Advertisement
১৪ জানুয়ারি ২০২৫
Dolly Chaiwala of Nagpur

জানতেনই না চা খাওয়াচ্ছেন বিল গেটসকে! ‘স্টাইলিশ’ চাওয়ালা ডলি এ বার চা খাওয়াতে চান প্রধানমন্ত্রীকে

গেটসের প্রশংসা কুড়োনোর পর ডলিকে নিয়ে মানুষের মনে কৌতূহল বেড়েছে। যাঁরা তাঁকে চিনতেন না, তাঁরাও সমাজমাধ্যমে ডলির খোঁজ শুরু করেছেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৪ ০৮:০৯
Share: Save:
০১ ১৯
ভারত সফরে এসেছেন মাইক্রোসফ্‌টের কর্ণধার বিল গেটস। মুকেশ অম্বানী পুত্রের প্রাক্‌-বিবাহ সমারোহে যোগ দেওয়া ছাড়াও ভারতে এসে দিল্লি আইআইটিতে বক্তৃতা করেছেন তিনি। গিয়েছিলেন ওড়িশার মা মঙ্গলা বস্তিতে।

ভারত সফরে এসেছেন মাইক্রোসফ্‌টের কর্ণধার বিল গেটস। মুকেশ অম্বানী পুত্রের প্রাক্‌-বিবাহ সমারোহে যোগ দেওয়া ছাড়াও ভারতে এসে দিল্লি আইআইটিতে বক্তৃতা করেছেন তিনি। গিয়েছিলেন ওড়িশার মা মঙ্গলা বস্তিতে।

০২ ১৯
 তবে গেটসের ভারত সফরের মধ্যে যে বিষয়টি সব থেকে বেশি চর্চিত তা হল, নাগপুরের এক চা বিক্রেতার সঙ্গে তাঁর আলাপচারিতা।

তবে গেটসের ভারত সফরের মধ্যে যে বিষয়টি সব থেকে বেশি চর্চিত তা হল, নাগপুরের এক চা বিক্রেতার সঙ্গে তাঁর আলাপচারিতা।

০৩ ১৯
নাগপুরের সেই চা বিক্রেতা কানপুর-সহ সারা ভারতে ‘ডলি চাওয়ালা’ নামে জনপ্রিয়। অভিনব পদ্ধতিতে ডলির চা তৈরি এবং তা বিক্রির ভিডিয়ো সমাজমাধ্যমে দেখেননি এমন মানুষ বিরল। তাঁর উদ্ভাবনী প্রক্রিয়ার প্রশংসা করেছেন গেটসও। ডলির ভিডিয়ো শেয়ার করে গেটস ভারতের সংস্কৃতিরও প্রশংসা করেছেন। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

নাগপুরের সেই চা বিক্রেতা কানপুর-সহ সারা ভারতে ‘ডলি চাওয়ালা’ নামে জনপ্রিয়। অভিনব পদ্ধতিতে ডলির চা তৈরি এবং তা বিক্রির ভিডিয়ো সমাজমাধ্যমে দেখেননি এমন মানুষ বিরল। তাঁর উদ্ভাবনী প্রক্রিয়ার প্রশংসা করেছেন গেটসও। ডলির ভিডিয়ো শেয়ার করে গেটস ভারতের সংস্কৃতিরও প্রশংসা করেছেন। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

০৪ ১৯
গেটসের প্রশংসা কুড়োনোর পর ডলিকে নিয়ে মানুষের মনে কৌতূহল বেড়েছে। যাঁরা তাঁকে চিনতেন না, তাঁরাও সমাজমাধ্যমে তাঁর খোঁজ শুরু করেছেন।

গেটসের প্রশংসা কুড়োনোর পর ডলিকে নিয়ে মানুষের মনে কৌতূহল বেড়েছে। যাঁরা তাঁকে চিনতেন না, তাঁরাও সমাজমাধ্যমে তাঁর খোঁজ শুরু করেছেন।

০৫ ১৯
কিন্তু কে এই ডলি? সমাজমাধ্যমে ডলির উত্থান ২০২২ সালের শেষ থেকে।

কিন্তু কে এই ডলি? সমাজমাধ্যমে ডলির উত্থান ২০২২ সালের শেষ থেকে।

০৬ ১৯
মহারাষ্ট্রের নাগপুরে রবীন্দ্রনাথ ঠাকুর মার্গে ডলির ছোট্ট চায়ের দোকান। রাস্তার একদম ধারে। নাম, ‘ডলি কি টাপরি’।

মহারাষ্ট্রের নাগপুরে রবীন্দ্রনাথ ঠাকুর মার্গে ডলির ছোট্ট চায়ের দোকান। রাস্তার একদম ধারে। নাম, ‘ডলি কি টাপরি’।

০৭ ১৯
অভিনব কায়দায় চা এবং সিগারেট বিক্রি করে ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করতে থাকেন ডলি। ধীরে ধীরে নাগপুরের স্থানীয়দের ভিড় বাড়তে থাকে ডলির দোকানে।

অভিনব কায়দায় চা এবং সিগারেট বিক্রি করে ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করতে থাকেন ডলি। ধীরে ধীরে নাগপুরের স্থানীয়দের ভিড় বাড়তে থাকে ডলির দোকানে।

০৮ ১৯
অনেকে আবার ছিপছিপে চেহারার ডলির রকমারি চশমা এবং কাণ্ডকারখানা দেখার জন্য তাঁর দোকানের কাছে ভিড় জমাতেন। অনেকে আবার ভিড় জমাতেন ডলির চুলের বাহার দেখার জন্য।

অনেকে আবার ছিপছিপে চেহারার ডলির রকমারি চশমা এবং কাণ্ডকারখানা দেখার জন্য তাঁর দোকানের কাছে ভিড় জমাতেন। অনেকে আবার ভিড় জমাতেন ডলির চুলের বাহার দেখার জন্য।

০৯ ১৯
চা তৈরি, বিক্রি, গ্রাহকের সিগারেটে আগুন ধরানো— সব ক্ষেত্রেই অনন্য ডলির স্টাইল।

চা তৈরি, বিক্রি, গ্রাহকের সিগারেটে আগুন ধরানো— সব ক্ষেত্রেই অনন্য ডলির স্টাইল।

১০ ১৯
মাথার উপর দুধের প্যাকেট তুলে নিয়ে সেখান থেকেই পাত্র লক্ষ্য করে দুধ ঢালেন তিনি। মাঝেমধ্যে দুধ ঢালার সময় তাঁর জিভ সাপের মতো বেরিয়ে আসে।

মাথার উপর দুধের প্যাকেট তুলে নিয়ে সেখান থেকেই পাত্র লক্ষ্য করে দুধ ঢালেন তিনি। মাঝেমধ্যে দুধ ঢালার সময় তাঁর জিভ সাপের মতো বেরিয়ে আসে।

১১ ১৯
চা তৈরির পর হাতে করে কাপ ঘুরিয়ে তার পর তাতে চা পরিবেশন করেন ডলি। কখনও চা রাখার কেটলি থেকে সরাসরি চা ঢেলে দেন গ্রাহকদের মুখে। মিহি গলায় গ্রাহকদের সঙ্গে ক্রমাগত কথাও বলে যান।

চা তৈরির পর হাতে করে কাপ ঘুরিয়ে তার পর তাতে চা পরিবেশন করেন ডলি। কখনও চা রাখার কেটলি থেকে সরাসরি চা ঢেলে দেন গ্রাহকদের মুখে। মিহি গলায় গ্রাহকদের সঙ্গে ক্রমাগত কথাও বলে যান।

১২ ১৯
ডলির চোখে সব সময় থাকে বাহারি চশমা। অনেক সময় একটি চশমা থাকে চোখে, অন্যটি মাথার উপর। কখনও-সখনও বুকপকেটেও একটি করে চশমা গুঁজে রাখেন।

ডলির চোখে সব সময় থাকে বাহারি চশমা। অনেক সময় একটি চশমা থাকে চোখে, অন্যটি মাথার উপর। কখনও-সখনও বুকপকেটেও একটি করে চশমা গুঁজে রাখেন।

১৩ ১৯
সমাজমাধ্যমে অনেকে ডলিকে হলিউড অভিনেতা জনি ডেপের সঙ্গে তুলনা করেন। তবে ডলিকে দেখলে এক নজরে অবশ্য এই তুলনা অনাবশ্যক বলেই মনে হবে।

সমাজমাধ্যমে অনেকে ডলিকে হলিউড অভিনেতা জনি ডেপের সঙ্গে তুলনা করেন। তবে ডলিকে দেখলে এক নজরে অবশ্য এই তুলনা অনাবশ্যক বলেই মনে হবে।

১৪ ১৯
প্রথম প্রথম ডলির ‘কীর্তিকলাপ’ রেকর্ড করে সমাজমাধ্যমে পোস্ট করতেন তাঁর গ্রাহকেরাই। কিন্তু জনপ্রিয়তা পেয়ে নিজেই বিভিন্ন সমাজমাধ্যমে অ্যাকাউন্ট খুলে ভিডিয়ো আপলোড করতে থাকেন ডলি।

প্রথম প্রথম ডলির ‘কীর্তিকলাপ’ রেকর্ড করে সমাজমাধ্যমে পোস্ট করতেন তাঁর গ্রাহকেরাই। কিন্তু জনপ্রিয়তা পেয়ে নিজেই বিভিন্ন সমাজমাধ্যমে অ্যাকাউন্ট খুলে ভিডিয়ো আপলোড করতে থাকেন ডলি।

১৫ ১৯
বর্তমানে ইনস্টাগ্রামে ডলির অনুগামীর সংখ্যা প্রায় ১২ হাজার। সেই ডলির দোকানে এসেই চা খেয়ে ভিডিয়ো করে গেলেন গেটস। ভিডিয়োতে দেখা গিয়েছে ‘ডলি চাওয়ালার’ ঠেলার সামনে দাঁড়িয়ে বিল গেটস ডলির হাতে বানানো চা খাচ্ছেন।

বর্তমানে ইনস্টাগ্রামে ডলির অনুগামীর সংখ্যা প্রায় ১২ হাজার। সেই ডলির দোকানে এসেই চা খেয়ে ভিডিয়ো করে গেলেন গেটস। ভিডিয়োতে দেখা গিয়েছে ‘ডলি চাওয়ালার’ ঠেলার সামনে দাঁড়িয়ে বিল গেটস ডলির হাতে বানানো চা খাচ্ছেন।

১৬ ১৯
 বিলের হাবভাব দেখে স্পষ্ট যে, তিনি সেই চা উপভোগ করেছেন। বিল বলেন, ‘‘ভারতে আপনি যেখানেই ঘুরবেন সেখানেই আপনি কিছু নতুনত্ব খুঁজে পেতে পারেন। এমনকি, এক কাপ চা তৈরিতেও কত কায়দা দেখলাম। সত্যিই অভিনব।’’

বিলের হাবভাব দেখে স্পষ্ট যে, তিনি সেই চা উপভোগ করেছেন। বিল বলেন, ‘‘ভারতে আপনি যেখানেই ঘুরবেন সেখানেই আপনি কিছু নতুনত্ব খুঁজে পেতে পারেন। এমনকি, এক কাপ চা তৈরিতেও কত কায়দা দেখলাম। সত্যিই অভিনব।’’

১৭ ১৯
নগরীর সদর এলাকায় পুরনো ভিসিএ স্টেডিয়ামের পাশেই ডলির চায়ের দোকান। চায়ের কাপে চুমুক দিয়ে ডলির সঙ্গে ছবিও তোলেন বিল গেটস।

নগরীর সদর এলাকায় পুরনো ভিসিএ স্টেডিয়ামের পাশেই ডলির চায়ের দোকান। চায়ের কাপে চুমুক দিয়ে ডলির সঙ্গে ছবিও তোলেন বিল গেটস।

১৮ ১৯
ডলির অবশ্য দাবি, তিনি জানতেনই না যে বিশ্বের অন্যতম ধনকুবেরের সঙ্গে কথা বলছেন। তিনি ভেবেছিলেন গেটস এক জন সাধারণ বিদেশি। তবে পরে তিনি সত্যি জানতে পারেন। ডলি বলেন, ‘‘আমি জানতাম না যে উনি বিল গেটস। আমি ভেবেছিলাম তিনি সাধারণ এক জন বিদেশি। তাই আমার তাঁকে চা পরিবেশন করা উচিত। পরের দিন আমি যখন হায়দরাবাদ থেকে নাগপুরে ফিরে আসি তখন বুঝতে পারি যে কে আমার হাতে চা খেয়ে গিয়েছেন।’’

ডলির অবশ্য দাবি, তিনি জানতেনই না যে বিশ্বের অন্যতম ধনকুবেরের সঙ্গে কথা বলছেন। তিনি ভেবেছিলেন গেটস এক জন সাধারণ বিদেশি। তবে পরে তিনি সত্যি জানতে পারেন। ডলি বলেন, ‘‘আমি জানতাম না যে উনি বিল গেটস। আমি ভেবেছিলাম তিনি সাধারণ এক জন বিদেশি। তাই আমার তাঁকে চা পরিবেশন করা উচিত। পরের দিন আমি যখন হায়দরাবাদ থেকে নাগপুরে ফিরে আসি তখন বুঝতে পারি যে কে আমার হাতে চা খেয়ে গিয়েছেন।’’

১৯ ১৯
ডলি জানিয়েছেন, তাঁর খুব ইচ্ছা, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর হাতে এক কাপ চা খান। তাঁর কথায়, ‘‘ভবিষ্যতে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চা পরিবেশন করতে চাই।’’

ডলি জানিয়েছেন, তাঁর খুব ইচ্ছা, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর হাতে এক কাপ চা খান। তাঁর কথায়, ‘‘ভবিষ্যতে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চা পরিবেশন করতে চাই।’’

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy