All you need to know about Mana Shetty, wife of Actor Suniel Shetty dgtl
Wife of Suniel Shetty
সফল ব্যবসায়ী, কোটি কোটির মালিক! অভিনেতা স্বামীকে টক্করও দেন বলি পাড়ার ‘লেডি মুকেশ অম্বানী’
সুনীল এবং মানার প্রেমের কাহিনি মুচমুচে প্রেমের গল্পকেও হার মানাবে। সুনীল জানিয়েছিলেন, মানাকে প্রথম বার দেখেই প্রেমে পড়েন তিনি অর্থাৎ, ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ হয়েছিল তাঁর।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২২ জুলাই ২০২৩ ১৪:৩৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
সুনীল শেট্টি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। ৯০-র দশকে একের পর এক ‘হিট’ ছবির জন্য তিনি বলিউডের অন্যতম সফল নায়ক হিসাবেও বিবেচিত। এখনও পর্যন্ত তাঁর দৌড় থামেনি। চুল-দাড়িতে পাক ধরলেও মানানসই ছবিতে এখনও তিনি অনবদ্য।
০২১৬
সুনীল বলিপাড়ার অভিনেতাদের মধ্যে অন্যতম সফল ব্যবসায়ী। পোশাক সংস্থার পাশাপাশি অনেকগুলি রেস্তরাঁরও মালিক সুনীল।
০৩১৬
তবে সুনীলের স্ত্রীকে হয়তো অনেকেই চেনেন না। নাম জানা থাকলেও অনেকেরই জানা নেই তাঁর পেশা, পরিচয়।
০৪১৬
সুনীলের স্ত্রীর নাম মানা শেট্টি। অভিনেতার মতো তাঁর স্ত্রী মানাও এক জন সফল ব্যবসায়ী।
০৫১৬
বলিউডের অভিনেতা-পত্নীদের মধ্যে মানার ব্যবসায়িক সাফল্যের জন্য তিনি হিন্দি সিনেমা জগতের ‘লেডি মুকেশ অম্বানী’ হিসাবেও পরিচিত।
০৬১৬
স্বামীর মতো রেস্তরাঁ তৈরির দিকে তেমন মন নেই মানার। তাঁর আগ্রহ রিয়্যাল এস্টেট এবং নির্মাণশিল্পের প্রতি। পোশাকশিল্পের প্রতিও তাঁর ঝোঁক ছোটবেলা থেকেই।
০৭১৬
মানা এবং সুনীল বহু বছর আগে ওই রিয়্যাল এস্টেট সংস্থা শুরু করেছিলেন। ওই সংস্থা ইতিমধ্যেই ২১টি সুসজ্জিত বিলাসবহুল ভিলা তৈরি করেছে।
০৮১৬
রিয়্যাল এস্টেট ব্যবসায় মুম্বই এবং সংলগ্ন এলাকায় যথেষ্ট নাম রয়েছে মানার। কোটি কোটি টাকার মালিক মানা আয়ের দিক থেকে অভিনেতা স্বামীকেও টক্কর দেন।
০৯১৬
রিয়্যাল এস্টেট ব্যবসা সামলানোর পাশাপাশি মানা এক জন সমাজকর্মী হিসাবেও কাজ করেন।
১০১৬
রিয়্যাল এস্টেট ব্যবসা সামলানোর পাশাপাশি মানা এক জন সমাজকর্মী হিসাবেও কাজ করেন।
১১১৬
মানার ভাই রাহুল কাদরি বাবার মতোই স্থপতি। বোন ইশা মেহরা মায়ের মতো সমাজকর্মী।
১২১৬
মাত্র ১৫ বছর বয়সে নিজের কেরিয়ার শুরু করেছিলেন মানা। বাবার সাহায্য নিয়ে বোন ইশার সঙ্গে খুলে ফেলেছিলেন একটি ফ্যাশন ব্র্যান্ড।
১৩১৬
ওই ফ্যাশন ব্র্যান্ড ছাড়াও একটি সাজসজ্জা, জীবনধারা এবং উপহার সামগ্রীর স্টোরের মালিক মানা।
১৪১৬
সুনীল এবং মানার প্রেমের কাহিনি মুচমুচে প্রেমের গল্পকেও হার মানাবে। সুনীল জানিয়েছিলেন, মানাকে প্রথম বার দেখেই প্রেমে পড়েন তিনি। অর্থাৎ, ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ হয়েছিল তাঁর।
১৫১৬
সুনীল এবং মানা ভিন্ন ধর্মের হওয়ার কারণে প্রথমে সুনীলের বাবা-মা তাঁদের সম্পর্ক মেনে নেননি। কিন্তু দম্পতি হাল ছাড়েননি। প্রায় ন’বছর ধরে একে অপরের সঙ্গে চুটিয়ে প্রেম করার পর তাঁরা বিয়ে করেন।
১৬১৬
১৯৯১ সালের ২৫ ডিসেম্বর বিয়ে করেন মানা এবং সুনীল। দম্পতির দু’টি সন্তান, কন্যা আথিয়া শেট্টি এবং পুত্র আহান শেট্টি রয়েছে। আথিয়া ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলকে বিয়ে করেছেন।