Anandabazar Photo Contest: Top 10 selected photographs for popular choice based on the theme Daily Passenger dgtl
photos
Anandabazar Photo Contest: সেরা ছবি, আপনার তোলা: আনন্দবাজার অনলাইনের প্রতিযোগিতায় ‘নিত্যযাত্রী’ নিয়ে সেরা ১০ ছবি
জুন মাসে ‘সম্পাদকীয় বাছাই’ বিভাগে ‘নিত্যযাত্রী’ বিষয়ে বহু ছবি জমা পড়লেও দুর্ভাগ্যজনক ভাবে কোনওটাই যোগ্যতামানে পৌঁছয়নি। তাই এই বিভাগে কোনও ছবি প্রকাশ করা হল না। নীচে রইল সেরা ছবি, আপনার তোলা। এই মাসের বিষয় ছিল: নিত্যযাত্রী। আনন্দবাজার অনলাইন আয়োজিত এই ফোটোগ্রাফি প্রতিযোগিতা নিয়ে আগ্রহ এ মাসেও তুঙ্গে। আপনাদের পাঠানো ছবি থেকে সেরা ১০টি বেছে নেওয়া হল। ছবি বাছাই করা হয়েছে জনপ্রিয়তার নিরিখে। ছবিগুলি যাঁরা তুলেছেন, তাঁদের আনন্দবাজার অনলাইনের তরফে শুভেচ্ছা। এ বার অপেক্ষা, দর্শকের বিচারে ফেব্রুয়ারি মাসের সেরা ৩টি ছবি বাছাই এবং পুরস্কার ঘোষণার। নজর রাখুন আনন্দবাজার অনলাইনের ইনস্টাগ্রাম ও ‘অবসর’-এর ফেসবুক পেজে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ জুন ২০২২ ১৩:২৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।