Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Shikhar Pahariya

পুরনো প্রেমিকের সঙ্গে ধরা দিলেন, ওরির কাছ থেকে কি তবে সরেই এলেন জাহ্নবী?

কানাঘুষো শোনা যায় যে, জাহ্নবীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শিখর। শ্রীদেবীর কড়া নির্দেশেই নাকি অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে ইতি টানতে হয়।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ ১৬:৩২
Share: Save:
০১ ১৯
বুধবার রাতে অনিল কপূরের কন্যা রিয়ার বাড়িতে বলি তারকাদের ঢল নেমেছিল। মালাইকা অরোরা-সহ অর্জুন কপূর, খুশি কপূর, হর্ষবর্ধন কপূর ছাড়াও তারকাখচিত পার্টিতে উপস্থিত ছিলেন কপূর পরিবারের অনেকে। রাত্রিশেষে একে একে তারকারা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেন। পাপারাৎজ়িদের ক্যামেরা ছিল সদর দরজার দিকেই তাক করা। হঠাৎ গাড়ির সামনের আসনে দেখা গেল শ্রীদেবীর কন্যা জাহ্নবী কপূরকে। চালকের আসনে যিনি বসেছিলেন তাঁকে দেখে আলোকচিত্রীদের কৌতূহল বেড়ে যায়। সেই আসনে ছিলেন জাহ্নবীর প্রাক্তন প্রেমিক শিখর পাহাড়িয়া।

বুধবার রাতে অনিল কপূরের কন্যা রিয়ার বাড়িতে বলি তারকাদের ঢল নেমেছিল। মালাইকা অরোরা-সহ অর্জুন কপূর, খুশি কপূর, হর্ষবর্ধন কপূর ছাড়াও তারকাখচিত পার্টিতে উপস্থিত ছিলেন কপূর পরিবারের অনেকে। রাত্রিশেষে একে একে তারকারা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেন। পাপারাৎজ়িদের ক্যামেরা ছিল সদর দরজার দিকেই তাক করা। হঠাৎ গাড়ির সামনের আসনে দেখা গেল শ্রীদেবীর কন্যা জাহ্নবী কপূরকে। চালকের আসনে যিনি বসেছিলেন তাঁকে দেখে আলোকচিত্রীদের কৌতূহল বেড়ে যায়। সেই আসনে ছিলেন জাহ্নবীর প্রাক্তন প্রেমিক শিখর পাহাড়িয়া।

০২ ১৯
বলিপাড়ার সঙ্গে কোনও ভাবেই যুক্ত নন শিখর। বরং রাজনীতির সঙ্গে ছোটবেলা থেকে পরিচিত তিনি। মুম্বইয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি তিনি।

বলিপাড়ার সঙ্গে কোনও ভাবেই যুক্ত নন শিখর। বরং রাজনীতির সঙ্গে ছোটবেলা থেকে পরিচিত তিনি। মুম্বইয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি তিনি।

০৩ ১৯
টিনসেল নগরীতে কানাঘুষো শোনা যায় যে, জাহ্নবীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শিখর। শ্রীদেবীর কড়া নির্দেশেই নাকি অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে ইতি টানতে হয়। বহু বছর পর আবার ক্যামেরার লেন্সে একসঙ্গে ধরা পড়লেন শিখর এবং জাহ্নবী।

টিনসেল নগরীতে কানাঘুষো শোনা যায় যে, জাহ্নবীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শিখর। শ্রীদেবীর কড়া নির্দেশেই নাকি অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে ইতি টানতে হয়। বহু বছর পর আবার ক্যামেরার লেন্সে একসঙ্গে ধরা পড়লেন শিখর এবং জাহ্নবী।

০৪ ১৯
প্রাক্তন প্রেমিকের সঙ্গে জাহ্নবীর ছবি-সহ ভিডিয়োও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। জাহ্নবীর মুখে যেন লজ্জার রেখা। ক্যামেরার সামনে ধরা পড়ে অভিনেত্রী খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েছেন বলেই মনে হল। কখনও হাত দিয়ে হালকা মুখ ঢাকছেন, কখনও বা আলোকচিত্রীদের দেখে হাসছেন। সব মিলিয়েই লুকোচুরির আভাস।

প্রাক্তন প্রেমিকের সঙ্গে জাহ্নবীর ছবি-সহ ভিডিয়োও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। জাহ্নবীর মুখে যেন লজ্জার রেখা। ক্যামেরার সামনে ধরা পড়ে অভিনেত্রী খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েছেন বলেই মনে হল। কখনও হাত দিয়ে হালকা মুখ ঢাকছেন, কখনও বা আলোকচিত্রীদের দেখে হাসছেন। সব মিলিয়েই লুকোচুরির আভাস।

০৫ ১৯
১৯৯৬ সালে মুম্বইয়ে জন্ম শিখরের। বম্বে স্কটিশ স্কুলে প্রথমে পড়াশোনা শুরু করলেও পরে  ধীরুবাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করানো হয় শিখরকে।

১৯৯৬ সালে মুম্বইয়ে জন্ম শিখরের। বম্বে স্কটিশ স্কুলে প্রথমে পড়াশোনা শুরু করলেও পরে ধীরুবাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করানো হয় শিখরকে।

০৬ ১৯
উচ্চশিক্ষার জন্য লন্ডনে পাড়ি দেন শিখর। লন্ডনের রিজেন্ট ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছিলেন তিনি।

উচ্চশিক্ষার জন্য লন্ডনে পাড়ি দেন শিখর। লন্ডনের রিজেন্ট ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছিলেন তিনি।

০৭ ১৯
শিখরের বাবা সঞ্জয় পাহাড়িয়া ব্যবসা করেন। তাই ছোটবেলা থেকে ব্যবসার প্রতি ঝুঁকেছিলেন শিখর। ১৩ বছর বয়সে নিজের একটি কনসালটেন্সি সংস্থা গড়ে তুলেছিলেন শিখর। এই সংস্থার মাধ্যমে যাঁরা নতুন পোষ্য কিনেছেন, তাঁদের পরামর্শ দেওয়া হত।

শিখরের বাবা সঞ্জয় পাহাড়িয়া ব্যবসা করেন। তাই ছোটবেলা থেকে ব্যবসার প্রতি ঝুঁকেছিলেন শিখর। ১৩ বছর বয়সে নিজের একটি কনসালটেন্সি সংস্থা গড়ে তুলেছিলেন শিখর। এই সংস্থার মাধ্যমে যাঁরা নতুন পোষ্য কিনেছেন, তাঁদের পরামর্শ দেওয়া হত।

০৮ ১৯
পরবর্তী কালে লন্ডনে একটি বিনিয়োগ সংস্থায় কাজ করেন শিখর। লন্ডনের ওই চাকরি ছেড়ে ভারতে ফিরে আসেন তিনি। দেশে ফিরে এসে একটি বেসরকারি সংস্থায় চাকরিতে যুক্ত হন।

পরবর্তী কালে লন্ডনে একটি বিনিয়োগ সংস্থায় কাজ করেন শিখর। লন্ডনের ওই চাকরি ছেড়ে ভারতে ফিরে আসেন তিনি। দেশে ফিরে এসে একটি বেসরকারি সংস্থায় চাকরিতে যুক্ত হন।

০৯ ১৯
২০১৮ সালে শিখর তাঁর ভাই বীর পাহাড়িয়ার সঙ্গে হাত মিলিয়ে একটি বিনোদন এবং গেমিং সংস্থা প্রতিষ্ঠা করেন। শিখরের পরিবারের সকলে রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু রাজনীতির চেয়ে ভিডিয়ো গেম এবং পোলো খেলার প্রতি বেশি আগ্রহ তাঁর।

২০১৮ সালে শিখর তাঁর ভাই বীর পাহাড়িয়ার সঙ্গে হাত মিলিয়ে একটি বিনোদন এবং গেমিং সংস্থা প্রতিষ্ঠা করেন। শিখরের পরিবারের সকলে রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু রাজনীতির চেয়ে ভিডিয়ো গেম এবং পোলো খেলার প্রতি বেশি আগ্রহ তাঁর।

১০ ১৯
পোলো খেলতে খুবই ভালবাসেন শিখর। ভারতের প্রতিনিধি হিসাবে আন্তর্জাতিক স্তরে পোলো খেলায় অংশগ্রহণ করেছেন তিনি। রয়্যাল জয়পুরের পোলো দলের সদস্য শিখর। ২০১৩ সালে লন্ডনের বার্কশায়ার পোলো ক্লাবে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

পোলো খেলতে খুবই ভালবাসেন শিখর। ভারতের প্রতিনিধি হিসাবে আন্তর্জাতিক স্তরে পোলো খেলায় অংশগ্রহণ করেছেন তিনি। রয়্যাল জয়পুরের পোলো দলের সদস্য শিখর। ২০১৩ সালে লন্ডনের বার্কশায়ার পোলো ক্লাবে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

১১ ১৯
পোলো খেলার পাশাপাশি সমাজসেবার সঙ্গেও যুক্ত শিখর। মহিলাদের উন্নয়ন নিয়ে বহু কাজ করেছেন তিনি। মহারাষ্ট্রের গ্রামীণ এলাকায় পিছিয়ে পড়া শিশুদের উন্নতির জন্য কাজ করেছেন শিখর।

পোলো খেলার পাশাপাশি সমাজসেবার সঙ্গেও যুক্ত শিখর। মহিলাদের উন্নয়ন নিয়ে বহু কাজ করেছেন তিনি। মহারাষ্ট্রের গ্রামীণ এলাকায় পিছিয়ে পড়া শিশুদের উন্নতির জন্য কাজ করেছেন শিখর।

১২ ১৯
জাহ্নবী কপূরের সঙ্গে শিখরের সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আসে ২০১৬ সালে। জাহ্নবীর গালে শিখর চুমু খাচ্ছেন, এমন একটি ছবি ছড়িয়ে পড়ে। মেয়ের সঙ্গে শিখরের ঘনিষ্ঠতা নজর এড়ায়নি শ্রীদেবীর।

জাহ্নবী কপূরের সঙ্গে শিখরের সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আসে ২০১৬ সালে। জাহ্নবীর গালে শিখর চুমু খাচ্ছেন, এমন একটি ছবি ছড়িয়ে পড়ে। মেয়ের সঙ্গে শিখরের ঘনিষ্ঠতা নজর এড়ায়নি শ্রীদেবীর।

১৩ ১৯
বলিপাড়ার একাংশের অনুমান, জাহ্নবী এবং শিখরের এই ছবি দেখার পর জাহ্নবীকে নিয়ে আরও সতর্ক হয়ে পড়েন শ্রীদেবী। তিনি চাইতেন যে, জাহ্নবী যেন নিজের কেরিয়ার গড়ার দিকে মন দেন। এর পরেই শিখরের থেকে দূরত্ব বেড়ে যেতে থাকে জাহ্নবীর। শ্রীদেবীর কারণে জাহ্নবী এবং শিখরের সম্পর্ক শেষ হয়ে যায় বলেই মনে করেন অনেকে।

বলিপাড়ার একাংশের অনুমান, জাহ্নবী এবং শিখরের এই ছবি দেখার পর জাহ্নবীকে নিয়ে আরও সতর্ক হয়ে পড়েন শ্রীদেবী। তিনি চাইতেন যে, জাহ্নবী যেন নিজের কেরিয়ার গড়ার দিকে মন দেন। এর পরেই শিখরের থেকে দূরত্ব বেড়ে যেতে থাকে জাহ্নবীর। শ্রীদেবীর কারণে জাহ্নবী এবং শিখরের সম্পর্ক শেষ হয়ে যায় বলেই মনে করেন অনেকে।

১৪ ১৯
জাহ্নবী বলিউডে পা রেখেছিলেন ‘ধড়ক’ ছবির মাধ্যমে। সেই ছবির নামের লোগো নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে ভাগ করে নিয়েছিলেন শিখর।

জাহ্নবী বলিউডে পা রেখেছিলেন ‘ধড়ক’ ছবির মাধ্যমে। সেই ছবির নামের লোগো নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে ভাগ করে নিয়েছিলেন শিখর।

১৫ ১৯
২০১৮ সালে আবার চর্চায় আসেন শিখর এবং জাহ্নবী। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন শিখর। ইটালির রাস্তায় দু’জন মানুষ দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের ছায়া পড়েছে রাস্তায়। সেই ছবিই ক্যামেরাবন্দি করেছিলেন শিখর।

২০১৮ সালে আবার চর্চায় আসেন শিখর এবং জাহ্নবী। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন শিখর। ইটালির রাস্তায় দু’জন মানুষ দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের ছায়া পড়েছে রাস্তায়। সেই ছবিই ক্যামেরাবন্দি করেছিলেন শিখর।

১৬ ১৯
অনেকের অনুমান, মুকেশ অম্বানীর কন্যা ইশার বিয়ে উপলক্ষে ইটালি গিয়েছিলেন জাহ্নবী। সেই যাত্রায় অভিনেত্রীর সঙ্গী ছিলেন শিখর। শিখর ইনস্টাগ্রামে যে ছবি পোস্ট করেছিলেন সেই ছবিতে নাকি শিখরের পাশে ছিলেন জাহ্নবী। এই ছবি নিয়ে আবার জলঘোলা শুরু হলে শিখর সেই ছবি সমাজমাধ্যম থেকে সরিয়ে দেন।

অনেকের অনুমান, মুকেশ অম্বানীর কন্যা ইশার বিয়ে উপলক্ষে ইটালি গিয়েছিলেন জাহ্নবী। সেই যাত্রায় অভিনেত্রীর সঙ্গী ছিলেন শিখর। শিখর ইনস্টাগ্রামে যে ছবি পোস্ট করেছিলেন সেই ছবিতে নাকি শিখরের পাশে ছিলেন জাহ্নবী। এই ছবি নিয়ে আবার জলঘোলা শুরু হলে শিখর সেই ছবি সমাজমাধ্যম থেকে সরিয়ে দেন।

১৭ ১৯
সচিন তেন্ডুলকরের কন্যা সারা এবং জাভেদ জাফরির কন্যা আলাভিয়ার সঙ্গে বন্ধুত্ব রয়েছে শিখরের। কানাঘুষো শোনা যায়, সারা আলি খানের সঙ্গে  শিখরের ভাই বীরের সম্পর্ক ছিল।

সচিন তেন্ডুলকরের কন্যা সারা এবং জাভেদ জাফরির কন্যা আলাভিয়ার সঙ্গে বন্ধুত্ব রয়েছে শিখরের। কানাঘুষো শোনা যায়, সারা আলি খানের সঙ্গে শিখরের ভাই বীরের সম্পর্ক ছিল।

১৮ ১৯
জাহ্নবীর সঙ্গে মাঝেমধ্যেই দেখা যেত শিখরকে। ছুটি কাটাতে অভিনেত্রীর সঙ্গে মলদ্বীপেও গিয়েছিলেন শিখর। তবে জাহ্নবী কখনও তাঁর সঙ্গে শিখরের সম্পর্কের কথা জনসমক্ষে স্বীকার করেননি।

জাহ্নবীর সঙ্গে মাঝেমধ্যেই দেখা যেত শিখরকে। ছুটি কাটাতে অভিনেত্রীর সঙ্গে মলদ্বীপেও গিয়েছিলেন শিখর। তবে জাহ্নবী কখনও তাঁর সঙ্গে শিখরের সম্পর্কের কথা জনসমক্ষে স্বীকার করেননি।

১৯ ১৯
সম্প্রতি কানাঘুষো শোনা যায় যে, ওরহান অবত্রমানীর সঙ্গে জাহ্নবীর সম্পর্ক রয়েছে। তবে অজয় দেবগন এবং কাজলের কন্যা নায়সার সঙ্গে ওরহানকে বেশির ভাগ সময় দেখা যায়। তবে কি ওরহানের সঙ্গে জাহ্নবীর সম্পর্কে চিড় ধরেছে? নাকি শিখরের প্রেমেই মজে রয়েছেন তিনি? সব মিলিয়ে বলিপাড়ায় ধোঁয়াশা তৈরি করেছেন শ্রীদেবীর কন্যা।

সম্প্রতি কানাঘুষো শোনা যায় যে, ওরহান অবত্রমানীর সঙ্গে জাহ্নবীর সম্পর্ক রয়েছে। তবে অজয় দেবগন এবং কাজলের কন্যা নায়সার সঙ্গে ওরহানকে বেশির ভাগ সময় দেখা যায়। তবে কি ওরহানের সঙ্গে জাহ্নবীর সম্পর্কে চিড় ধরেছে? নাকি শিখরের প্রেমেই মজে রয়েছেন তিনি? সব মিলিয়ে বলিপাড়ায় ধোঁয়াশা তৈরি করেছেন শ্রীদেবীর কন্যা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy