আমেরিকার ঢের আগে পাকিস্তানে লাদেনের ডেরার হদিশ পেয়েছিলেন তিনি। এক বার, দু’বার নয়, মৃত্যুকে হারিয়ে ফিরে এসেছেন বার বার। তাই বাকিরা যখন গা ঢাকা দিয়েছেন, বন্দুকের নলের সামনে এগিয়ে এসেছেন আমরুল্লা সালেহ্। নিজেই নিজেকে আফগানিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। জানিয়ে দিয়েছেন, তালিবানের সামনে মাথা নোয়ানোর প্রশ্নই ওঠে না।
কিন্তু তালিবানি রক্তচক্ষুর মধ্যে তাঁর অভিসন্ধি নিয়েও প্রশ্ন উঠছে। যদিও সে সবের পরোয়া নেই গত দেড় বছর ধরে আশরফ গনির উপরাষ্ট্রপতি থাকা আমরুল্লার। বরং একার সাহসেই তালিবানের বিরুদ্ধে প্রত্যাঘ্যাতে নেমেছেন। শৈশবেই অনাথ হয়ে যাওয়া থেকে দেশের অন্যতম সাহসী গুপ্তচর, পরবর্তী কালে দুঁদে রাজনীতিক, বছর ৪৮-এর আমরুল্লার জীবন হার মানায় রোমাঞ্চ সিনেমাকেও।