Allahabad high court says marital rape is not a crime against women of 18 and above dgtl
Allahabad High Court on Marital Rape
স্ত্রী ১৮ পেরিয়ে গেলেই সাত খুন মাফ! বৈবাহিক ধর্ষণ অপরাধ নয় জানিয়ে কী বলল সুপ্রিম কোর্ট?
এলাহাবাদ হাইকোর্টের রায়ের পক্ষে বলা হয়, স্ত্রীর বয়স ১৮ বছরের বেশি হলে ভারতীয় দণ্ডবিধির অধীনে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসাবে বিবেচনা করা যাবে না।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৩ ১৪:১৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
সম্প্রতি স্বামীর বিরুদ্ধে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ নিয়ে এলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা। সেই মামলার রায়ে আদালত রায় দিল, স্ত্রীর বয়স ১৮ বছরের বেশি হলে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হবে না।
০২০৮
আদালতের রায়ে বেকসুর খালাস পেয়ে যান মহিলার স্বামী। এলাহাবাদ হাই কোর্টের রায়ে বলা হয়েছে, স্ত্রীর বয়স ১৮ বছরের বেশি হলে ভারতীয় দণ্ডবিধির অধীনে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসাবে বিবেচনা করা যাবে না।
০৩০৮
মহিলার অভিযোগ ছিল, ইচ্ছার বিরুদ্ধে তাঁর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক তৈরি করেন স্বামী।
মামলার রায় ঘোষণার সময় বিচারপতি মিশ্রের বেঞ্চের পর্যবেক্ষণ, দেশে এখনও বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসাবে গণ্য করা হয়নি।
০৬০৮
বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসাবে বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্টে যে আবেদনগুলি করা হয়েছে, তা এখনও বিচারাধীন।
০৭০৮
স্ত্রীর বয়স ১৮ বছর বা তার বেশি হলে বৈবাহিক ধর্ষণের জন্য কোনও ফৌজদারি শাস্তি নেই বলে উল্লেখ করেছে এলাহাবাদ হাই কোর্ট।
০৮০৮
এর আগে মধ্যপ্রদেশ হাই কোর্টের পর্যবেক্ষণকে সমর্থন করে এলাহাবাদ হাই কোর্ট জানিয়েছে, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কোনও ‘অপ্রাকৃতিক অপরাধ’ হওয়ারও জায়গা নেই। এর পরেই অভিযুক্ত স্বামীকে বেকসুর খালাস করে আদালত।