Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Pooja Bhatt-Sohail Khan Relationship

সব ঠিক থাকলে সলমনের বাড়ির বৌমা হতেন পূজা! না হওয়ার নেপথ্যে হাত ছিল ভাইজানের?

সোহেলের সঙ্গে সম্পর্ক ভাঙার আগে পূজা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর এবং সোহেলের সম্পর্ক ভাঙার জন্য অনেকেই তৎপর। কিন্তু কোনও বাধার কাছে মাথা নত না করে তাঁরা জলদি বিয়ে করবেন।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০২৩ ১৫:৪৮
Share: Save:
০১ ১৭
Pooja Bhatt and Sohail Khan relationship

সব কিছু ঠিকঠাক ঠিক থাকলে বলিউডের ‘ভাইজান’ সলমন খানের ভ্রাতৃবধূ হতেন মহেশ ভট্টের কন্যা তথা অভিনেত্রী-পরিচালক-প্রযোজক পূজা ভট্ট। কিন্তু খান পরিবারের পুত্রবধূ হওয়া হয়নি পূজার। এর নেপথ্যে সলমনের হাত ছিল বলেও মনে করেন কেউ কেউ।

০২ ১৭
Pooja Bhatt and Sohail Khan relationship

একটা সময় ছিল যখন পূজা এবং খান পরিবারের ছোট পুত্র সোহেল খান চুটিয়ে প্রেম করতেন।

০৩ ১৭
Pooja Bhatt and Sohail Khan relationship

তাঁদের প্রেম এমনই গভীরে পৌঁছেছিল যে, বিশেষ সম্পর্কও তৈরি হয়ে যায় ভট্ট এবং খান পরিবারের মধ্যে। পূজার সঙ্গে ছেলের বিয়ে দেবেন বলে তৈরি ছিলেন সলিম খানও। দুই পরিবারের একে অপরের বাড়িতে আনাগোনাও ছিল।

০৪ ১৭
Pooja Bhatt and Sohail Khan relationship

প্রকাশ্যে একে অপরের হাত ধরে সোহেল এবং পূজাকে মুম্বইয়ের রাস্তায় ঘুরতেও দেখা যেত।

০৫ ১৭
Pooja Bhatt and Sohail Khan relationship

মহেশ অনেক দিন ধরেই চাইছিলেন মেয়ের বিয়ে হয়ে যাক সোহেলের সঙ্গে। সোহেলের সঙ্গে তাড়াতাড়ি বিয়ে সেরে ফেলতে চাইছিলেন পূজাও।

০৬ ১৭
Pooja Bhatt and Sohail Khan relationship

কিন্তু সোহেল বার বার বিয়ে পিছিয়ে দিচ্ছিলেন। কারণ তখন পরিচালক হিসাবে নিজের কেরিয়ার শুরু করতে চাইছিলেন তিনি। সোহেলের নাকি দাবি ছিল, যত ক্ষণ না নিজেকে পরিচালক হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেন, তত দিন তিনি বিয়ে করবেন না।

০৭ ১৭
Pooja Bhatt and Sohail Khan relationship

অন্য দিকে, পূজার মনে হয়েছিল, কোনও অজানা হাত তাঁদের বিয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল।

০৮ ১৭
Pooja Bhatt and Sohail Khan relationship

পরিচালক হিসাবে কাজ শুরুর আগে মহেশের কাছে মাঝেমধ্যেই পরিচালনা সংক্রান্ত পরামর্শ নিতে যেতেন সোহেল।

০৯ ১৭
Pooja Bhatt and Sohail Khan relationship

এর মধ্যেই বিয়ে নিয়ে পূজা-সোহেলের তিক্ততা বাড়তে থাকে। শেষমেশ তাঁদের সম্পর্ক ভেঙে যায়। পূজার সঙ্গে সম্পর্ক ভাঙার পর পরই সীমা সচদেওকে বিয়ে করেন সোহেল।

১০ ১৭
Pooja Bhatt and Sohail Khan relationship

সোহেলের সঙ্গে সম্পর্ক ভাঙার আগে পূজা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর এবং সোহেলের সম্পর্ক ভাঙার জন্য অনেকেই তৎপর। কিন্তু কোনও বাধার কাছে মাথা নত না করে তাঁরা জলদি বিয়ে করবেন।

১১ ১৭
Pooja Bhatt and Sohail Khan relationship

সম্পর্ক ভেঙে যাওয়ার পর আবার অন্য এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘আমরা বিয়ে করে ফেলতাম যদি সোহেলের কেরিয়ার সামনে না আসত। সোহেল তখন পরিচালক হিসাবে যাত্রা শুরু করছিল।’’

১২ ১৭
Pooja Bhatt and Sohail Khan relationship

পূজা এ-ও জানিয়েছিলেন, তাঁর সঙ্গে খান পরিবারের সম্পর্ক মধুর ছিল। সলমনের বাবা-মা এবং বোনেরা তাঁকে খুব ভালবাসতেন। আরবাজের সঙ্গেও তাঁর ভাল বোঝাপড়া ছিল। একমাত্র সলমনের সঙ্গেই তিনি একটু দূরত্ব বজায় রাখতেন বলে দাবি করেছিলেন পূজা।

১৩ ১৭
Pooja Bhatt and Sohail Khan relationship

পূজা এ-ও দাবি করেছিলেন, তিনি ‘লভ’ বলে একটি ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করতে চাননি। আর সেই কারণেই তাঁদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়।

১৪ ১৭
Pooja Bhatt and Sohail Khan relationship

তাঁর এবং সোহেলের সঙ্গে সম্পর্ক যে সলমনের জন্যই ভেঙেছিল এমন দাবি পূজা কখনও করেননি।

১৫ ১৭
Pooja Bhatt and Sohail Khan relationship

তবে বলিউডে কানাঘুষো শোনা গিয়েছিল, পূজা এবং সোহেলের সম্পর্ক ভাঙার নেপথ্যে ছিলেন সলমন। তিনিই সোহেলকে বুঝিয়ে সম্পর্ক থেকে বার করে আনেন। যদিও সলমন এই নিয়ে কখনও কোনও কথা বলেননি।

১৬ ১৭
Pooja Bhatt and Sohail Khan relationship

পরিচালক হিসাবে ২০০২ সালে আত্মপ্রকাশ করেছিলেন সোহেল। ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন তিনিই। তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন সমীরা রেড্ডি। ‘ম্যায়নে দিল তুঝকো দিয়া’ নামের ওই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

১৭ ১৭
Pooja Bhatt and Sohail Khan relationship

ছবি সফল না হওয়ার কারণে নিরাশ হয়ে যান সোহেল। মনে করা হয়, সোহেলের ছবির পরিণতি দেখার জন্যই নাকি অপেক্ষা করেছিলেন পূজা। সোহেলের ছবি মুক্তি পাওয়ার পরের বছরই ব্যাবসায়ী তথা ভিডিয়ো জকি মণীশ মখিজাকে বিয়ে করেছিলেন পূজা।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy