Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
Aamir Khan

Laal Singh Chaddha: অনেক বিতর্ক পার করে আসছে আমিরের ‘লাল সিংহ চড্ডা’, মুক্তির দিন নিয়েও চমক

১১ অগস্ট অর্থাৎ বৃহস্পতিবার মুক্তি পেতে চলেছে আমির খান ও করিনা কপূর খান অভিনীত ‘লাল সিংহ চড্ডা’।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১৬:৪৪
Share: Save:
০১ ২৪
‘স্টুপিড ইজ অ্যাজ স্টুপিজ ডাজ’— সেই বিখ্যাত সংলাপ। শোনা মাত্রই চোখের সামনে ভেসে ওঠে অভিনেতা টম হ্যাঙ্কসের মুখ। ১৯৯৪ সালে রবার্ট জেমেকিসের পরিচালনায় ‘ফরেস্ট গাম্প’ ছবিটি বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল।

‘স্টুপিড ইজ অ্যাজ স্টুপিজ ডাজ’— সেই বিখ্যাত সংলাপ। শোনা মাত্রই চোখের সামনে ভেসে ওঠে অভিনেতা টম হ্যাঙ্কসের মুখ। ১৯৯৪ সালে রবার্ট জেমেকিসের পরিচালনায় ‘ফরেস্ট গাম্প’ ছবিটি বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল।

০২ ২৪
শুধু তা-ই নয়, সেই বছর ‘দ্য লায়ন কিং’-এর পর এই সিনেমাটি হলিউড ফিল্মজগতে সবচেয়ে বেশি ব্যবসা করেছিল। ছবিটির চিত্রনাট্য যেমন সুন্দর, তেমনই সাবলীল অভিনয় করেছিলেন সকলে। ছবি মুক্তি পাওয়ার ২৮ বছর পরেও সিনেমাটি দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে অনবরত।

শুধু তা-ই নয়, সেই বছর ‘দ্য লায়ন কিং’-এর পর এই সিনেমাটি হলিউড ফিল্মজগতে সবচেয়ে বেশি ব্যবসা করেছিল। ছবিটির চিত্রনাট্য যেমন সুন্দর, তেমনই সাবলীল অভিনয় করেছিলেন সকলে। ছবি মুক্তি পাওয়ার ২৮ বছর পরেও সিনেমাটি দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে অনবরত।

০৩ ২৪
ছ’টি অ্যাকাডেমি পুরস্কার ছাড়াও ‘গোল্ডেন গ্লোবস’, ‘ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস’ ও ‘গিল্ড অ্যাওয়ার্ডস’ পেয়েছে ‘ফরেস্ট গাম্প’ ছবিটি। উইনস্টন গ্রুমের লেখা ‘ফরেস্ট গাম্প’ উপন্যাসের উপর ভিত্তি করে বানানো হয়।

ছ’টি অ্যাকাডেমি পুরস্কার ছাড়াও ‘গোল্ডেন গ্লোবস’, ‘ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস’ ও ‘গিল্ড অ্যাওয়ার্ডস’ পেয়েছে ‘ফরেস্ট গাম্প’ ছবিটি। উইনস্টন গ্রুমের লেখা ‘ফরেস্ট গাম্প’ উপন্যাসের উপর ভিত্তি করে বানানো হয়।

০৪ ২৪
তিন দশক পরে আবার এই ছবির হিন্দি রূপান্তর ‘লাল সিংহ চড্ডা’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই বৃহস্পতিবার। সাধারণত, শুক্রবারেই নতুন ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। কিন্তু, এই ছবির মুক্তির দিনেও রয়েছে চমক। শুক্রবার নয়, বৃহস্পতিবার রাখী বন্ধনের দিনেই মুক্তি পাচ্ছে ছবিটি। মূল চরিত্রে থাকবেন বলিউডের ‘পারফেকশনিস্ট’ আমির খান এবং করিনা কপূর খান। এ ছাড়াও পার্শ্বচরিত্রে রয়েছে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য এবং অভিনেত্রী মোনা সিংহ।

তিন দশক পরে আবার এই ছবির হিন্দি রূপান্তর ‘লাল সিংহ চড্ডা’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই বৃহস্পতিবার। সাধারণত, শুক্রবারেই নতুন ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। কিন্তু, এই ছবির মুক্তির দিনেও রয়েছে চমক। শুক্রবার নয়, বৃহস্পতিবার রাখী বন্ধনের দিনেই মুক্তি পাচ্ছে ছবিটি। মূল চরিত্রে থাকবেন বলিউডের ‘পারফেকশনিস্ট’ আমির খান এবং করিনা কপূর খান। এ ছাড়াও পার্শ্বচরিত্রে রয়েছে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য এবং অভিনেত্রী মোনা সিংহ।

০৫ ২৪
তবে, এই ছবি নির্মাণের সময় থেকেই জড়িয়ে রয়েছে বহু বিতর্ক, চলেছে অভিনেতাদের বদল, চরিত্রের বদলও। ছবি মুক্তির আগেই জেনে নিন এই সিনেমার খুঁটিনাটি।

তবে, এই ছবি নির্মাণের সময় থেকেই জড়িয়ে রয়েছে বহু বিতর্ক, চলেছে অভিনেতাদের বদল, চরিত্রের বদলও। ছবি মুক্তির আগেই জেনে নিন এই সিনেমার খুঁটিনাটি।

০৬ ২৪
আমির খান ও তাঁর প্রাক্তন-স্ত্রী কিরণ রাও এই সিনেমাটির যৌথ প্রযোজনা করেছেন। বিবাহ-বিচ্ছেদের পর এই প্রথম আমিরের সঙ্গে কাজ করছেন কিরণ। আমির নিজেও চার বছর পর বড়পর্দায় অভিনয় করছেন।

আমির খান ও তাঁর প্রাক্তন-স্ত্রী কিরণ রাও এই সিনেমাটির যৌথ প্রযোজনা করেছেন। বিবাহ-বিচ্ছেদের পর এই প্রথম আমিরের সঙ্গে কাজ করছেন কিরণ। আমির নিজেও চার বছর পর বড়পর্দায় অভিনয় করছেন।

০৭ ২৪
এর আগে ২০১৮ সালে ‘থাগস অব হিন্দোস্তান’ ছবিতে আমিরকে অভিনয় করতে দেখা গিয়েছিল। অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কইফ, ফতিমা সানা শেইখ-সহ বলিউডের এক ঝাঁক তারকা একসঙ্গে কাজ করার পরেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই ছবি।

এর আগে ২০১৮ সালে ‘থাগস অব হিন্দোস্তান’ ছবিতে আমিরকে অভিনয় করতে দেখা গিয়েছিল। অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কইফ, ফতিমা সানা শেইখ-সহ বলিউডের এক ঝাঁক তারকা একসঙ্গে কাজ করার পরেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই ছবি।

০৮ ২৪
এই সিনেমাটি মুক্তি পাওয়ার পর চার বছরের জন্য বড়পর্দা থেকে সাময়িক বিরতিতে ছিলেন আমির। তাঁকে বহু দিন পর আবার নতুন রূপে দেখা যাবে ‘লাল সিং চড্ডা’য়।

এই সিনেমাটি মুক্তি পাওয়ার পর চার বছরের জন্য বড়পর্দা থেকে সাময়িক বিরতিতে ছিলেন আমির। তাঁকে বহু দিন পর আবার নতুন রূপে দেখা যাবে ‘লাল সিং চড্ডা’য়।

০৯ ২৪
এমনকি, ‘থ্রি ইডিয়টস’, ‘তলাশ’ ছবির পর আবার একসঙ্গে বড়পর্দায় ফিরে আসছেন আমির-করিনা জুটি। ক্যামেরার সামনে তাঁদের সম্পর্কের রসায়ন ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।

এমনকি, ‘থ্রি ইডিয়টস’, ‘তলাশ’ ছবির পর আবার একসঙ্গে বড়পর্দায় ফিরে আসছেন আমির-করিনা জুটি। ক্যামেরার সামনে তাঁদের সম্পর্কের রসায়ন ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।

১০ ২৪
‘ফরেস্ট গাম্প’ ছবির অনুকরণে তৈরি করা হলেও এই ছবিতে চরিত্রের নাম বদল করা হয়েছে। ফরেস্ট গাম্প চরিত্রের নাম বদল করে লাল সিংহ চড্ডা রাখা হয়েছে।

‘ফরেস্ট গাম্প’ ছবির অনুকরণে তৈরি করা হলেও এই ছবিতে চরিত্রের নাম বদল করা হয়েছে। ফরেস্ট গাম্প চরিত্রের নাম বদল করে লাল সিংহ চড্ডা রাখা হয়েছে।

১১ ২৪
করিনাকে অভিনয় করতে দেখা গিয়েছে লাল সিংহ চড্ডার বান্ধবীর ভূমিকায়। ‘ফরেস্ট গাম্প’-এ অভিনেত্রী রবিন রাইট যে চরিত্রে দুর্ধর্ষ অভিনয় করেছিলেন, তা-ই আবার বড়পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন বলিউডের ‘বেবো’।

করিনাকে অভিনয় করতে দেখা গিয়েছে লাল সিংহ চড্ডার বান্ধবীর ভূমিকায়। ‘ফরেস্ট গাম্প’-এ অভিনেত্রী রবিন রাইট যে চরিত্রে দুর্ধর্ষ অভিনয় করেছিলেন, তা-ই আবার বড়পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন বলিউডের ‘বেবো’।

১২ ২৪
‘ফরেস্ট গাম্প’ ছবিতে ফরেস্টের প্রিয় বন্ধুর চরিত্রে (বাব্বার ভূমিকায়) অভিনয় করেছিলেন মাইকেটি উইলিয়ামসন। ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে এই চরিত্রে অভিনয় করেছেন তেলুগু অভিনেতা নাগা চৈতন্য। চরিত্রের নাম বালারাজু।

‘ফরেস্ট গাম্প’ ছবিতে ফরেস্টের প্রিয় বন্ধুর চরিত্রে (বাব্বার ভূমিকায়) অভিনয় করেছিলেন মাইকেটি উইলিয়ামসন। ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে এই চরিত্রে অভিনয় করেছেন তেলুগু অভিনেতা নাগা চৈতন্য। চরিত্রের নাম বালারাজু।

১৩ ২৪
তবে, প্রথমে এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন অভিনেতা বিজয় সেথুপতি। কিন্তু শ্যুটিংয়ের সময় বের করতে পারবেন না বলে বিজয় এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তার পরেই নাগার্জুন-পুত্র নাগা চৈতন্য এই চরিত্রে অভিনয় করতে রাজি হন।

তবে, প্রথমে এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন অভিনেতা বিজয় সেথুপতি। কিন্তু শ্যুটিংয়ের সময় বের করতে পারবেন না বলে বিজয় এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তার পরেই নাগার্জুন-পুত্র নাগা চৈতন্য এই চরিত্রে অভিনয় করতে রাজি হন।

১৪ ২৪
এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, অভিনেতার বদল হওয়ায় চরিত্রায়নেও বদল আনতে হয়েছিল। বিজয় সেথুপতিকে কল্পনা করে এক তামিলভাষী সেনার চরিত্র গঠন করেছিলেন চিত্রনাট্যকার অতুল কুলকার্নি।

এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, অভিনেতার বদল হওয়ায় চরিত্রায়নেও বদল আনতে হয়েছিল। বিজয় সেথুপতিকে কল্পনা করে এক তামিলভাষী সেনার চরিত্র গঠন করেছিলেন চিত্রনাট্যকার অতুল কুলকার্নি।

১৫ ২৪
কিন্তু বিজয় মানা করে দেওয়ায় চরিত্রের গঠনে বদল করেন অতুল। তেলুগুভাষী একটি চরিত্র তৈরি করেন অভিনেতার জন্য। ফলে, মূল কাহিনিতেও সামান্য পরিবর্তন আসে।

কিন্তু বিজয় মানা করে দেওয়ায় চরিত্রের গঠনে বদল করেন অতুল। তেলুগুভাষী একটি চরিত্র তৈরি করেন অভিনেতার জন্য। ফলে, মূল কাহিনিতেও সামান্য পরিবর্তন আসে।

১৬ ২৪
এই ছবির নির্মাণ নিয়েও আমির-অতুলের মধ্যে ঠান্ডা লড়াই চলেছিল। ‘ফরেস্ট গাম্প’ ছবির অনুকরণে একটি হিন্দি রিমেক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন বলে আমিরকে জানিয়েছিলেন অতুল।

এই ছবির নির্মাণ নিয়েও আমির-অতুলের মধ্যে ঠান্ডা লড়াই চলেছিল। ‘ফরেস্ট গাম্প’ ছবির অনুকরণে একটি হিন্দি রিমেক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন বলে আমিরকে জানিয়েছিলেন অতুল।

১৭ ২৪
আমির তার প্রস্তাব শুনে জানিয়েছিলেন, একই গল্প নিয়ে দ্বিতীয় ছবি তৈরি করা সম্ভব নয়। তার ১৫ দিন পরেই সম্পূর্ণ চিত্রনাট্য লিখে শেষ করেছিলেন অতুল। চিত্রনাট্য শেষ হলে অভিনেতাকে পড়ে দেখার জন্য অনুরোধ করেন প্রযোজক।

আমির তার প্রস্তাব শুনে জানিয়েছিলেন, একই গল্প নিয়ে দ্বিতীয় ছবি তৈরি করা সম্ভব নয়। তার ১৫ দিন পরেই সম্পূর্ণ চিত্রনাট্য লিখে শেষ করেছিলেন অতুল। চিত্রনাট্য শেষ হলে অভিনেতাকে পড়ে দেখার জন্য অনুরোধ করেন প্রযোজক।

১৮ ২৪
কাজে-অকাজে দু’জনের দেখা হওয়া সত্ত্বেও আমির কখনও এই প্রসঙ্গে কথা বলতেন না। কয়েক বছর পর অতুল নিজে থেকেই আবার আমিরকে অনুরোধ করেন। আমিরের মতে, অতুল তাঁর ঘনিষ্ঠ বন্ধু বলে তিনি কিছু বলেননি। কিন্তু ১৫ দিনের মধ্যে ‘ফরেস্ট গাম্প’-এর মতো ছবি নিয়ে দ্বিতীয় কোনও চিত্রনাট্য লেখা যায় না।

কাজে-অকাজে দু’জনের দেখা হওয়া সত্ত্বেও আমির কখনও এই প্রসঙ্গে কথা বলতেন না। কয়েক বছর পর অতুল নিজে থেকেই আবার আমিরকে অনুরোধ করেন। আমিরের মতে, অতুল তাঁর ঘনিষ্ঠ বন্ধু বলে তিনি কিছু বলেননি। কিন্তু ১৫ দিনের মধ্যে ‘ফরেস্ট গাম্প’-এর মতো ছবি নিয়ে দ্বিতীয় কোনও চিত্রনাট্য লেখা যায় না।

১৯ ২৪
অতুল ভাল লিখতে পারবেন না এমন ধারণা থাকলেও এই কথা অতুলকে জানালে তিনি হতাশ হবেন। তাই আর এই প্রসঙ্গে কোনও কথা বলেননি আমির। কিন্তু বার বার অনুরোধ করার পর অবশেষে আমির চিত্রনাট্যটি পড়ে দেখেন। পড়ার পর খুব পছন্দও হয় তাঁর।

অতুল ভাল লিখতে পারবেন না এমন ধারণা থাকলেও এই কথা অতুলকে জানালে তিনি হতাশ হবেন। তাই আর এই প্রসঙ্গে কোনও কথা বলেননি আমির। কিন্তু বার বার অনুরোধ করার পর অবশেষে আমির চিত্রনাট্যটি পড়ে দেখেন। পড়ার পর খুব পছন্দও হয় তাঁর।

২০ ২৪
সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, প্যারামাউন্ট পিকচার্স-এর কাছ থেকে ‘ফরেস্ট গাম্প’ ছবির স্বত্ব কিনতেই ১০ বছর সময় লাগে। এক সাক্ষাৎকারে অতুল বলেন ‘‘চিত্রনাট্যের চেয়েও বেশি কৃতিত্ব আমিরের। চরিত্রটি শিখ। তবে আমি সমস্ত সংলাপ হিন্দিতে লিখেছিলাম। কিন্তু আমির আর ছবির পরিচালক অদ্বৈত মনে করেন, পঞ্জাবি ভাষায় কথা বলা উচিত। তাই আমার সংলাপগুলো পঞ্জাবি ভাষায় অনুবাদ করা হয়েছিল।’’

সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, প্যারামাউন্ট পিকচার্স-এর কাছ থেকে ‘ফরেস্ট গাম্প’ ছবির স্বত্ব কিনতেই ১০ বছর সময় লাগে। এক সাক্ষাৎকারে অতুল বলেন ‘‘চিত্রনাট্যের চেয়েও বেশি কৃতিত্ব আমিরের। চরিত্রটি শিখ। তবে আমি সমস্ত সংলাপ হিন্দিতে লিখেছিলাম। কিন্তু আমির আর ছবির পরিচালক অদ্বৈত মনে করেন, পঞ্জাবি ভাষায় কথা বলা উচিত। তাই আমার সংলাপগুলো পঞ্জাবি ভাষায় অনুবাদ করা হয়েছিল।’’

২১ ২৪
এই ছবিতে অভিনয় করার জন্য আমিরকে ২০ কেজি ওজন কমাতেও হয়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে, বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানকেও এই ছবিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তবে, এর সত্যতা ঠিক কতটা, তা জানা যায়নি।

এই ছবিতে অভিনয় করার জন্য আমিরকে ২০ কেজি ওজন কমাতেও হয়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে, বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানকেও এই ছবিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তবে, এর সত্যতা ঠিক কতটা, তা জানা যায়নি।

২২ ২৪
কলকাতা, কেরল, হিমাচল প্রদেশ, গোয়া, রাজস্থান, লাদাখ-সহ ভারতের মোট ১০০টি জায়গায় এই সিনেমার শ্যুটিং করা হয়েছে। তামিল ও তেলুগু ভাষাতেও এই ছবি দেখানো হবে। ২০২০ সালের বড়দিনের সময় এই ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও অতিমারির জন্য তা ক্রমশ পিছিয়ে আগামী বৃহস্পতিবারে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘লাল সিংহ চড্ডা’। ইতিমধ্যেই নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্ম এই ছবির স্বত্ব কিনে রেখেছে।

কলকাতা, কেরল, হিমাচল প্রদেশ, গোয়া, রাজস্থান, লাদাখ-সহ ভারতের মোট ১০০টি জায়গায় এই সিনেমার শ্যুটিং করা হয়েছে। তামিল ও তেলুগু ভাষাতেও এই ছবি দেখানো হবে। ২০২০ সালের বড়দিনের সময় এই ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও অতিমারির জন্য তা ক্রমশ পিছিয়ে আগামী বৃহস্পতিবারে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘লাল সিংহ চড্ডা’। ইতিমধ্যেই নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্ম এই ছবির স্বত্ব কিনে রেখেছে।

২৩ ২৪
হায়দরাবাদে এই ছবির প্রিমিয়ার হলেও অভিনেতার ইচ্ছা, তিনি টম হ্যাঙ্কসকেও এই ছবিটি দেখাবেন। ‘লাল সিংহ চড্ডা’ দেখার পর তাঁর কেমন অনুভূতি, সে বিষয়ে জানার জন্য উৎসুক আমির। ছবি মুক্তির আগেই টিকিট বুক করা শুরু হয়ে গিয়েছে।

হায়দরাবাদে এই ছবির প্রিমিয়ার হলেও অভিনেতার ইচ্ছা, তিনি টম হ্যাঙ্কসকেও এই ছবিটি দেখাবেন। ‘লাল সিংহ চড্ডা’ দেখার পর তাঁর কেমন অনুভূতি, সে বিষয়ে জানার জন্য উৎসুক আমির। ছবি মুক্তির আগেই টিকিট বুক করা শুরু হয়ে গিয়েছে।

২৪ ২৪
ভারত জুড়ে ৩,৫০০টি প্রেক্ষাগৃহে এই ছবিটি দেখানো হবে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। সারা দিনে ১০ হাজারটি শো দেখানো হবে বলে জানানো হয়েছে।

ভারত জুড়ে ৩,৫০০টি প্রেক্ষাগৃহে এই ছবিটি দেখানো হবে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। সারা দিনে ১০ হাজারটি শো দেখানো হবে বলে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy