All you need to know about bollywood actress Kim Yashpal dgtl
Kim Yashpal
ড্যানির সঙ্গে প্রেম, আইটেম নম্বর করে কেরিয়ার বরবাদ, রাতারাতি উধাও হন এই বলি নায়িকা
আশি-নব্বইয়ের দশকে জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন সত্যকিম যশপাল। কিন্তু সম্পর্কে বিচ্ছেদ, কেরিয়ারের পতনের পর বলিপাড়া থেকে সরে যান তিনি।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১৭:৩৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২১
‘ডিস্কো ডান্সার’ ছবিতে ‘জিমি জিমি, আজা আজা’ গানটির কথা মনে পড়ে? এই গানে মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাল মিলিয়ে নেচেছিলেন সত্যকিম যশপাল। আশি-নব্বইয়ের দশকে জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন সত্যকিম। কিন্তু অভিনেত্রী বেশি পরিচিত অন্য নামে। বলিপাড়ায় আসার পর তিনি নিজের নাম বদলে রেখেছিলেন কিম। এই নামেই সকলে চিনতেন তাঁকে।
ছবি: সংগৃহীত।
০২২১
বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট ছবিতে অভিনয় করেছিলেন কিম। মুখ্যচরিত্রে অভিনয় থেকে শুরু করে তিনি বিভিন্ন ছবিতে ‘আইটেম সং’-এর দৃশ্যেও অভিনয় করেছেন। কিন্তু কিমের কেরিয়ার যত তাড়াতাড়ি উপরের দিকে উঠেছিল, পতনও হয়েছিল হঠাৎ করেই। তাঁর ব্যক্তিগত জীবনেও কঠিন পরিস্থিতি দেখা দেয়। সব মিলিয়ে আশাহত হয়ে ইন্ডাস্ট্রি থেকে সরে যান কিম।
ছবি: সংগৃহীত।
০৩২১
লেবাননের বেইরুটে জন্ম কিমের। তাঁর বরাবরের আগ্রহ ছিল কত্থক নাচের প্রতি। কত্থক শিখবেন বলে সুদূর বেইরুট থেকে মুম্বইয়ে আসেন তিনি। গুরু গোপীকৃষ্ণের কাছে প্রশিক্ষণ নিতে শুরু করেন তিনি। পাশাপাশি অভিনয়ের প্রতিও আগ্রহ জন্মায় কিমের।
ছবি: সংগৃহীত।
০৪২১
নাচ শেখার সূত্রে কিমের পরিচয় হয় বলি অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার সঙ্গে। গুরু গোপীকৃষ্ণের কাছেই নাচ শিখতেন ডিম্পল। কিম এবং ডিম্পলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। ডিম্পলের সঙ্গে বলিপাড়ার এক তারকাখচিত পার্টিতে যান কিম। সেখানে শশী কপূরের সঙ্গে আলাপ হয় তাঁর। অভিনয়ে কিমের আগ্রহের কথা শশীকে জানান ডিম্পল।
ছবি: সংগৃহীত।
০৫২১
শশী কিমের সঙ্গে প্রযোজক এনএন সিপ্পির আলাপ করিয়ে দেন। দেখা মাত্রই কিমকে তাঁর পরবর্তী ছবির অভিনেত্রী হিসাবে পছন্দ করে ফেলেন সিপ্পি।
ছবি: সংগৃহীত।
০৬২১
সাইকোলজিক্যাল হরর ঘরানার ‘ফির ওহি রাত’ ছবিতে রাজেশ খন্নার বিপরীতে অভিনয় করার সুযোগ পান কিম। বাণিজ্যিক দিক দিয়ে দারুণ সফল হয় ছবিটি।
ছবি: সংগৃহীত।
০৭২১
যদিও ‘ফির ওহি রাত’ ছবিতে প্রথম অভিনয় করেননি কিম। তাঁর প্রথম কাজ ‘পেহেরাদার’ ছবিতে। কিন্তু সংরক্ষণ না করায় এই ছবির এখন আর কোনও অস্তিত্ব নেই।
ছবি: সংগৃহীত।
০৮২১
‘ফির ওহি রাত’ ছবিটি কিমের কেরিয়ারে যেমন মাইলফলক হয়ে দাঁড়ায়, ঠিক তেমনই তাঁর ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলে। ছবিতে কাজ করার সময় ড্যানি ডেনজংপার সঙ্গে আলাপ হয় কিমের।
ছবি: সংগৃহীত।
০৯২১
‘ফির ওহি রাত’ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসাবে প্রথম কাজ করেছিলেন ড্যানি। অভিনয় সূত্রে কিম-ড্যানির আলাপ হয়। তাঁদের এই সম্পর্ক বহু দূর গড়ায়। সেই সময় পরভিন ববির সঙ্গে সদ্য বিচ্ছেদ হয়েছিল ড্যানির। বিচ্ছেদের ঘোর কাটতে না-কাটতেই অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ড্যানি। কিমের সঙ্গে একত্রবাস করতেও শুরু করেছিলেন তিনি।
ছবি: সংগৃহীত।
১০২১
তবে কিমের সঙ্গে থাকাকালীনও পুরনো সম্পর্ক মাঝেমধ্যেই উঁকি মারত। ড্যানি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে জানিয়েছিলেন, কিমকে শুটিং সেটে ছেড়ে তিনি যখন বাড়ি ফিরতেন, দেখতেন ঘরের ভিতর পরভিন বসে রয়েছেন। প্রাক্তন প্রেমিকাকে এ ভাবে বসে থাকতে দেখে অস্বস্তিতে পড়তেন তিনি। কিমের সঙ্গেও এই নিয়ে বচসা হত। কিন্তু পরভিন দাবি করতেন, সম্পর্ক শেষ হয়ে গেলেও ড্যানির সঙ্গে তাঁর বন্ধুত্ব রয়েছে। তাই তিনি যখন খুশি ড্যানির বাড়িতে আসতে পারেন।
ছবি: সংগৃহীত।
১১২১
তবে পরভিনের সঙ্গে কিমের সৌজন্যমূলক সম্পর্ক ছিল। ড্যানির সঙ্গে তাঁর সম্পর্কও মজবুত ছিল। একের পর এক হিন্দি ছবি দর্শককে উপহার দিয়ে যাচ্ছিলেন কিম। ১৯৮১ সালে মুক্তি পেয়েছিল ‘নসীব’ ছবিটি। অমিতাভ বচ্চন, শত্রুঘ্ন সিন্হা, ঋষি কপূর, হেমা মালিনী, কাদের খান, প্রেম চোপড়ার মতো বলিউডের বহু নামকরা তারকাকে এই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। তারকাখচিত এই ছবিতে অন্যতম মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন কিমও। তবে এর নেপথ্যে কাহিনি ছিল অন্য।
ছবি: সংগৃহীত।
১২২১
ছবির প্রযোজক-পরিচালক মনমোহন দেসাই প্রথমে নিতু সিংহকে অভিনেত্রী হিসাবে পছন্দ করেছিলেন। কিন্তু সামনে বিয়ে থাকায় অভিনয়ের প্রস্তাবে রাজি হননি নিতু। পরে নিতুর বদলে কিমকে বেছে নিয়েছিলেন মনমোহন। এই ছবিতে অভিনয় করেও প্রশংসা কুড়োন কিম।
ছবি: সংগৃহীত।
১৩২১
১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘ডিস্কো ডান্সার’ ছবিতে অভিনয় করে তিনি সকলের নজর কাড়েন। কিমের দুর্দান্ত নাচের পারফরম্যান্স দেখে সকলে বিস্মিত হয়ে যান। কিন্তু এর ফলে অভিনেত্রীর কেরিয়ারে খারাপ প্রভাব পড়ে।
ছবি: সংগৃহীত।
১৪২১
বলিপাড়ার প্রযোজক-পরিচালকেরা মনে করতে শুরু করেন, কিমকে আর অভিনেত্রী হিসাবে নয়, বরং ‘আইটেম সং’-এ রাখলে ছবি বাণিজ্যিক ভাবে সফল হবে। এই সিদ্ধান্তে বিন্দু মাত্র খুশি হননি কিম। বিভিন্ন গানের দৃশ্যে অভিনয় করে তিনি জনপ্রিয় হয়ে উঠছিলেন ঠিকই, কিন্তু তাঁর প্রতি সকলের নজর বদলে যেতে শুরু করে।
ছবি: সংগৃহীত।
১৫২১
১৯৮৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় মিঠুন চক্রবর্তী, মন্দাকিনী অভিনীত ‘কম্যান্ডো’ ছবিটি। মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন কিম। কিন্তু ছবি মুক্তির পর দেখা যায়, এডিট করে কিমের অভিনয়ের দৃশ্যগুলি এমন ভাবে পরিবেশন করা হয়েছে যে দেখে মনে হবে, তিনি পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। এই ধাক্কা তিনি আর সহ্য করতে পারেননি। বলিজগত থেকে ধীরে ধীরে সরে আসবেন বলে সিদ্ধান্ত নেন তিনি।
ছবি: সংগৃহীত।
১৬২১
পথ চলার সঙ্গী ড্যানি সে সময় কিমের সঙ্গে ছিলেন, তাই কেরিয়ারের বদলে সম্পর্কেই বেশি মনোনিবেশ করতে শুরু করেন অভিনেত্রী। কিন্তু কিছু সময় পর ড্যানিও তাঁর হাত ছেড়ে দেন। ৭ বছর একসঙ্গে একত্রবাস করার পর কিমের সঙ্গে সম্পর্কে ইতি টানেন ড্যানি। বিচ্ছেদের ঠিক পরেই সিকিমের রাজপরিবারের এক সদস্যাকে বিয়ে করে সংসার পাতেন তিনি। হঠাৎ এই আঘাতের জন্য প্রস্তুত ছিলেন না কিম। মানসিক দিক দিয়ে ভেঙে পড়েন তিনি। বলিপাড়া থেকে নিজেকে সরিয়ে ফেলেন কিম।
ছবি: সংগৃহীত।
১৭২১
এমনকি, বলিউডের কারও সঙ্গে যোগাযোগও রাখেননি কিম। এক সাক্ষাৎকারে ড্যানি জানিয়েছিলেন, অভিনেতার মা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর শেষ ইচ্ছা ছিল যে তিনি নিজের পছন্দের মেয়ের সঙ্গে ড্যানির বিয়ে দেবেন। মায়ের কথা রাখতেই গাওয়া ডেনজংপাকে বিয়ে করেন ড্যানি।
ছবি: সংগৃহীত।
১৮২১
বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, মিঠুন চক্রবর্তী এবং প্রযোজক রমু সিপ্পির সঙ্গে সম্পর্কে ছিলেন কিম। কিন্তু এই বিষয়ে কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
ছবি: সংগৃহীত।
১৯২১
বহু বছর ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকার পর কিম আবার দেশে ফেরেন। সেই সময় এক সাক্ষাৎকারে তিনি জানান, বলিউড থেকে সরে যাওয়ার পর তাঁর সঙ্গে পরভিন ববি ছাড়া আর কেউ যোগাযোগ রাখেননি। এমনকি, জন্মদিনে কিমকে দামি সুগন্ধি এবং গানের রেকর্ড উপহার হিসাবে পাঠিয়েছিলেন পরভিন।
ছবি: সংগৃহীত।
২০২১
সম্পর্ক ভাঙার জন্য শুধুমাত্র ড্যানিকে দোষ দিতে রাজি ছিলেন না তিনি। তিনি বলেন, তাঁর উচিত ছিল কেরিয়ারের দিকে মনোনিবেশ করা। বলিপাড়ার আলোর রোশনাই থেকে দূরে থাকা কিম এখন অবশ্য নিজের জীবন নিয়ে ব্যস্ত। দেশ-বিদেশের বিভিন্ন জায়গার অনুষ্ঠানে কত্থক পরিবেশন করেন তিনি।
ছবি: সংগৃহীত।
২১২১
কর্মসূত্রে বছরের ৭ থেকে ৮ মাস ভারতে এবং বাকি সময় ইউরোপে থাকেন কিম। ইউরোপে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।