Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Project Stargate

‘অতিমানব’ তৈরি করছিল সিআইএ? ব্যবহার হত অলৌকিক ক্ষমতার? এখনও রহস্য ‘প্রজেক্ট স্টারগেট’

সিআইএ-র শুরু করা এই বিশেষ প্রকল্পের নাম দেওয়া হয়েছিল ‘প্রজেক্ট স্টারগেট’। যা পরবর্তী কালে আমেরিকার গোয়েন্দাদের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত এবং রহস্যময় প্রকল্পে পরিণত হয়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০২৩ ১১:৪২
Share: Save:
০১ ২০
Project Stargate

সত্তরের দশক। ঠান্ডা লড়াইয়ের আবহ। সোভিয়েত এবং আমেরিকা, কে কার থেকে এগিয়ে থাকবে, তা নিয়েই চলছে স্নায়ুযুদ্ধ। এই পরিস্থিতিতে একটি বিশেষ বৈজ্ঞানিক প্রকল্পের সূচনা করে আমেরিকার গোয়েন্দা সংস্থা ‘সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)’।

০২ ২০
Project Stargate

সিআইএ-র শুরু করা এই বিশেষ প্রকল্পের নাম দেওয়া হয়েছিল ‘প্রজেক্ট স্টারগেট’। যা পরবর্তী কালে আমেরিকার গোয়েন্দাদের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত এবং রহস্যময় প্রকল্পে পরিণত হয়।

০৩ ২০
Project Stargate

‘প্রজেক্ট স্টারগেট’ আমেরিকার একটি শীর্ষ গোয়েন্দা প্রকল্প ছিল, যার প্রধান ভিত্তি ছিল গুপ্তচরবৃত্তি এবং সামরিক উদ্দেশ্যে মানসিক ক্ষমতার ব্যবহার করা।

০৪ ২০
Project Stargate

এই প্রকল্প দু’দশকেরও বেশি সময় ধরে চলে। যার জন্য কোটি কোটি টাকা খরচ করে আমেরিকা। কিন্তু কোনও ফল না মেলায় সিআইএ-র বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অবশেষে সেই প্রকল্প বন্ধ করে দেওয়া হয়।

০৫ ২০
Project Stargate

কিন্তু কী ছিল সেই প্রকল্পে, যা ‘স্টারগেট’-কে আমেরিকার গোয়েন্দা ইতিহাসে সবচেয়ে বিতর্কিত এবং রহস্যময় প্রকল্পে পরিণত করেছিল!

০৬ ২০
Project Stargate

‘প্রজেক্ট স্টারগেট’ প্রকল্পে এমন ব্যক্তিদের নিয়োগ করা হয়েছিল যাঁরা দাবি করেছিলেন, তাঁদের মধ্যে টেলিপ্যাথি, ভবিষ্যৎদর্শন এবং সাইকোকাইনেসিসের মতো অতিমানবীয় ক্ষমতা রয়েছে।

০৭ ২০
Project Stargate

শোনা যায়, ‘স্টারগেট’ প্রকল্পের আওতায় ওই সমস্ত মানুষের বুদ্ধিমত্তা এবং ভবিষ্যদ্বাণী ব্যবহার করে বিদেশি শক্তিগুলিকে প্রভাবিত করার দায়িত্ব সিআইএ-কে দেওয়া হয়েছিল।

০৮ ২০
Project Stargate

সিআইএ-র বিশ্বাস ছিল, বিশেষ মানসিক ক্ষমতাযুক্ত ‘অতিমানব’দের ব্যবহার করে ঠান্ডা লড়াইয়ে ইতি টানা সম্ভব। এ ভাবে সহজেই জয় আসবে আমেরিকার হাতে।

০৯ ২০
Project Stargate

সেই ‘অতিমানব’দের মানসিক ক্ষমতার ব্যবহার নিয়ে কোনও বৈজ্ঞানিক প্রমাণ না থাকলেও ‘প্রজেক্ট স্টারগেট’ ২০ বছরেরও বেশি সময় ধরে চলতে থাকে।

১০ ২০
Project Stargate

এই প্রকল্প গোপনীয়তায় ঢাকা ছিল। সিআইএ-ও এর অস্তিত্ব সম্পর্কে প্রকাশ্যে কখনও কোনও বিবৃতি দেয়নি।

১১ ২০
Project Stargate

তবে এই প্রকল্পে অংশ নেওয়া কয়েক জনের সাক্ষাৎকার এবং ফাঁস হওয়া নথিতে ‘সত্য’ প্রকাশ্যে আসে। জন্ম নেয় বিতর্ক।

১২ ২০
Project Stargate

কিছু অংশগ্রহণকারী দাবি করেছিলেন, প্রকল্পটি একটি ছলনা ছিল। গবেষণা পরিচালনার তুলনায় ‘অন্য দিকে’ বেশি নজর দিয়েছিল সিআইএ।

১৩ ২০
Project Stargate

‘স্টারগেটে’ যোগ দেওয়া কয়েক জন প্রাক্তন অংশগ্রহণকারী জানিয়েছিলেন, তাঁদের মানসিক ক্ষমতা বাড়ানোর জন্য কড়া প্রশিক্ষণ এবং পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছিল।

১৪ ২০
Project Stargate

ইঙ্গো সোয়ান নামে এক অংশগ্রহণকারী পুরো প্রক্রিয়াটিকে, ‘শারীরিক, মানসিক ক্ষমতা নিংড়ে নেওয়ার যন্ত্র’ হিসাবে বর্ণনা করেছিলেন।

১৫ ২০
Project Stargate

অন্য এক অংশগ্রহণকারী প্যাট প্রাইস এই প্রকল্পকে ‘নিষ্ঠুর’ বলে ব্যাখ্যা করেন। প্রাইস আরও জানান, ক্ষমতা বাড়ছে কি না তা যাচাই করতে সিআইএ অংশগ্রহণকারীদের উপর পলিগ্রাফ পরীক্ষা করত।

১৬ ২০
Project Stargate

অংশগ্রহণকারীদের অকথ্য মানসিক চাপ সহ্য করতে হয়েছিল বলেও জানিয়েছিলেন ‘স্টারগেটে’ অংশ নেওয়া অনেকে।

১৭ ২০
Project Stargate

অনেক অংশগ্রহণকারী আবার এই প্রকল্পের সমর্থনে এসে কথা বলেন। নব্বইয়ের দশকে, ‘প্রজেক্ট স্টারগেট’ জনসমক্ষে আনা হয় এবং তা বন্ধ করে দেওয়া হয়।

১৮ ২০
Project Stargate

জল্পনা উঠেছিল, অনেক অবৈজ্ঞানিক পদ্ধতিতে অংশগ্রহণকারীদের মানসিক ক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা করা হয়েছিল। অনেকে সিআইএ-র উপর প্রকল্পের নামে টাকা নয়ছয় করার অভিযোগ আনেন।

১৯ ২০
Project Stargate

এই গুজবও ছড়িয়েছিল যে, মানসিক ক্ষমতা বাড়াতে অলৌকিক পদ্ধতি অবলম্বন করেছে সিআইএ।

২০ ২০
Project Stargate

‘প্রজেক্ট স্টারগেট’ ঘিরে বিতর্ক থাকা সত্ত্বেও, এটি আমেরিকার ইতিহাসে সবচেয়ে কৌতূহলী এবং রহস্যময় প্রকল্পগুলির মধ্যে একটি।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy