Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Anant Ambani’s Pre-Wedding

৭,৫০০ কোটি টাকার ক্রুজ় ভাড়া! অম্বানী-পুত্রের প্রাক্‌-বিবাহে গাইতে কত নিচ্ছেন শাকিরা?

বিয়ের তারিখ জুলাই মাসে হলেও সেই মার্চ মাস থেকে অনন্ত-রাধিকার প্রাক্-বিবাহ অনুষ্ঠান চলছে। মার্চে গুজরাতের জামনগরে বসেছিল তাঁদের প্রথম প্রাক্-বিবাহ অনুষ্ঠানের আসর। এ বার ইটালিতে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ০৯:২৯
Share: Save:
০১ ১৭
Anant Ambani-Radhika Merchant’s pre-wedding ceremony organized in a cruise in Italy

ভারতীয় শিল্পপতিদের তালিকায় তিনি প্রথম দিকে থাকেন। তাঁর সম্পত্তির পরিমাণও প্রচুর। সেই মুকেশ অম্বানীর ছোট ছেলে অনন্তর বিয়েই এখন আলোচনার অন্যতম বিষয়। জুলাই মাসে সাত পাকে বাঁধা পড়ছেন অনন্ত অম্বানী এবং রাধিকা মার্চেন্ট। এ কথা প্রায় সকলেরও জানা। অম্বানী পরিবারের ছেলের বিয়ে নিয়ে উৎসাহও কম নেই মানুষের।

০২ ১৭
Anant Ambani-Radhika Merchant’s pre-wedding ceremony organized in a cruise in Italy

বিয়ের তারিখ জুলাই মাসে হলেও সেই মার্চ মাস থেকে অনন্ত-রাধিকার প্রাক্-বিবাহ অনুষ্ঠান চলছে। মার্চে গুজরাতের জামনগরে বসেছিল তাঁদের প্রথম প্রাক্-বিবাহ অনুষ্ঠানের আসর। জাঁকজমকপূর্ণ সেই অনুষ্ঠান বার বারই সংবাদের শিরোনামে উঠে এসেছে।

০৩ ১৭
Anant Ambani-Radhika Merchant’s pre-wedding ceremony organized in a cruise in Italy

খাওয়াদাওয়া থেকে অতিথি তালিকা— ওই অনুষ্ঠানের প্রায় সব কিছু নিয়েই মানুষের মনে কৌতূহল ছিল। কেমন সেজেছিলেন পাত্র-পাত্রী, অনুষ্ঠানের জায়গা কেমন সাজানো হয়েছিল, কারা কারা এসেছিলেন, কে কে কেমন সেজেছিলেন, খরচ কত হয়েছিল— এমন নানা প্রশ্ন জেগেছিল সাধারণ মানুষের মনে।

০৪ ১৭
Anant Ambani-Radhika Merchant’s pre-wedding ceremony organized in a cruise in Italy

সেই কৌতূহল মিটতে না মিটতেই অনন্ত-রাধিকার আবারও এক প্রাক্-বিবাহ অনুষ্ঠান আলোচনায় চলে এসেছে। এ বার বিদেশের মাটিতে বসেছে এই অনুষ্ঠানের আসর। তবে স্থলভাগে নয়, ভাসমান এক জাহাজে হচ্ছে এই প্রাক্-বিবাহ অনুষ্ঠান।

০৫ ১৭
Anant Ambani-Radhika Merchant’s pre-wedding ceremony organized in a cruise in Italy

ইটালিতে বিলাসবহুল ক্রুজ় ভাড়া করা হয়েছে এই প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানের জন্য। ২৯ মে থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। চলবে ১ জুন পর্যন্ত। অনুষ্ঠানের অতিথি কারা, খাওয়াদাওয়া কী হচ্ছে, সে সব নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনই মানুষের আগ্রহের তালিকায় রয়েছে ওই বিলাসবহুল ক্রুজ়টি।

০৬ ১৭
Anant Ambani-Radhika Merchant’s pre-wedding ceremony organized in a cruise in Italy

যে ক্রুজ়ে অনন্ত এবং রাধিকার প্রাক্-বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হবে, তা আদতে একটি ভাসমান প্রাসাদ। যে কোনও বিলাসবহুল হোটেলকে টেক্কা দিতে পারে এই ক্রুজ।

০৭ ১৭
Anant Ambani-Radhika Merchant’s pre-wedding ceremony organized in a cruise in Italy

এই ক্রুজ়টি ভাড়া করতে কত খরচ হয়েছে অম্বানীদের? এই নিয়ে কৌতূহল রয়েছে নানা মহলে। গুজরাতের প্রাক্-বিবাহ অনুষ্ঠানকে কি ছাপিয়ে গেল ইটালির অনুষ্ঠান, তাই নিয়ে আলোচনা চলছে সমাজমাধ্যমে।

০৮ ১৭
Anant Ambani-Radhika Merchant’s pre-wedding ceremony organized in a cruise in Italy

সংবাদমাধ্যমে প্রকাশ, ৭,৫০০ কোটি টাকার এই বিলাসবহুল ক্রুজ়টি ভাড়া করেছেন মুকেশ অম্বানী। বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের জন্য ক্রুজ়ের যে স্যুইটগুলি ভাড়া করা হয়েছে তার প্রত্যেকটির জন্য অম্বানীদের খরচ হয়েছে প্রায় ৬০ লক্ষ টাকা।

০৯ ১৭
Anant Ambani-Radhika Merchant’s pre-wedding ceremony organized in a cruise in Italy

প্রায় ৬০০ অতিথিকে নিয়ে দক্ষিণ ফ্রান্স থেকে পাড়ি দিয়েছে বিলাসবহুল একটি জাহাজ। দীর্ঘ পথ অতিক্রম করে ইটালিতে ফিরবে। দক্ষিণ ফ্রান্সের যে ক্রুজ়ে অনন্ত এবং রাধিকার প্রাক্-বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হবে, তা আদতে একটি ভাসমান প্রাসাদ।

১০ ১৭
Anant Ambani-Radhika Merchant’s pre-wedding ceremony organized in a cruise in Italy

কী কী সুবিধা রয়েছে এই ক্রুজ়ে? অতিথিদের জন্য রয়েছে এক আরামদায়ক স্পা। এ ছাড়াও জিম, সুইমিং পুলও শোভা বাড়িছে এই ক্রুজ়ের। যোগব্যায়াম করার জায়গাও আছে এখানে। ভোজনরসিকদের জন্য রয়েছে বিপুল আয়োজন।

১১ ১৭
Anant Ambani-Radhika Merchant’s pre-wedding ceremony organized in a cruise in Italy

তিন দিন ব্যাপী অনুষ্ঠানের একটি দিনে গাইবেন শাকিরা। তার জন্যে তিনি নিচ্ছেন প্রায় ৭৫ কোটি টাকা। এ ছাড়াও বলিউডের একঝাঁক তারকা অনুষ্ঠানের যোগ দিয়েছেন। সেই তালিকায় রণবীর কপূর থেকে আলিয়া ভট্ট— কে নেই!

১২ ১৭
Anant Ambani-Radhika Merchant’s pre-wedding ceremony organized in a cruise in Italy

১ মার্চ গুজরাতের জামনগরে অনন্ত এবং রাধিকার প্রাক্-বিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন বলি তারকা থেকে শুরু করে দেশ-বিদেশের খ্যাতনামীরা। উপস্থিত ছিলেন হলিউডের গায়িকাও।

১৩ ১৭
Anant Ambani-Radhika Merchant’s pre-wedding ceremony organized in a cruise in Italy

চলতি বছরের ১ মার্চ থেকে পর পর তিন দিন ধরে জামনগরে হয় ওই অনুষ্ঠান। অনন্ত-রাধিকার প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানের জন্য সেখানে হাজির হয়েছিল প্রায় গোটা বলিউড। ছিলেন রিহানার মতো আন্তর্জাতিক তারকা। মার্ক জ়াকারবার্গ, ইভাঙ্কা ট্রাম্পও এসেছিলেন।

১৪ ১৭
Anant Ambani-Radhika Merchant’s pre-wedding ceremony organized in a cruise in Italy

গান গেয়েছিলেন অরিজিৎ সিংহ, শ্রেয়া ঘোষালের মতো তারকারা। শাহরুখ, সলমন আর আমির খানকে একসঙ্গে মঞ্চে নাচতে দেখা গিয়েছিল সেই অনুষ্ঠানে।

১৫ ১৭
Anant Ambani-Radhika Merchant’s pre-wedding ceremony organized in a cruise in Italy

তবে এ বারের অনুষ্ঠানের অতিথি তালিকায় কারা কারা আছেন, তা এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, অম্বানী এবং মার্চেন্ট পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদেরই রাখা হয়েছে অতিথিদের তালিকায়। অনন্ত এবং রাধিকার খুব কাছের বন্ধুবান্ধবও রয়েছেন এই ক্রুজ়ে।

১৬ ১৭
Anant Ambani-Radhika Merchant’s pre-wedding ceremony organized in a cruise in Italy

আগামী ১২ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে বিয়ের অনুষ্ঠান। প্রথম দিন ১২ জুলাই বিয়ের অনুষ্ঠান। ওই দিন নিমন্ত্রিতরা পরবেন ভারতীয় পোশাক। ১৩ জুলাই হবে আশীর্বাদের অনুষ্ঠান। ১৪ তারিখ বৌভাতের অনুষ্ঠান।

১৭ ১৭
Anant Ambani-Radhika Merchant’s pre-wedding ceremony organized in a cruise in Italy

তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানটি হবে জিয়ো ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। বলিউড তারকারা তো নিমন্ত্রিত রয়েছেনই, এ ছাড়াও সারা বিশ্ব থেকে তাবড় সব ব্যক্তিত্ব আসবেন অনন্ত-রাধিকার বিয়েতে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy