All you need to know about Salman Khan’s body double dgtl
Parvez Kazi
Parvez Kazi: মডেলিং থেকে স্টান্ট! প্রতি ছবিতেই ভাইজানের পাশে, এ এক অন্য সলমনের গল্প
সলমন খানের সঙ্গে সব ছবিতেই অভিনয় করেন পারভেজ কাজি।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ জুন ২০২২ ১৫:৫৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
ঈশ্বরের পর যদি মনে কারও স্থান হয় তবে তা ভাইজানের। এতটাই শ্রদ্ধা করেন সলমন খানকে। তাঁর কাছে জগতের সমর্থক ভাইজান।
০২১৩
তাঁর জন্য শ্যুটিং-এর সেটে ঘণ্টার পর ঘণ্টা ‘টেক’ দিতেও পিছপা হন না তিনি। ধৈর্য ধরে বসে থাকেন। কখন তাঁর সময়টুকু আসবে। দীর্ঘ সময় বসে থাকতে থাকতে ধৈর্যচ্যুতি হয় না তাঁর। তার কারণ, ওই যে ভাইজান!
০৩১৩
‘রাধে’ ছবির কাজ শেষ হয়ে যাওয়ার পর নেটমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়। যে ছবিতে ভক্তের সঙ্গে ছিলেন তাঁর ভগবানও।
০৪১৩
সলমনের সঙ্গে পারভেজ কাজি, তাঁর বডি ডবল। দু’জনকে অবিকল এক রকম দেখতে! এই ছবি দেখে অনেকেই চমকে উঠেছিলেন।
০৫১৩
প্রতিটি সিনেমার শ্যুটিং শেষ হওয়ার পর মেক আপ করে থাকা অবস্থায় পারভেজ সলমনের সঙ্গে একটি করে ছবি নেটমাধ্যমে আপলোড করেন। বহু বছর ধরে এটাই তাঁর অভ্যাস।
০৬১৩
এই সব ছবি দেখে মনে হয়, সলমন ও পারভেজ একে অপরের যমজ ভাই! সামান্য মেক আপ করলেই আর চেনার উপায় থাকে না।
০৭১৩
শুধু ‘রাধে’ সিনেমাতেই নয়, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘বডিগার্ড’, ‘দবাং ৩’, ‘রেস ৩’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’— সলমনের সব ছবিতেই বডি-ডবলের ভূমিকা পালন করেছেন পারভেজ।
০৮১৩
মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন পারভেজ। এখন এক রকম সলমনের ছায়াসঙ্গী হয়েই রয়েছেন।
০৯১৩
দু’জনের মধ্যে সম্পর্কও অটুট। কখনও জন্মদিনে নিজের হাতে কেক খাইয়ে দেন ভাইজানকে, কখনও আবার ভাইজানকে দেখা যায়, পারভেজের পরিবারের সঙ্গে ছবি তুলতে।
১০১৩
ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয়তা রয়েছে পারভেজের। এক সময় পঞ্চাশ হাজারেরও বেশি ফলোয়ার ছিল পারভেজের। কিন্তু তার পরই হয় বিপত্তি।
১১১৩
২০২০ সাল নাগাদ তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে হয় তাঁকে। বর্তমানে তাঁর অনুগামীর সংখ্যা প্রায় ৩৭ হাজার।
১২১৩
সলমন নিজেই বলেছিলেন, শ্যুট করার সময় নায়িকার পাশে কখনও কখনও তাঁকে বয়স্ক মনে হয়। তখন পারভেজই তাঁর একমাত্র ভরসা।
১৩১৩
‘নকল’ সলমন কখন যে মেক আপ চড়িয়ে ‘আসল’ সলমন হয়ে ওঠেন, তা বোঝাই দায়!