Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Jyanti Kanani

বাবা ছিলেন হিরে কারখানার শ্রমিক, ছেলে কোটি কোটির ক্রিপ্টো সাম্রাজ্যের মালিক! অবাক করবে জয়ন্তীর কাহিনি

আমদাবাদে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম জয়ন্তীর। তাঁর বাবা একটি হিরের কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন। দারিদ্রের কারণে ছেলের ছোটখাটো আবদার এবং চাহিদাগুলিও পূরণ করতে পারেননি তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৩ ১৪:৪৯
Share: Save:
০১ ১৬
All you need to know about Jyanti Kanani, co-founder of a crypto block chain platform

বাবা ছিলেন হিরে কারখানার সামান্য কর্মচারী। ছেলের ছোটখাটো আবদার পূরণ করার ক্ষমতাও ছিল না তাঁর। সেই ছেলেই বর্তমানে কোটি কোটি টাকার ক্রিপ্টো সাম্রাজ্যের মালিক। কথা হচ্ছে জয়ন্তী কানানির। যাঁর সাফল্যের কাহিনি হার মানাবে যে কোনও সিনেমার গল্পকেও।

০২ ১৬
All you need to know about Jyanti Kanani, co-founder of a crypto block chain platform

আমদাবাদে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম জয়ন্তীর। তাঁর বাবা একটি হিরের কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন। দারিদ্রের কারণে ছেলের ছোটখাটো আবদার এবং চাহিদাগুলিও পূরণ করতে পারেননি তিনি।

০৩ ১৬
All you need to know about Jyanti Kanani, co-founder of a crypto block chain platform

স্কুলের বেতন দেওয়ার মতো টাকাও নাকি ছিল না জয়ন্তীর বাবার। তবে জয়ন্তীর বাবা ছেলের শিক্ষায় কোনও ত্রুটি রাখেননি। অনেক কষ্ট করেও ছেলেকে স্কুলে পাঠিয়েছেন। ছেলের উচ্চশিক্ষার জন্য ঋণও নিতে হয়েছিল তাঁকে।

০৪ ১৬
All you need to know about Jyanti Kanani, co-founder of a crypto block chain platform

জয়ন্তীর বাবার একমাত্র স্বপ্ন ছিল, ছেলে যেন ভাল একটা চাকরি পায়। তাঁর মতো দারিদ্রে জীবন যেন কাটাতে না হয় জয়ন্তীকে।

০৫ ১৬
All you need to know about Jyanti Kanani, co-founder of a crypto block chain platform

ছোটবেলা থেকেই পড়াশোনায় ভাল ছিলেন জয়ন্তী। কোনও রকমে স্কুলের গণ্ডি পেরিয়ে একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন তিনি।

০৬ ১৬
All you need to know about Jyanti Kanani, co-founder of a crypto block chain platform

ইঞ্জিনিয়ারিং-এর একটি শাখায় স্নাতক হওয়ার পর সামান্য বেতনের চাকরিতে পুণের একটি সংস্থায় যোগ দেন জয়ন্তী।

০৭ ১৬
All you need to know about Jyanti Kanani, co-founder of a crypto block chain platform

এর মধ্যেই দৃষ্টিশক্তি হারান জয়ন্তীর বাবা। বাবার দেখভাল করার জন্য চাকরি ছেড়ে দিয়ে বাড়ি ফিরে আসেন জয়ন্তী। কয়েক দিন সুখের মুখ দেখলেও আবার আর্থিক সঙ্কটের মুখোমুখি হতে হয় জয়ন্তীর পরিবারকে।

০৮ ১৬
All you need to know about Jyanti Kanani, co-founder of a crypto block chain platform

ছোটবেলা থেকেই চাকরির প্রতি বিশেষ ঝোঁক ছিল না জয়ন্তীর। ইচ্ছা ছিল নিজের পায়ে দাঁড়ানোর। তাই ঠিক করেন আর্থিক অনটন থাকলেও আর চাকরি করবেন না। ছোটখাটো কোনও ব্যবসা খুলবেন।

০৯ ১৬
All you need to know about Jyanti Kanani, co-founder of a crypto block chain platform

সুযোগের সন্ধানে বিভিন্ন উদ্যোগপতির দরজায় দরজায় ঘুরতে থাকেন জয়ন্তী। বেশ কয়েক জন উদ্যোক্তার সঙ্গেও দেখা করেন তিনি। এর মধ্যেই ঠিক করেন ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত কোনও ‘স্টার্টআপ’ ব্যবসা শুরু করবেন।

১০ ১৬
All you need to know about Jyanti Kanani, co-founder of a crypto block chain platform

২০১৭ সালে সন্দীপ নেলিওয়াল এবং অনুরাগ অর্জুনের সঙ্গে মিলে জয়ন্তী ওই ক্রিপ্টো সংক্রান্ত সংস্থা তৈরি করেন। পরে সার্বিয়ার প্রযুক্তি বিশেষজ্ঞ মিহালিও বাজেলিক চতুর্থ সহ-প্রতিষ্ঠাতা হিসাবে সংস্থায় যোগ দেন।

১১ ১৬
All you need to know about Jyanti Kanani, co-founder of a crypto block chain platform

জয়ন্তীদের ওই ক্রিপ্টো সংক্রান্ত সংস্থা আসলে একটি ‘ব্লকচেন প্ল্যাটফর্ম’। যা ক্রিপ্টোমুদ্রা ব্যবহারকারীদের লেনদেনের খতিয়ান রাখতে এবং তথ্য নিরাপদ রাখতে সাহায্য করে।

১২ ১৬
All you need to know about Jyanti Kanani, co-founder of a crypto block chain platform

সংস্থাটি শীঘ্রই আমেরিকার বিখ্যাত বিনিয়োগকারী মার্ক কিউবানের দৃষ্টি আকর্ষণ করে। জয়ন্তীদের সংস্থায় প্রচুর টাকাও বিনিয়োগ করেন তিনি।

১৩ ১৬
All you need to know about Jyanti Kanani, co-founder of a crypto block chain platform

জয়ন্তীর সংস্থা ইতিমধ্যেই ক্রিপ্টোমুদ্রার জগতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তিন বছরে প্রচুর টাকার মুখও দেখেছে এই সংস্থা।

১৪ ১৬
All you need to know about Jyanti Kanani, co-founder of a crypto block chain platform

ছোটবেলা থেকে প্রচুর কষ্ট করে নিজের চেষ্টায় জয়ন্তী আজ বহু কোটি টাকার ক্রিপ্টো সাম্রাজ্যের সহ-প্রতিষ্ঠাতা। তাঁর নিজের সম্পত্তির পরিমাণও নেহাত কম নয়।

১৫ ১৬
All you need to know about Jyanti Kanani, co-founder of a crypto block chain platform

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালেও বিভিন্ন দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে ৪৫ কোটি ডলারের বিনিয়োগ পেয়েছে জয়ন্তীদের সংস্থা।

১৬ ১৬
All you need to know about Jyanti Kanani, co-founder of a crypto block chain platform

জয়ন্তীর সাফল্যকাহিনি তাঁর মতো হাজার হাজার যুবকের অনুপ্রেরণার কারণ হয়ে উঠেছে। কঠিন পরিশ্রম এবং অধ্যবসায় যে সাফল্য আনবেই— তার অন্যতম নিদর্শন হয়ে উঠেছেন জয়ন্তী।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy