Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Gawa Denzongpa

অসুস্থ মায়ের শেষ ইচ্ছা রাখতে বিয়ে করেন, ড্যানির স্ত্রী চোগিয়াল বংশের শেষ রাজকুমারী

পূর্ব ভারতের চোগিয়াল বংশের শেষ বংশধর বর্তমানে বলিউডের বিখ্যাত খলনায়ক ড্যানি ডেনজোংপার জীবনসঙ্গিনী।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ ১৬:০৩
Share: Save:
০১ ১০
গাওয়া ডেনজোংপা। চোগিয়াল বংশের শেষ বংশধর। সিকিম, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ে শাসন চালাত এই চোগিয়াল বংশ। গাওয়া উত্তরাধিকার সূত্রে এই বংশের শেষ রাজকুমারী। কিন্তু ভাগ্যের চাকা ঘুরে তিনি পাহাড়ের কোল থেকে সোজা গিয়ে পৌঁছলেন টিনসেল নগরীতে, বলিউডের বিখ্যাত খলনায়ক ড্যানির জীবনসঙ্গিনী হয়ে।

গাওয়া ডেনজোংপা। চোগিয়াল বংশের শেষ বংশধর। সিকিম, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ে শাসন চালাত এই চোগিয়াল বংশ। গাওয়া উত্তরাধিকার সূত্রে এই বংশের শেষ রাজকুমারী। কিন্তু ভাগ্যের চাকা ঘুরে তিনি পাহাড়ের কোল থেকে সোজা গিয়ে পৌঁছলেন টিনসেল নগরীতে, বলিউডের বিখ্যাত খলনায়ক ড্যানির জীবনসঙ্গিনী হয়ে।

০২ ১০
তবে ড্যানির সঙ্গে তাঁর পরিচয় অন্য ভাবে। ১৯৮৯ সালে গ্যাংটকে গিয়েছিলেন ড্যানির মা। সেখানে যাওয়ার পর গাওয়ার সঙ্গে দেখা হয় তাঁর। প্রথম দেখাতেই গাওয়াকে পছন্দ করেন তিনি। ড্যানির মা চাইছিলেন, গাওয়াকেই ড্যানি বিয়ে করুক।

তবে ড্যানির সঙ্গে তাঁর পরিচয় অন্য ভাবে। ১৯৮৯ সালে গ্যাংটকে গিয়েছিলেন ড্যানির মা। সেখানে যাওয়ার পর গাওয়ার সঙ্গে দেখা হয় তাঁর। প্রথম দেখাতেই গাওয়াকে পছন্দ করেন তিনি। ড্যানির মা চাইছিলেন, গাওয়াকেই ড্যানি বিয়ে করুক।

০৩ ১০
সিকিমেই বড় হয়ে ওঠা গাওয়ার। ড্যানির সঙ্গে যখন গাওয়ার দেখা হয় তখন তিনি স্কুলের অন্তিম বর্ষের পড়ুয়া।

সিকিমেই বড় হয়ে ওঠা গাওয়ার। ড্যানির সঙ্গে যখন গাওয়ার দেখা হয় তখন তিনি স্কুলের অন্তিম বর্ষের পড়ুয়া।

০৪ ১০
ড্যানির জন্মও সিকিমে। পড়াশোনাসূত্রে নৈনিতাল এবং দার্জিলিঙে যেতে হয় তাঁকে। ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা থাকলেও ঘটনাচক্রে অভিনয়জগতে আসেন তিনি।

ড্যানির জন্মও সিকিমে। পড়াশোনাসূত্রে নৈনিতাল এবং দার্জিলিঙে যেতে হয় তাঁকে। ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা থাকলেও ঘটনাচক্রে অভিনয়জগতে আসেন তিনি।

০৫ ১০
বলিউডে আসার পর পরভিন ববি এবং কিম যশপালের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ড্যানি। ব্যক্তিগত কারণে সেই সম্পর্কের বাঁধন ছিন্ন হয়ে যায়।

বলিউডে আসার পর পরভিন ববি এবং কিম যশপালের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ড্যানি। ব্যক্তিগত কারণে সেই সম্পর্কের বাঁধন ছিন্ন হয়ে যায়।

০৬ ১০
অসুস্থ থাকাকালীন অভিনেতার মা চাইতেন ড্যানি ও গাওয়ার বিয়ে হোক।

অসুস্থ থাকাকালীন অভিনেতার মা চাইতেন ড্যানি ও গাওয়ার বিয়ে হোক।

০৭ ১০
মায়ের শেষ ইচ্ছা রাখতে ১৯৯০ সালে গাওয়াকে বিয়ে করেন অভিনেতা।

মায়ের শেষ ইচ্ছা রাখতে ১৯৯০ সালে গাওয়াকে বিয়ে করেন অভিনেতা।

০৮ ১০
মুম্বইয়ের বিলাসবহুল বাড়িতে দিন কাটালেও প্রতি বছর বর্ষার সময় পরিবার-সহ সিকিমে আসেন গাওয়া।

মুম্বইয়ের বিলাসবহুল বাড়িতে দিন কাটালেও প্রতি বছর বর্ষার সময় পরিবার-সহ সিকিমে আসেন গাওয়া।

০৯ ১০
ড্যানি ও গাওয়ার দুই সন্তান। ড্যানি-পুত্র রিনজিং ২০২১ সালে বলিউডে রাখেন অ্যাকশন ঘরানার ছবি ‘স্কোয়াড’-এর মাধ্যমে।

ড্যানি ও গাওয়ার দুই সন্তান। ড্যানি-পুত্র রিনজিং ২০২১ সালে বলিউডে রাখেন অ্যাকশন ঘরানার ছবি ‘স্কোয়াড’-এর মাধ্যমে।

১০ ১০
তাঁদের কন্যা পেমা বলিপাড়া থেকে আপাতত দূরেই রয়েছেন।

তাঁদের কন্যা পেমা বলিপাড়া থেকে আপাতত দূরেই রয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE