Advertisement
২২ নভেম্বর ২০২৪
Gunman Attack in Moscow

অবস্থান-গুরুত্ব না অন্য কোনও কারণ! মস্কোয় হামলার জন্য কেন ক্রকাসকেই বেছে নিল জঙ্গিরা?

এই প্রথম নয়, এর আগেও মস্কোর এক থিয়েটার হলে হামলা চালিয়েছিল জঙ্গিরা। ২০০২ সালে মস্কোর দুব্রোভকা থিয়েটার হলে কনসার্ট চলাকালীন হামলা চালায় চেচেন জঙ্গিরা। ওই ঘটনায় নিহত হয়েছিলেন ১৭২ জন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ১১:৫৪
Share: Save:
০১ ২২
All you need to know about Gunman Attack in Moscow Crocus City Hall

শুক্রবার রাতে রাশিয়ার রক ব্যান্ড ‘পিকনিক’-এর একটি কনসার্টের জন্য প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন মস্কোর ক্রকাস সিটি হলে।

০২ ২২
All you need to know about Gunman Attack in Moscow Crocus City Hall

২০০৯ সালে তৈরি হওয়া সেই ঝলমলে হলে বহু নামীদামি শিল্পীকে অনুষ্ঠান করতে দেখেছে মস্কো।

০৩ ২২
All you need to know about Gunman Attack in Moscow Crocus City Hall

তেমনই শুক্রবারও রাশিয়ার ওই জনপ্রিয় রক ব্যান্ডের গান শোনার জন্য উৎসুক শ্রোতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

০৪ ২২
All you need to know about Gunman Attack in Moscow Crocus City Hall

ক্রকাস সিটি হলে প্রায় সাত হাজার দর্শকের বসার বন্দোবস্ত রয়েছে। শুক্রবার অত দর্শক না হলেও খুব কমও ছিল না।

০৫ ২২
All you need to know about Gunman Attack in Moscow Crocus City Hall

গিটারের তারে টান দিয়ে এবং গলা মিলিয়ে সঠিক সময়েই গান গাওয়া শুরু করেছিলেন ‘পিকনিক’-এর সদস্যেরা। হঠাৎই বিকট আওয়াজ। গান থামিয়ে দেয় ব্যান্ড। কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান শ্রোতারা।

০৬ ২২
All you need to know about Gunman Attack in Moscow Crocus City Hall

কিছু ক্ষণেই কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো কনসার্ট হল। খসে পড়ে ছাদের একাংশ। বাইরে গুলির আওয়াজও শুনতে পাওয়া যায়। তত ক্ষণে গান শুনতে আসা শ্রোতারা বিপদের আন্দাজ করে ফেলেছিলেন। পড়িমড়ি দৌড়তে শুরু করেন। অনেকে বাইরে বেরিয়ে যান। অনেকে আটকেও পড়েন।

০৭ ২২
All you need to know about Gunman Attack in Moscow Crocus City Hall

কনসার্ট হলে হামলা চালানো জনা পাঁচেক বন্দুকবাজ তত ক্ষণে দর্শকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে দিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত সে দেশের এক সাংবাদিক জানিয়েছেন, প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত চলা সেই হামলা থেকে বাঁচতে অনেকেই মাটিতে শুয়ে পড়েছিলেন। গুলি চালানো বন্ধ হলে লোকজন সেখান থেকে হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করেন।

০৮ ২২
All you need to know about Gunman Attack in Moscow Crocus City Hall

রাশিয়ার আপৎকালীন মন্ত্রক তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, হামলার হাত থেকে বাঁচতে হলের বেসমেন্টে প্রায় ১০০ জন আশ্রয় নিয়েছিলেন। হলের ভাঙা ছাদেও আশ্রয় নিয়েছিলেন অনেকে।

০৯ ২২
All you need to know about Gunman Attack in Moscow Crocus City Hall

হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং অ্যাম্বুল্যান্স। শুরু হয় উদ্ধারকাজ। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। যাঁরা অক্ষত ছিলেন, তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সরিয়ে নিয়ে যাওয়া হয় ‘পিকনিক’ ব্যান্ডের সদস্যদেরও।

১০ ২২
All you need to know about Gunman Attack in Moscow Crocus City Hall

সেই ঘটনায় এখনও পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা শতাধিক। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা সঙ্কটজনক বলেও রাশিয়ার একাধিক সংবামাধ্যম জানিয়েছে।

১১ ২২
All you need to know about Gunman Attack in Moscow Crocus City Hall

মস্কোর কনসার্ট হলে ওই হামলার ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। একটি টেলিগ্রাম চ্যানেলে নিষিদ্ধ সেই জঙ্গিগোষ্ঠী রাশিয়ার রাজধানীতে হামলা চালানোর কথা মেনে নিয়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে।

১২ ২২
All you need to know about Gunman Attack in Moscow Crocus City Hall

তবে এই প্রথম নয়, এর আগেও মস্কোর এক থিয়েটার হলে হামলা চালিয়েছিল জঙ্গিরা। ২০০২ সালে মস্কোর দুব্রোভকা থিয়েটার হলে কনসার্ট চলাকালীন হামলা চালায় চেচেন জঙ্গিরা। ওই ঘটনায় নিহত হয়েছিলেন ১৭২ জন। রুশ কমান্ডোদের প্রত্যাঘাতে খতম হয় জঙ্গিরাও।

১৩ ২২
All you need to know about Gunman Attack in Moscow Crocus City Hall

তবে ক্রকাস সিটি হলে এই ধরনের হামলার নজির অতীতে নেই। প্রতি বছরই বিভিন্ন দেশি-বিদেশি অনুষ্ঠানের আসন বসে ওই প্রেক্ষাগৃহে। গান শুনিয়ে যান নামী শিল্পীরা।

১৪ ২২
All you need to know about Gunman Attack in Moscow Crocus City Hall

ক্রাসনোগর্স্ক জেলার ক্রকাস শহরে মস্কো রিং রোডের কাছেই রয়েছে ক্রকাস সিটি মল। সেই মলেরই লাগোয়া প্রেক্ষাগৃহ।

১৫ ২২
All you need to know about Gunman Attack in Moscow Crocus City Hall

২০০৯ সালের ২৫ অক্টোবর ব্যবসায়ী আরাস আগালারভ এই মল এবং প্রেক্ষাগৃহের তৈরি করেন।

১৬ ২২
All you need to know about Gunman Attack in Moscow Crocus City Hall

প্রেক্ষাগৃহের পাশাপাশি ওই চত্বরে রয়েছে ক্রোকাস এক্সপো, ভেগাস সিটি হল-সহ একাধিক নামী হোটেল এবং রেস্তোরাঁ।

১৭ ২২
All you need to know about Gunman Attack in Moscow Crocus City Hall

অতীতে এরিক ক্ল্যাপটন এবং জো ককারের মতো গায়ক ওই কনসার্ট হলে অনুষ্ঠান করে গিয়েছেন। গান গেয়ে গিয়েছে অনেক নামী ব্যান্ড। রাশিয়ার অনেক নামী পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হয়েছে সেখানে।

১৮ ২২
All you need to know about Gunman Attack in Moscow Crocus City Hall

২০১৩ সালে বিশ্বমানের এক সৌন্দর্য প্রতিযোগিতার আসর বসেছিল ওই প্রেক্ষাগৃহে। সেই হলেই শুক্র-রাতে হামলা চালায় আইএস জঙ্গিরা।

১৯ ২২
All you need to know about Gunman Attack in Moscow Crocus City Hall

অনেকে মনে করছেন গুরুত্বপূর্ণ অবস্থান এবং জনবহুল হওয়ার কারণেই হামলার জন্য ওই প্রেক্ষাগৃহকে বেছে নিয়েছে আইএস জঙ্গিরা। পাশাপাশি, ওই হলে একসঙ্গে অনেক দর্শক বসতে পারেন। তাই নাশকতা ছড়ানোর জন্য ওই হলকে জঙ্গিরা বেছে নিয়েছে বলেও মত অনেকের।

২০ ২২
All you need to know about Gunman Attack in Moscow Crocus City Hall

২০১৫ সালে প্যারিসের ব্যাটাক্লান কনসার্ট হলের সঙ্গেও ক্রকাস সিটি হলের হামলার মিল খুঁজে পেয়েছেন অনেকে।

২১ ২২
All you need to know about Gunman Attack in Moscow Crocus City Hall

মস্কোর হামলার ঘটনায় টাস্ক ফোর্স গঠন করে তদন্ত শুরু করেছে সে দেশের পুলিশ। রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা এই হামলাকে জঙ্গিহানা বলে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, “সকল আন্তর্জাতিক সম্প্রদায়ের অবশ্যই এই জঘন্য অপরাধের নিন্দা করা উচিত।”

২২ ২২
All you need to know about Gunman Attack in Moscow Crocus City Hall

মস্কোয় আইএস জঙ্গিগোষ্ঠীর হামলার নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ‘এক্স (সাবেক টুইটার)’ হ্যান্ডলে পোস্ট করে মোদী লেখেন, ‘‘আমরা মস্কোয় জঙ্গি হামলার তীব্র নিন্দা করছি। নিহতদের পরিবারের জন্য আমরা প্রার্থনা করছি। এই শোকের সময়ে রাশিয়ার সরকার এবং জনগণের পাশে রয়েছে ভারত।’’ এই হামলার নিন্দা করেছে আমেরিকাও। তবে তারা এ-ও জানিয়েছে, এই হামলার সঙ্গে ইউক্রেনের কোনও প্রকার যোগ নেই।

সব ছবি: রয়টার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy