Advertisement
০৩ জানুয়ারি ২০২৫
Khareshwari Baba

এক পায়ে দাঁড়িয়ে চার বছর! কোন স্বপ্নপূরণ করতে ‘ভীষ্ম প্রতিজ্ঞা’ খড়েশ্বরী বাবার?

খড়েশ্বরী বাবা নাগা সন্ন্যাসীদের জুনা আখড়ার সাধু। তাঁর আসল নাম মহন্ত রূপগিরি। উজ্জয়িনী কুম্ভমেলার আগে এক পায়ে দাঁড়িয়ে থাকার এই সিদ্ধান্ত নিয়েছিলেন মহন্ত রূপগিরি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ মে ২০২৩ ১০:২৪
Share: Save:
০১ ১৭
Khareshwari Baba

খড়েশ্বরী বাবা। অর্থাৎ যিনি সব সময় দাঁড়িয়ে থাকেন। শীত, গ্রীষ্ম, বর্ষা না বসে, না শুয়ে ঠায় দাঁড়িয়ে থাকেন এই সাধুরা। এমনকি, খড়েশ্বরী বাবারা ঘুমোনও দাঁড়িয়ে দাঁড়িয়ে।

০২ ১৭
Khareshwari Baba

আশ্চর্যের বিষয় যে, এক বা দু’দিন নয়, বছরের পর বছর ধরে এক পায়ে ঠায় দাঁড়িয়ে থাকেন খড়েশ্বরী সাধুরা।

০৩ ১৭
Khareshwari Baba

মূলত ভারতেই খড়েশ্বরী সাধুদের দেখতে পাওয়া যায়। তবে ভারত ছাড়াও একাধিক দেশে তাঁদের উপস্থিতি রয়েছে।

০৪ ১৭
Khareshwari Baba

খড়েশ্বরী বাবারা সাধারণত ঐতিহ্যগত ভাবে একটি গাছের নীচে দাঁড়িয়ে থাকেন। এটি বিশেষ যোগাসন করতে করতে দাঁড়িয়ে থাকেন তাঁরা।

০৫ ১৭
Khareshwari Baba

এই খড়েশ্বরী সাধুদের মধ্যেই অন্যতম গাজিয়াবাদের খড়েশ্বরী বাবা। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য বিগত বহু বছর ধরে একটানা এক পায়ে দাঁড়িয়ে থাকার সংকল্প নিয়েছেন তিনি।

০৬ ১৭
Khareshwari Baba

গাজিয়াবাদের খড়েশ্বরী বাবা গত চার বছরে এক মুহূর্তের জন্যও বসেননি। কখনও তাঁকে শুতেও দেখা যায়নি। সারা ক্ষণ তিনি রয়েছেন শুধু এক পায়ে দাঁড়িয়ে।

০৭ ১৭
Khareshwari Baba

গাজিয়াবাদ থেকে প্রয়াগরাজে আসা খড়েশ্বরী বাবা সংকল্প করেছেন, যত ক্ষণ না অযোধ্যায় রামমন্দির এবং গাজিয়াবাদে শিবমন্দির তৈরি না হয়, তত ক্ষণ তিনি এক পায়ে দাঁড়িয়ে থাকবেন।

০৮ ১৭
Khareshwari Baba

মন্দির দু’টি তৈরি না হওয়া পর্যন্ত তিনি কোনও খাবার ছুঁয়ে দেখবেন না বলেও সংকল্প নিয়েছেন গাজিয়াবাদের খড়েশ্বরী বাবা।

০৯ ১৭
Khareshwari Baba

খড়েশ্বরী বাবা নাগা সন্ন্যাসীদের জুনা আখড়ার সাধু। তাঁর আসল নাম মহন্ত রূপগিরি। উজ্জয়িনী কুম্ভমেলার আগে এক পায়ে দাঁড়িয়ে থাকার এই সিদ্ধান্ত নিয়েছিলেন মহন্ত রূপগিরি।

১০ ১৭
Khareshwari Baba

খড়েশ্বরী বাবা গত প্রায় চার বছর ধরে তাঁর গুরু মহন্ত স্বামী নারায়ণ গিরির সঙ্গে দুধেশ্বর শিবমন্দিরের সামনে এই সংকল্প পূরণ করে চলেছেন।

১১ ১৭
Khareshwari Baba

খড়েশ্বরী বাবা সারাক্ষণ দাঁড়িয়ে থাকেন দোলনায় ভর দিয়ে। দাঁড়িয়ে দাঁড়িয়েই আরাধনা করেন ভগবানের। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফল খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়েন।

১২ ১৭
Khareshwari Baba

খড়েশ্বরী বাবা রূপগিরি জানিয়েছেন, মন্দির নির্মাণের স্বার্থে তিনি নিজের শরীরে অত্যাচার করার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।

১৩ ১৭
Khareshwari Baba

শাস্ত্র অনুসারে, যে সমস্ত সাধু সারা জীবন বা একটি নির্দিষ্ট সময়ের জন্য এই সংকল্প গ্রহণ করেন, তাঁদের খড়েশ্বরী বলা হয়।

১৪ ১৭
Khareshwari Baba

প্রয়াগরাজের কুম্ভমেলায় মানুষের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন খড়েশ্বরী বাবা।

১৫ ১৭
Khareshwari Baba

বছরের পর বছর টানা দাঁড়িয়ে থাকার কারণে অনেক সময় খড়েশ্বরী সাধুদের পা ফুলে যায় এবং পায়ে আলসার হয়ে যায়।

১৬ ১৭
Khareshwari Baba

সপ্তদশ শতাব্দীতেও ভারতে খড়েশ্বরী সাধুরা ছিলেন বলে বহু প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

১৭ ১৭
Khareshwari Baba

অস্ট্রেলিয়ার বিখ্যাত লেখক গ্রেগরি ডেভিড রবার্টসের বিখ্যাত উপন্যাস ‘শান্তরাম’-এও খড়েশ্বরীদের বর্ণনা রয়েছে।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy