবে মারধর করেছেন মা।

০৭ ২২
১৯৪৩ সালে চিকালিতোর মা এক শিশুকন্যার জন্ম দেন। তাঁর বাবা যুদ্ধের কারণে তাঁদের কাছে ছিলেন না। মনে করা হয়, কোনও মত্ত জার্মান সেনার দ্বারা ধর্ষিতা হয়েছিলেন চিকালিতোর মা। বিশ্বযুদ্ধের সেই উত্তাল সময়ে ইউক্রেনের ঘরে ঘরে মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণ এক প্রকার নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। মনোবিদদের মতে, চিকালিতোর চোখের সামনেই ধর্ষণ করা হয়েছিল তাঁর মাকে।

১৯৪৩ সালে চিকালিতোর মা এক শিশুকন্যার জন্ম দেন। তাঁর বাবা যুদ্ধের কারণে তাঁদের কাছে ছিলেন না। মনে করা হয়, কোনও মত্ত জার্মান সেনার দ্বারা ধর্ষিতা হয়েছিলেন চিকালিতোর মা। বিশ্বযুদ্ধের সেই উত্তাল সময়ে ইউক্রেনের ঘরে ঘরে মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণ এক প্রকার নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। মনোবিদদের মতে, চিকালিতোর চোখের সামনেই ধর্ষণ করা হয়েছিল তাঁর মাকে।

০৮ ২২
টালমাটাল সময়েও কিন্তু পড়াশোনায় আগ্রহ হারাননি চিকালিতো। তাঁর মেধার প্রশংসায় শিক্ষকরা ছিলেন পঞ্চমুখ। মাত্র চোদ্দো বছর বয়সে স্কুলের পত্রিকার সম্পাদক করা হয়েছিল চিকালিতোকে। এ ছাড়া কমিউনিস্ট পার্টির সঙ্গেও যুক্ত হয়েছিলেন তিনি।

টালমাটাল সময়েও কিন্তু পড়াশোনায় আগ্রহ হারাননি চিকালিতো। তাঁর মেধার প্রশংসায় শিক্ষকরা ছিলেন পঞ্চমুখ। মাত্র চোদ্দো বছর বয়সে স্কুলের পত্রিকার সম্পাদক করা হয়েছিল চিকালিতোকে। এ ছাড়া কমিউনিস্ট পার্টির সঙ্গেও যুক্ত হয়েছিলেন তিনি।

০৯ ২২
কৈশোর আর যৌবনের সন্ধিক্ষণে চিকালিতো আবিষ্কার করেন, তিনি যৌনতায় অক্ষম। সঙ্গীকে যৌনতৃপ্তি দেওয়ার ক্ষমতা তাঁর নেই। এই কারণেই তাঁর প্রেমের সম্পর্ক বেশি দিন টেকেনি।

কৈশোর আর যৌবনের সন্ধিক্ষণে চিকালিতো আবিষ্কার করেন, তিনি যৌনতায় অক্ষম। সঙ্গীকে যৌনতৃপ্তি দেওয়ার ক্ষমতা তাঁর নেই। এই কারণেই তাঁর প্রেমের সম্পর্ক বেশি দিন টেকেনি।

১০ ২২
দিন যত এগোয়, চিকালিতোর অক্ষমতার কথা জানাজানি হয়ে যায়। বন্ধুবৃত্তে এই নিয়ে তাঁকে ঠাট্টা-বিদ্রুপের মুখে পড়তে হয়েছে বার বার।

দিন যত এগোয়, চিকালিতোর অক্ষমতার কথা জানাজানি হয়ে যায়। বন্ধুবৃত্তে এই নিয়ে তাঁকে ঠাট্টা-বিদ্রুপের মুখে পড়তে হয়েছে বার বার।

১১ ২২
চরম লজ্জায় এক সময় আত্মহত্যা করতে চেয়েছিলেন চিকালিতো। সে চেষ্টা ব্যর্থ হয়। তার পর বাড়ি ছেড়ে অন্য শহরে চলে যান তিনি।

চরম লজ্জায় এক সময় আত্মহত্যা করতে চেয়েছিলেন চিকালিতো। সে চেষ্টা ব্যর্থ হয়। তার পর বাড়ি ছেড়ে অন্য শহরে চলে যান তিনি।

১২ ২২
রাশিয়ার রস্তভ-ন-ডন শহরে থাকতে শুরু করেন চিকালিতো। সেখানে ফেওদোসিয়া নামের এক তরুণীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুই সন্তানও জন্মায়। এক সাক্ষাৎকারে চিকালিতো জানিয়েছিলেন, স্ত্রীর যৌনাঙ্গে আঙুল দিয়ে নিজের বীর্য প্রবেশ করিয়েছিলেন তিনি।

রাশিয়ার রস্তভ-ন-ডন শহরে থাকতে শুরু করেন চিকালিতো। সেখানে ফেওদোসিয়া নামের এক তরুণীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুই সন্তানও জন্মায়। এক সাক্ষাৎকারে চিকালিতো জানিয়েছিলেন, স্ত্রীর যৌনাঙ্গে আঙুল দিয়ে নিজের বীর্য প্রবেশ করিয়েছিলেন তিনি।

১৩ ২২
রাশিয়ায় কলা বিভাগের শিক্ষক হিসাবে এর পর শুরু হয় চিকালিতোর কেরিয়ার। ছাত্রছাত্রীরা তাঁকে খুব একটা পাত্তা দিত না বলেই জানা যায়। এমনকি তাঁর অগোচরে তাঁকে নিয়ে ঠাট্টাও চলত। নিজের স্কুলের নাবালিকা ছাত্রীদের উপর এই সময় থেকেই যৌন নিগ্রহের অভিযোগ উঠতে শুরু করে চিকালিতোর বিরুদ্ধে।

রাশিয়ায় কলা বিভাগের শিক্ষক হিসাবে এর পর শুরু হয় চিকালিতোর কেরিয়ার। ছাত্রছাত্রীরা তাঁকে খুব একটা পাত্তা দিত না বলেই জানা যায়। এমনকি তাঁর অগোচরে তাঁকে নিয়ে ঠাট্টাও চলত। নিজের স্কুলের নাবালিকা ছাত্রীদের উপর এই সময় থেকেই যৌন নিগ্রহের অভিযোগ উঠতে শুরু করে চিকালিতোর বিরুদ্ধে।

১৪ ২২
তিনি নিজেই পরে স্বীকার করেছেন, ছোট ছোট মেয়েদের নগ্ন অবস্থায় দেখতে ইচ্ছা করত তাঁর। আড়ালে লুকিয়ে সেই সুযোগ খুঁজতেন। দিন দিন তাঁর বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমতে থাকে। স্কুলের চাকরি হারান চিকালিতো।

তিনি নিজেই পরে স্বীকার করেছেন, ছোট ছোট মেয়েদের নগ্ন অবস্থায় দেখতে ইচ্ছা করত তাঁর। আড়ালে লুকিয়ে সেই সুযোগ খুঁজতেন। দিন দিন তাঁর বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমতে থাকে। স্কুলের চাকরি হারান চিকালিতো।

১৫ ২২
১৯৭৮ সালে প্রথম খুনটি করেন চিকালিতো। ৯ বছরের এক শিশুর উপর প্রথমে অতৃপ্ত যৌন চাহিদা মেটানোর চেষ্টা করেন। তা না পেরে মেয়েটির পেটে তিন বার কোপ মারেন। তার পর শ্বাসরোধ করে দেহ ফেলে দেন নদীর জলে।

১৯৭৮ সালে প্রথম খুনটি করেন চিকালিতো। ৯ বছরের এক শিশুর উপর প্রথমে অতৃপ্ত যৌন চাহিদা মেটানোর চেষ্টা করেন। তা না পেরে মেয়েটির পেটে তিন বার কোপ মারেন। তার পর শ্বাসরোধ করে দেহ ফেলে দেন নদীর জলে।

১৬ ২২
চিকালিতো জানান, মহিলা ও শিশুদের কুপিয়ে যৌনতৃপ্তি লাভ করতেন তিনি। এর পর যত দিন গিয়েছে, চিকালিতোর খুনের নৃশংসতা হয়ে উঠেছে আরও ভয়ানক।

চিকালিতো জানান, মহিলা ও শিশুদের কুপিয়ে যৌনতৃপ্তি লাভ করতেন তিনি। এর পর যত দিন গিয়েছে, চিকালিতোর খুনের নৃশংসতা হয়ে উঠেছে আরও ভয়ানক।

১৭ ২২
কখনও শিশুদের খুনের পর চোখ খুবলে নিয়েছেন, কখনও মৃত্যুর পর বিকৃত করেছেন তাদের দেহ। চিকালিতোর প্রাপ্তবয়স্ক শিকাররা মূলত ছিলেন যৌনকর্মী। শুধু মেয়ে নয়, বাচ্চা ছেলেরাও চিকালিতোর লালসার শিকার হয়েছিল।

কখনও শিশুদের খুনের পর চোখ খুবলে নিয়েছেন, কখনও মৃত্যুর পর বিকৃত করেছেন তাদের দেহ। চিকালিতোর প্রাপ্তবয়স্ক শিকাররা মূলত ছিলেন যৌনকর্মী। শুধু মেয়ে নয়, বাচ্চা ছেলেরাও চিকালিতোর লালসার শিকার হয়েছিল।

১৮ ২২
পর পর খুন করে যৌনতৃপ্তি লাভ করতেন চিকালিতো। খুনের নেশা চেপে গিয়েছিল তাঁর মাথায়। পুলিশ তাঁকে ধরতে ব্যর্থ হয় বার বার। এমনকি চিকালিতোর খুনের দায়ে সাজা পান অন্য কেউ।

পর পর খুন করে যৌনতৃপ্তি লাভ করতেন চিকালিতো। খুনের নেশা চেপে গিয়েছিল তাঁর মাথায়। পুলিশ তাঁকে ধরতে ব্যর্থ হয় বার বার। এমনকি চিকালিতোর খুনের দায়ে সাজা পান অন্য কেউ।

১৯ ২২
১৯৮৪ সালে চিকালিতোকে প্রথম বার গ্রেফতার করা হয়। তিন মাস জেল খাটার পর মুক্তি পেয়ে যান তিনি। ফের খুন করা শুরু করেন। ১৯৯০ সালে ২২ বছরের এক তরুণীকে খুন এবং মৃতদেহ বিকৃত করার অভিযোগে চিকালিতোকে ফের গ্রেফতার করা হয়।

১৯৮৪ সালে চিকালিতোকে প্রথম বার গ্রেফতার করা হয়। তিন মাস জেল খাটার পর মুক্তি পেয়ে যান তিনি। ফের খুন করা শুরু করেন। ১৯৯০ সালে ২২ বছরের এক তরুণীকে খুন এবং মৃতদেহ বিকৃত করার অভিযোগে চিকালিতোকে ফের গ্রেফতার করা হয়।

২০ ২২
প্রথমে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন চিকালিতো। কিন্তু গোয়েন্দাদের ক্রমাগত জেরার মুখে শেষমেশ ভেঙে পড়েন। সব অপরাধের কথা নিজের মুখেই স্বীকার করে নেন তিনি। প্রত্যেক খুনের খুঁটিনাটি বর্ণনা দেন।

প্রথমে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন চিকালিতো। কিন্তু গোয়েন্দাদের ক্রমাগত জেরার মুখে শেষমেশ ভেঙে পড়েন। সব অপরাধের কথা নিজের মুখেই স্বীকার করে নেন তিনি। প্রত্যেক খুনের খুঁটিনাটি বর্ণনা দেন।

২১ ২২
আদালতে চিকালিতোর বিচারপ্রক্রিয়া চলেছিল দীর্ঘ দিন। মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতের দ্বারস্থও হয়েছিলেন তিনি। কিন্তু সে সব আবেদন খারিজ হয়ে যায়।

আদালতে চিকালিতোর বিচারপ্রক্রিয়া চলেছিল দীর্ঘ দিন। মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতের দ্বারস্থও হয়েছিলেন তিনি। কিন্তু সে সব আবেদন খারিজ হয়ে যায়।

২২ ২২
১৯৯৪ সালের ১৪ ফেব্রুয়ারি রাশিয়ার জেলে চিকালিতোর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ডান কানের পিছনে একটি মাত্র গুলি করে হত্যা করা হয়েছিল তাঁকে। জেলের মাটিতেই কবর দেওয়া হয় তাঁর দেহ। ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়ানক সিরিয়াল কিলারদের তালিকায় চিকালিতোর নাম প্রথম সারিতেই থেকে গিয়েছে বরাবর।

১৯৯৪ সালের ১৪ ফেব্রুয়ারি রাশিয়ার জেলে চিকালিতোর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ডান কানের পিছনে একটি মাত্র গুলি করে হত্যা করা হয়েছিল তাঁকে। জেলের মাটিতেই কবর দেওয়া হয় তাঁর দেহ। ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়ানক সিরিয়াল কিলারদের তালিকায় চিকালিতোর নাম প্রথম সারিতেই থেকে গিয়েছে বরাবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE