Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Seema Sajdeh

বিয়ে মানেনি খান পরিবার, সংসার ভাঙে এক তারকার জন্য! এখন কী করছেন সোহেলের ‘স্ত্রী’?

ফ্যাশন ডিজ়াইনিং নিয়ে পড়াশোনা করার পর চাঙ্কির সঙ্গে বলিপাড়ার বিভিন্ন পার্টিতে কস্টিউম ডিজ়াইনিং সংক্রান্ত কাজ খোঁজার জন্য যেতেন সীমা সাজদে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২৫
Share: Save:
০১ ২২
Seema Sajdeh

ছোট থেকেই স্বপ্ন ছিল ফ্যাশন জগতে কাজ করার। স্বপ্নপূরণের জন্য দিল্লি ছেড়ে টিনসেল নগরীতে পা রেখেছিলেন সীমা সাজদে। কিন্তু মুম্বই শহর শুধুমাত্র তাঁর কর্মজীবনে সাফল্য আনেনি, তার সঙ্গে এনে দিয়েছিল সীমার জীবনের ভালবাসাকেও। কিন্তু সেই ভালবাসাই তাঁর জীবন থেকে কর্পূরের মতো উধাও হয়ে যায় অন্য এক তারকার জন্য।

০২ ২২
Seema Sajdeh

১৯৭৬ সালে ৮ মার্চ দিল্লিতে জন্ম সীমার। বাবা মা এবং ভাই বোনের সঙ্গে দিল্লিতে থাকতেন তিনি। সীমার বাবা একটি বিনোদন সংস্থার ডিরেক্টর ছিলেন।

০৩ ২২
Seema Sajdeh

শৈশব থেকেই ফ্যাশন ডিজ়াইনিংয়ের প্রতি আগ্রহ ছিল সীমার। কেরিয়ার গড়বেন বলে দিল্লি ছেড়ে মুম্বই চলে আসেন তিনি।

০৪ ২২
Chunky Pandey

চাঙ্কি পাণ্ডে সম্পর্কে সীমার কাকা হন। মুম্বইয়ে এসে কাকার বাড়িতেই ওঠেন সীমা। ফ্যাশন ডিজ়াইনিং নিয়ে পড়াশোনা করার পর চাঙ্কির সঙ্গে বলিপাড়ার বিভিন্ন পার্টিতে কস্টিউম ডিজ়াইনিং সংক্রান্ত কাজ খোঁজার জন্য যেতেন তিনি।

০৫ ২২
Seema Sajdeh with Chunky Pandey

চাঙ্কির সঙ্গে ভাবনার আংটিবদলের অনুষ্ঠানের সময় নামকরা বলি তারকাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে উপস্থিত ছিলেন সলমন খানের ভাই সোহেলও। তখনও ইন্ডাস্ট্রিতে পা রাখেননি সোহেল। প্রথম দেখাতেই সীমার প্রেমে পড়ে যান তিনি। সীমার সঙ্গে প্রথম আলাপ সম্পর্কে গড়াতে বেশি সময় নেয়নি।

০৬ ২২
Seema Sajdeh and Sohail Khan together

খান পরিবারের সদস্যরা তাঁদের কাছের বন্ধুবান্ধবদের মাঝেমধ্যেই নৈশভোজের আমন্ত্রণ জানাতেন। সোহেলও সেই উপলক্ষে এক দিন সীমাকে আমন্ত্রণ জানান। পরিবারের সকলের সঙ্গে, বিশেষ করে সোহেলের ভাইবোনদের সঙ্গে ভাল বন্ধুত্ব হয়ে যায় সীমার। কিন্তু সীমার সঙ্গে সোহেলের সম্পর্কের কথা জানতে পেরে আপত্তি জানায় খান পরিবার।

০৭ ২২
Seema Sajdeh and Sohail Khan together

সীমা ভিন্ন ধর্মের, তার উপর আবার ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। খান পরিবারের সদস্য ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হলেও তাঁরা চাইতেন না যে, সোহেল তাঁর জীবনসঙ্গী হিসাবে ফ্যাশন ইন্ডাস্ট্রির কাউকে পছন্দ করুন। তাই সীমার সঙ্গে সোহেলের মেলামেশা বন্ধ করে দিয়েছিলেন খান পরিবারের সদস্যরা। দেখা করতে দেওয়া তো দূরের কথা, সীমার সঙ্গে কথা বলতেও বাধা দিতেন সোহেলকে।

০৮ ২২
Seema Sajdeh and Sohail Khan together and Salim Khan

সোহেল তখন তাঁর প্রথম ছবি মুক্তির অপেক্ষায়। ‘প্যার কিয়া তো ডরনা কয়া’ ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। ছবি মুক্তির আগের রাতে সীমাকে নিয়ে পালিয়ে যান তিনি। মধ্যরাতে সীমাকে নিয়ে সোজা নিজেদের বাড়িতে আসেন সোহেল। বাড়ির সকলে তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ওই বাড়ির ভৃত্য সীমাকে সঙ্গে নিয়ে সোহেলের বাড়ি আসার খবর গিয়ে জানান সোহেলের বাবা সেলিমকে।

০৯ ২২
Salim Khan

সেলিম স্পষ্ট জানিয়ে দেন যে, সীমাকে তিনি বাড়ির অন্দরমহলে রাখতে রাজি নন। সেই মুহূর্তে সলমনকে নিয়ে বলিপাড়ায় নানা রকম চর্চা চলছে। সেলিম চাননি যে, কেরিয়ার শুরু হওয়ার আগে সোহেলও কোনও রকম বিতর্কে জড়িয়ে পড়ুন।

১০ ২২
Seema Sajdeh and Sohail Khan together

কিন্তু সোহেল যে সীমাকে ছাড়া থাকতে পারবেন না, তা-ও জানিয়ে দেন। শেষ পর্যন্ত সেলিম সিদ্ধান্ত নেন, সীমাকে বিয়ে করলেই একমাত্র তাঁর এই বাড়িতে ঠাঁই হবে। নচেৎ সীমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতে হবে। বাবার কথা শোনামাত্রই সোহেল তাঁর বন্ধুবান্ধবদের ডেকে বিয়ের আয়োজন করা শুরু করেন।

১১ ২২
Seema Sajdeh and Sohail Khan together

সোহেলের বাড়ির কাছেই একটি মসজিদ ছিল। কিন্তু বিয়ে দেওয়ার জন্য কোনও মৌলবি সেখানে উপস্থিত ছিলেন না। সোহেলের বন্ধুরা এক মৌলবিকে অপহরণ করে নিয়ে আসেন।

১২ ২২
Seema Sajdeh and Sohail Khan together

মৌলবি প্রথমে ভয় পেলেও পরে যখন দেখতে পান যে তিনি খান পরিবারের বিয়ে দিতে চলেছেন, তখন তিনি আর আপত্তি জানাননি। ১৯৯৮ সালে বাড়ির লোকজন এবং কাছের বন্ধুবান্ধবদের নিয়েই চারহাত এক হয় সোহেল এবং সীমার।

১৩ ২২
Sohail Khan

প্রথম ছবি মুক্তির আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহেল। বলিপাড়ার একাংশের দাবি, ‘প্যার কিয়া তো ডরনা ক্যায়া’ ছবির নামকরণ সার্থক করতেই নাকি বিয়ে করেছিলেন অভিনেতা। পরে অবশ্য ধুমধাম করে বিয়ে করেছিলেন তাঁরা।

১৪ ২২
Seema Sajdeh

বিয়ের পর নিজের কেরিয়ারেও এগিয়ে গিয়েছিলেন সীমা। মুম্বইয়ের বান্দ্রায় নিজস্ব পোশাকের একটি সংস্থা খোলেন তিনি। এমনকি, দুবাইয়েও তাঁর সংস্থার দোকান খুলে ফেলেন সীমা।

১৫ ২২
Seema Sajdeh with her friends

শিল্পা শেট্টি, করিনা কপূর খান, মালাইকা অরোরা, ক্যাটরিনা কইফের মতো নামী তারকাদের পোশাক ডিজ়াইন করেন সীমা। সীমাকে বেশির ভাগ সময় ভাবনা পাণ্ডে, মাহীপ কপূর, নীলম কোঠারির সঙ্গে পার্টি করতে দেখা যায়। তাঁরা ৪ জন একে অপরের কাছের বন্ধু।

১৬ ২২
Seema Sajdeh and Sohail Khan together with kids

বিয়ের দু’বছর পর পুত্রসন্তানের জন্ম দেন সীমা। তার ঠিক এক বছর পর সারোগেসির মাধ্যমে দ্বিতীয় পুত্রসন্তান কোলে আসে সীমার। সোহেল এবং সীমাকে নিয়ে বলিপাড়ায় নিয়মিত আলোচনা হত। অনেকে তাঁদের বলিপাড়ার শ্রেষ্ঠ জুটির তকমাও দিয়েছিলেন।

১৭ ২২
Huma Qureshi and Sohail Khan

কিন্তু ২০১৭ সাল নাগাদ বলিপাড়ায় কানাঘুষো শোনা যেতে থাকে যে, সোহেল এবং সীমা এক ছাদের তলায় থাকছেন না। এই জুটির মধ্যে চিড় ধরিয়েছেন আবার বলিপাড়ার এক তারকা। হুমা কুরেশির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন সোহেল, বলিপাড়ায় এই নিয়ে শোরগোল শুরু হয়।

১৮ ২২
Huma Qureshi

‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ ব্র্যান্ড প্রচারের প্রধান মুখ ছিলেন হুমা। সোহেলও তার সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রে সোহেলের সঙ্গে হুমার আলাপ। কোনও পার্টির আয়োজন করা হলে সেখানে হুমাকে ডাকতেন সোহেল। কানাঘুষো শোনা যায় যে, সোহেলের সঙ্গে সময় কাটানোর জন্য সোহেলের বাড়ির কাছাকাছি একটি ফ্ল্যাটও কিনেছিলেন হুমা।

১৯ ২২
Huma Qureshi

কিন্তু সোহেল এবং হুমার মধ্যে কোনও সম্পর্ক ছিল না। সবই নাকি মিথ্যা খবর রটানো হয়েছে বলে দাবি করেন হুমা। এই প্রসঙ্গে সীমার বক্তব্য, ‘‘হুমার সঙ্গে সোহেলের প্রেমের সম্পর্ক ছিল না। পার্টিতে হুমা ছাড়াও আরও ৫০০ জন উপস্থিত থাকতেন। এ সবই মিথ্যা।’’

২০ ২২
Huma Qureshi

তবে, ২০২০ সালে নেটফ্লিক্সে ‘দ্য ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’ সিরিজ়ে সীমা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন। তিনি জানান যে, সোহেল তাঁর বাবা-মায়ের সঙ্গে থাকেন। সীমা তাঁর দুই পুত্রকে নিয়ে আলাদা বাড়িতে থাকেন। যদিও তাঁদের বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়।

২১ ২২
Seema Sajdeh, Sohail Khan, Salman Khan together

সীমা বলেন, ‘‘মাঝে মাঝে মনে হয় আমি সাত সমুদ্রতীরে কোথাও থাকি। নির্বাণ সারা দিন ওর বাবার সঙ্গে থাকে। শুধুমাত্র রাতে ঘুমোনোর সময় আমার কাছে আসে। নির্বাণের এই স্বভাব আমার একদম পছন্দ নয়।’’ শোনা যায়, সোহেল এবং সীমার সংসার জোড়া লাগানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন সলমন। মালাইকা এবং আরবাজ়ের বিবাহবিচ্ছেদের পর সলমন চাইছিলেন যে, সোহেল এবং সীমার সম্পর্ক টিকে থাকুক।

২২ ২২
Seema Sajdeh

অনেকের মতে, তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। যদিও সোহেল বা সীমা এ নিয়ে কিছু স্বীকার করেননি। কিন্তু ২৪ বছরের বিবাহিত জীবনে যে চিড় ধরে যায় এবং সংসার ভাঙে, তা স্পষ্ট। সীমা এক সাক্ষাৎকারে জানান যে, পাঁচ বছর ধরে সোহেল এবং সীমা আলাদা রয়েছেন। তাঁদের চিন্তাভাবনা এক ধরনের নয় বলেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সোহেল এবং সীমা দু’জনেই নিজেদের কেরিয়ারে সফল হলেও এক ছাদের তলায় থাকতে ব্যর্থ এই জুটি।

সব ছবি সংগৃহীত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy